জোকোভিচকে দুয়ো দিলেই কিক-আউট

তিক্ত অতীত ভুলে নোভাক জোকোভিচ এখন অস্ট্রেলিয়ায়। বছরখানেক আগের সেই স্মৃতি ভক্তদেরও ভুলে যাওয়ার নির্দেশ দিলেন অস্ট্রেলিয়ান ওপেনের পরিচালক ক্রেইগ টাইলি। অন্যথায় পেতে হবে কঠিন শাস্তি। কেননা, জোকোভিচকে দুয়ো দিলেই স্টেডিয়াম থেকে কিক-আউট করার ঘোষণা দিয়েছেন টাইলি।
গত বছর এই সময়ে অস্ট্রেলিয়া গিয়ে দেদারচ্ছে করোনার বিধিনিষেধ ভাঙেন সার্ব কিংবদন্তি। তার সবচেয়ে বড় অপরাধ ছিল ভ্যাকসিন না নিয়ে দেশটিতে পাড়ি জমানো। কারণ সেসময় অস্ট্রেলিয়ায় করোনা টিকার সনদপত্র দেখানো বাধ্যতামূলক ছিল বিদেশিদের জন্য। জোকোভিচ নিয়ম ভাঙায় তাকে আটক করেছিল দেশটির ইমিগ্রেশন বিভাগ। সেই ঘটনা গড়ায় আদালত পর্যন্ত। আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত হার হয়েছিল জোকোভিচের এবং ফেরত যেতে হয় নিজ দেশে।
এবার টিকা না নিয়েই অস্ট্রেলিয়ায় গিয়েছেন ৩৫ বছর বয়সী তারকা। এ যাত্রায় আইনি ঝামেলায় পড়তে হবে না তাকে। কারণ টিকার সনদপত্র দেখানোর নিয়ম শিথিল করেছে অস্ট্রেলিয়া সরকার। তুলে নেওয়া হয়েছে তার ভিসার উপর আরোপ করা তিন বছরের নিষেধাজ্ঞাও। তবে পুরোনো সেই ঘটনায় যেন এবার জোকোকে যেন দুয়ো না দেওয়া হয়, সেটাই ভক্তদের মনে করিয়ে দিয়েছেন টাইলি।
তিনি বলেছেন, ‘যদি তারা (ভক্তরা) অন্য কারোর আনন্দে ব্যাঘাত ঘটায় বা দুয়ো দেয়, তাদের কিক-আউট করা হবে। আমরা তাদের গ্যালারিতে চাই না। তারা দূরে থাকতে পারে নয়তো আমরা তাদের বের করে দেব।’
অস্ট্রেলিয়ান ওপেনের আগে ইতোমধ্যে অ্যাডিলেডে একটি ওয়ার্ম-আপ টুর্নামেন্টে খেলছেন জোকো। প্রস্তুতি সেরেছেন ক্যারিয়ারের ৯২তম ট্রফি জিতে। গত সপ্তাহে সেই ইভেন্টে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন সার্ব তারকা।
টাইলির বিশ্বাস, মেলবোর্নেও একই অভিজ্ঞতা হবে জোকোর, ‘বিশ্বের সবচেয়ে শিক্ষিত ক্রীড়া অনুরাগী আমাদের। তারা মহত্ত্বের প্রশংসা করে। আমি মোটামুটি আত্মবিশ্বাসী যে মেলবোর্নেও অ্যাডিলেডের মতোই অভিজ্ঞতা হবে।’
এসজি
