ফাইনালের আগে দেখা হচ্ছে না নাদাল-জোকোভিচের

অস্ট্রেলিয়ান ওপেনের পর্দা উঠবে আগামী ১৬ জানুয়ারি। তার আগে, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) হয়ে গেল টুর্নামেন্টের ড্র। এই আনুষ্ঠানিকতায় বিপরীত অংশে রাখা হয়েছে নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদালকে। তাতে মেলবোর্ন পার্কে ফাইনালের আগে দেখা হবে না টুর্নামেন্টে সবচেয়ে সফল খেলোয়াড় এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নের।
বছরের প্রথম গ্র্যান্ড স্লামে পুরুষদের বিভাগে সর্বোচ্চ নয়বারের চ্যাম্পিয়ন জোকোভিচ। গত মৌসুমে তার এই টুর্নামেন্টে খেলা হয়নি করোনা ভ্যাকসিন না নেওয়ায়। সার্ব কিংবদন্তির অনুপস্থিতিতে ২০২১ সালে অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয়বার শিরোপার স্বাদ পান নাদাল।
অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা ধরে রাখার মিশনে স্প্যানিশ কিংবদন্তির প্রথম প্রতিপক্ষ জ্যাক ড্রপার। দ্রুত সময়ে এই ব্রিটিশের উন্নতি দেখেছে টেনিস বিশ্ব। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সেরা ৪০-এ প্রবেশ করেছেন তিনি এবং সবশেষ অ্যাডিলেড ইন্টারন্যাশনালে খেলেছেন সেমিফাইনালে।
চতুর্থ বাছাই জোকোভিচ তার অভিযান শুরু করবেন স্পেনের রবার্তো কারবেলেসের বিপক্ষে ম্যাচ দিয়ে। প্রথম রাউন্ডেই মাত্তেও বেরেত্তিনিকে দিতে হবে অগ্নিপরীক্ষা। ইতালিয়ান ১৩তম বাছাই প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের পাঁচবারের ফাইনালিস্ট অ্যান্ডি মারেকে।
মেয়েদের ড্রয়ে নাম্বার ওয়ান ইগা সোয়াতেক প্রথম রাউন্ডে পেয়েছেন জুলে নিয়েমেয়েরকে। তিউনিসিয়ার দ্বিতীয় বাছাই ওন্স জাবেউর, গত মৌসুমে উইম্বলডন এবং ইউএস ওপেনের ফাইনালিস্ট আসর শুরু করবেন স্লোভেনিয়ান তামারা জিদানসেকের বিপক্ষে ম্যাচ দিয়ে।
তৃতীয় বাছাই জেসিকা পেগুলার প্রতিপক্ষ চতুর্থ বাছাই কারোলিন গার্সিয়া। প্রথম রাউন্ডে আরেকটি বড় ম্যাচ হলো সোফিয়া কেনিনের বিপক্ষে দুইবারের অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কার লড়াই।
এসজি
