বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০ জানুয়ারি

আগামী ২০ জানুয়ারি ২০২৩ তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৩ অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৩ আগামী ২০ জানুয়ারি ২০২৩ তারিখে সকাল ৫:৩০টায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার হতে শুরু হয়ে ৩০০ ফিট রাস্তা হয়ে কাঞ্চন ব্রিজ এর পূর্ব পর্যন্ত অতিক্রম করবে এবং একই রাস্তায় পুনরায় ফেরত এসে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শেষ হবে।
অনুষ্ঠানটির উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
উদ্বোধনী অনুষ্ঠানটি সকাল ৫:০০টায় একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথির উপস্থিতিতে শুরু হবে। একই দিনে আনুমানিক সকাল ১০:৩০টায় ম্যারাথনটির সমাপনী অনুষ্ঠান একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটির সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ সেনাবাহিনী উপস্থিত থাকবেন। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে জ্যেষ্ঠ সামরিক অফিসাররা, অ্যাথলেটিক্স ফেডারেশনের কর্মকর্তারা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যগণ উপস্থিত থাকবেন।
এই ম্যারাথনটিতে ফুল ম্যারাথন (৪২.১৯৫ কিলোমিটার) এবং হাফ ম্যারাথন (২১.০৯৭ কিলোমিটার) ইভেন্টে সর্বমোট প্রায় ২১৫৫ জন দৌড়বিদ অংশগ্রহণ করবেন। ম্যারাথনে অংশগ্রহণকারী এলিট দৌড়বিদদের মধ্যে ফুল ম্যারাথনে ১৮ জন পুরুষ, ১২ জন মহিলা, হাফ ম্যারাথনে ০৫ জন পুরুষ এবং ০৫ জন মহিলা অংশগ্রহণ করবেন।
সাফ দৌড়বিদদের মধ্যে ফুল ম্যারাথনে ১২ জন পুরুষ, ৯ জন মহিলা, হাফ ম্যারাথনে ১০ জন পুরুষ এবং ১২ জন মহিলা অংশগ্রহণ করবেন। এ ম্যারাথনে সাউথ আফ্রিকা, কেনিয়া, ইথিওপিয়া, ইউক্রেন, উগান্ডা, লিথুনিয়া, রুয়ান্ডা এবং মরক্কো থেকে ৪০ জন এলিট রানার এবং ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল ও মালদ্বীপ থেকে সর্বমোট ৪৩ জন সাফ দৌড়বিদ অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত হওয়া গিয়েছে। এছাড়াও বাংলাদেশ হতে ফুল ম্যারাথনে প্রায় ৫২৬ জন ও হাফ ম্যারাথনে প্রায় ১৫৩১ জন দৌড়বিদ অংশগ্রহণ করার লক্ষ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৩ এ অংশগ্রহণকারী উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ ও মহিলা দৌড়বিদদের আকর্ষনীয় আর্থিক পুরুস্কার ও সম্মাননা প্রদান করা হবে।
এমএমএ/
