অস্ট্রেলিয়ান ওপেনের আগে জোকোভিচের চোট

এমনিতেই তারকাশূন্য হয়ে পড়েছে অস্ট্রেলিয়ান ওপেন। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম থেকে সরে দাঁড়িয়েছেন নাওমি ওসাকা, ভেনাস উইলিয়ামস এবং কার্লোস আলকারাজ। চোট বাঁধিয়ে শঙ্কায় এমা রাডুকানু। ইনজুরির তালিকায় এবার যোগ হলো নোভাক জোকোভিচের নাম।
এক সপ্তাহও বাকি নেই অস্ট্রেলিয়া ওপেনের পর্দা উঠতে। আরও নির্দিষ্ট করে বললে, মেলবোর্নে ১৬ জানুয়ারি এই টুর্নামেন্টের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে টেনিসের নতুন মৌসুম। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন সার্ব কিংবদন্তি।
একাধিক বিদেশি সংবাদমাধ্যমের তথম্যতে, বুধবার দানিল মেদভেদেভের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পান জোকোভিচ। বাঁ হ্যামস্ট্রিং ইস্যুতে কোর্টে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। পরে রাশিয়ান প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচটি সংক্ষিপ্ত করতে বাধ্য হন নয়বারের মেলবোর্ন পার্ক চ্যাম্পিয়ন।
তবে ভক্তদের আশ্বস্ত করেছেন জোকোভিচ। জানিয়েছেন, অস্ট্রেলিয়ান ওপেনের আগে ঝুঁকি এড়াতে দ্রুত কোর্ট ছেড়েছেন তিনি। ২১টি গ্র্যান্ড স্লাম জয়ী তারকার ভাষ্য ছিল এমন, ‘গত সপ্তাহে অ্যাডিলেডেও আমার হ্যামস্ট্রিং সমস্যা হয়েছিল। আমি কিছুটা টান অনুভব করছি।’
জোকোভিচ যোগ করেন, ‘আমি আরও খারাপ কিছুর ঝুঁকি নিতে চাইনি। একটি সেট খেলেছি এবং তার (মেদভেদেভের) কাছে ক্ষমা চেয়েছি। সেও বিষটি বুঝতে পেরেছে। আমি শুধু অস্ট্রেলিয়ান ওপেনের আগে যেকোনো বড় ঝুঁকি এড়িয়ে যেতে চাই।’
এসজি
