বিপিএলের সমাপনীতে গাইবেন জেমস-মাকসুদ
বিপিএলের শুরু এবং শেষে থাকে জমজমাট আয়োজন। বিশেষ করে উদ্বোধনী অনুষ্ঠান সাজানো হয় বলিউডের তারকাদের অংশগ্রহণে বর্নাঢ্যভাবে। কিন্তু এবার নবম আসরে কোনো উদ্বোধনী আয়োজন ছিল না। পরে বিপিএলের গর্ভনিং কাউন্সিল থেকে জানানো হয়েছিল সমাপনী অনুষ্ঠান করা হবে আড়ম্বরপূর্ণ।
১৬ ফেব্রুয়ারি পর্দা নামবে এবারের আসরের। ফাইনাল খেলা শুরুর আগে দেশের জনপ্রিয় ব্যান্ড জেমসের নগরবাউল সংগীত পরিবেশন করবে। সঙ্গে থাকবে ওয়ারফেজ এবং মাকেসুদের ঢাকা। আজ বিসিবি কার্যালয়ে বিসিবির প্রধান নির্বাহী বিষয়টি সাংবাদিকদের জানিয়ে বলেন, ‘চেষ্টা করা হচ্ছে জেমস, ওয়ারফেজ এবং মাকসুদ ভাইকে আনার। তাদের সঙ্গে আমাদের প্রাথমিকভাবে যোগাযোগ হচ্ছে। আমরা আশা করছি উনারাই পারফর্ম করবেন।' ব্যান্ড সংগীত শুরু হওয়ার সম্ভাব্য সময় বেলা ৩টা থেকে ৪টা। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। খেলা শেষে থাকবে আতশবাজি ও বিম শো।
সমাপনি অনুষ্ঠানে কোনো বিদেশি শিল্পীদের থাকার সম্ভাবনা নেই জানিয়ে প্রধান নির্বাহী বলেন, ‘এটা এই মুহূর্তে একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। বর্তমান সার্বিক যে প্রেক্ষাপটে, তাতে করে এটা আমাদের কাছে অপশন মনে হচ্ছে না। আমরা চাচ্ছি আমাদের যে সব জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী রয়েছেন তাদের পারফরম্যান্স।'
এমপি/আরএ/