মা হচ্ছেন ওসাকা, জানাননি সন্তানের বাবার নাম

ভক্তদের সুখবর দিলেন নাওমি ওসাকা। জাপানিজ টেনিস তারকা জানিয়েছেন, মা হচ্ছেন তিনি। তবে সন্তানের বাবার নাম প্রকাশ্যে আনেননি ২৫ বছর বয়সী এই অ্যাথলেট। সামাজিক মাধ্যমে একটি আলট্রাসাউন্ড স্ক্যানের ছবি পোস্ট করে সন্তানের আগমনী বার্তা দেন ওসাকা।
জাপানিজ কন্যার দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সমবয়সী কর্ডে আমারি ডানস্টন। পরিচিত কর্ডে নামে, যিনি একজন আমেরিকান র্যাপার, গায়ক এবং গীতিকার। ভক্তরা ধরেই নিয়েছে যে ওসাকার গর্ভে কর্ডের সন্তান। এ নিয়ে ধোঁয়াশা থেকে গেলেও আপাতত খোলাসা হলো অস্ট্রেলিয়ান ওপেনে জাপানিজ তারকার না খেলার কারণ।
কিছুদিন আগে হঠাৎ করেই অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ জানায়, মেলবোর্ন পার্কে খেলবেন না ওসাকা। কিন্তু কেন? এই প্রশ্নের জবাব ছিল না আয়োজকদের কাছে। টুইট পোস্টে উত্তরটা দিলেন ওসাকা।
তিনি লিখেছেন, ‘আমি জানি যে আমার ভবিষ্যতের জন্য অপেক্ষা করার অনেক কিছু আছে। আমি একটি জিনিসের জন্য অপেক্ষা করছি যে আমার বাচ্চা আমার একটি ম্যাচ দেখবে এবং কাউকে বলবে, উনি আমার মা।’
একই সঙ্গে ২০২৪ সালে কোর্টে ফেরার কথা জানিয়েছেন ওসাকা, ‘২০২৩ আমার জন্য একটি শিক্ষনীয় বছর হবে এবং আমি আশা করি পরবর্তী (মৌসুমের) শুরুতে আমি আপনাদের সঙ্গে দেখা করব। আমি অস্ট্রেলিয়ান ওপেন ২০২৪ এ ফিরে আসব। আপনাদের সবাইকে অনেক ভালোবাসি।’
এসজি
