শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ | ১৫ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

সিলেটের চারে চার

বিপিএলে একমাত্র দল হিসেবে শিরোপা জিততে না পারা সিলেট এবার যেন শিরোপা জিততে মরিয়া। মাশরাফির নেতৃত্বে তারা মরিয়া। এক একটি দলকে দিচ্ছে মরণ কামড়। যে কামড়ে নিঃশ্বেস হয়ে যাচ্ছে প্রতিপক্ষ। চট্টগ্রাম চ‌্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের পর এবার সিলেট স্ট্রাইকার্স মরণ কামড় দিয়েছেন ঢাকা ডমিনেটরসকে। আগের তিন ম‌্যাচে যথাক্রমে ৮ উইকেট, ৬ উইকেট ৫ উইকেটের বড় ব‌্যবধানে জয়ের পর আজ ঢাকার বিপক্ষে পেয়েছে রানের ব‌্যবধানে জয়। সেখানেও এসেছে বড় জয়। জিতেছে ৬২ রান। টস হেরে ব‌্যাট করতে নেমে সিলেট তৌহিদ হৃদয়ের (৮৪) টানা তৃতীয় ও নাজমুল হোসেন শান্তর (৫৭) দ্বিতীয় হাফ সেঞ্চুরিতে চলতি আসরে প্রথম দল হিসেবে ৮ উইকেটে ২০১ রান করার পর ঢাকাকে ১৯.৩ ওভারে অলআউট করে ১৩৯ রানে। সিলেটের টানা চার জয়ের বিপরীতে ঢাকার ছিল দুই ম‌্যাচে প্রথম হার। টানা তৃতীয় হাফ সেঞ্চুরি করে টানা তৃতীয়বারের মতো ম‌্যাচ সেরা হন তৌহিদ হৃদয়।

প্রচণ্ড শৈত‌্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে এবারের বিপিএলের দ্বিতীয় ম‌্যাচে টস জয় একটা বড় ফ‌্যাক্টর হয়ে উঠেছে। টস জেতা মানেই চোখ বুঝে ফিল্ডিং নেওয়া। এ সময় প্রতিপক্ষ যত রানই করুক না কেন, দ্বিতীয় ইনিংসে তা ধরে রাখা কঠিন হয়ে উঠে। কারণ এ সময় বল ঠিক মতো বোলার গ্রিপ করতে পারেন না। হয় প্রচুর মিস ফিল্ডিং আর হাত ছাড়া হয় ক‌্যাচ। এই সিলেটের বিপক্ষে ফরচুন বরিশাল আগে ব‌্যাট করে ১৯৪ রান করেও ম‌্যাচ জিততে পারেনি। আজ ঢাকার বিপক্ষে টস হেরে ব‌্যাটিংয়ে আমন্ত্রিত হওয়ার পর বিষয়টি বেশ ভালোভাবেই মনে ছিল সিলেটের ব‌্যাটসম‌্যানদের। জিততে হলে অন্তত দুইশর উপরে রান করতে হবে। তাও যদি শেষ পর্যন্ত নিরাপদ হয়। সিলেটের ব‌্যাটসম‌্যারা সেই কাজটি করে রেখেছেন তহবিলে ২০১ রান জমা করে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে দুইশ রান তাড়া করার টার্গেট থাকলে তা অনেক সময় প্রতিপক্ষের জন‌্য বাড়তি চাপ হয়ে উঠে। সেই চাপ কটিয়ে উঠে সিলেটের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে ঢাকার ব‌্যাটসম‌্যানরা কি করতে পারেন তাই ছিল দেখার বিষয়? কিন্তু তারা পেরে উঠেননি। দ্বিতীয় ম‌্যাচের চিত্র উল্টে দিয়ে ঢাকাকে মাত্র ১৩৯ রান করতে দিয়েছে।

বড় সংগ্রহের পেছনে তাড়া করতে হলে শুরুটা করতে হয় ভালো। পাওয়ার প্লেকে লাগাতে হয় কাজে। এর কোনটিই করতে পারেনি ঢাকার ব্যাটসম‌্যানরা। পাওয়ার প্লেতেই তারা হারিয়ে ফেলে ৩ উইকেট। রান করে মাত্র ৩৯। শুরুর এই ধাক্কা পরে আর তারা কাটিয়ে উঠতে পারেনি। ম‌্যাচ হয়ে উঠে তাদের কাছে নিয়ম রক্ষার। ইনিংসকে কতোদূর টেনে নিয়ে যেতে পারেন ব্যাটসম‌্যানরা। আর কমিয়ে আনতে পারেন হারের ব‌্যবধান। শেষ পর্যন্ত তারা ১৩৯ রান সংগ্রহ করে হার মানে ৬২ রানে।

ইমাদ ওয়াসিমের করা ইনিংসের প্রথম ওভারে মুনাবীরা একটি করে চার ও ছক্কা মেরে ১০ রান নেওয়ার পর মাশরাফি ও মোহাম্মদ আমির বল হাতে নিয়ে ঢাকার উড়ন্ত সূচনাকে আটকে ব‌্যাকফুটে ঠেলে দেন। মাশরাফি তার ৩ ওভারের স্পেলে আহমেদ শেহজাদ (০) ও সৌম‌্য সরকারকে (৬) এবং তার দুই উইকেটের মাঝে মোহাম্মদ আমির মুনাবীরাকে (১২) আউট করেন। তিন জনই বিগ শট মারতে গিয়ে আউট হন।

৩০ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেট জুটিতে মোহাম্মদ মিঠুন ও অধিনায়ক নাসির হোসেন বিপর্যয় রোধ করে দলকে লড়াইয়ে ফেরার চেষ্টা চালান। এখানে তারা বেশ সফলও হন। চতুর্থ উইকেট জুটিতে তারা ৭.৪ ওভারে ৭৭ রান যোগ করে দলের অবস্থা বেশ ভালো করে তুলেন। এ সময় দলীয় ১০৭ রানে মোহাম্মদ, মিঠুন ২৮ বলে ২ ছক্কা ও ৩ চারে ৪২ রান করে থিসারা পেরারা বলে অতিরিক্ত ফিল্ডার নাজমুল হোসেন অপুর হাতে ধরা পড়ে বিদায় নেওয়ার পর আবার বিপর্যয় শুরু হয়। নাসির এক প্রান্ত আগলে রাখলেও অপরপ্রান্তে নিয়মিত উইকেট পড়তে থাকে। খুব দ্রুতই ইমাদ ওয়াসিম ফিরিয়ে দেন ওসমান গনি (১) ও আরিফুল হককে (০) এবং মোহাম্মদ আমির শিকার করেন তাসকিনকে (১)। মাত্র ১০ বলে ৬ রানে তারা হারায় ৪ উইকেট। ফলে মিঠুন ও নাসিরের ব‌্যাটে যে লড়াইয়ের সম্ভাবনা জেগেছিল, তা মুহূর্তে বিলীন হয়ে যায়। সামনে ভেসে উঠে বড় হার। তারপরও নাসির থাকায় সেই হারের ব‌্যবধান যতটা সম্ভব কমিয়ে আনার একটা সম্ভাবনা ছিল। কিন্তু দলীয় ১২০ রানে নাসিরও ৪৪ রান করে রেজাউর রহমান রাজার শিকার হলে সেই সম্ভাবনাও শেষ হয়ে যায়।

জয় নিশ্চিত হয়ে যাওয়ার পর মাশরাফি ষষ্ঠ বোলার হিসেবে নাজমুল হোসেন শান্তর হাতে বল তুলে দেন। ২ ওভার বোলিং করে নাজমুল হোসেন শান্তও তুলে নেন আরাফাত সানির (৬) উইকেট। শেষ ব‌্যাটসম‌্যান মুক্তার আলী ব‌্যাট করতে নামেননি। ঢাকা অলআউট হয় ১৩৯ রানে। মাশরাফি ১৪, মোহাম্মদ আমির ১৯ ও ইমাদ ওয়াসিম ২৪ রানে ২টি করে উইকেট নেন। নাজমুল হোসেন শান্ত ১৯, থিসারা পেরেরা ২৫ ও রেজাউর রহমান রাজা ৪৫ রান দিয়ে নেন ১টি করে উইকেট।

এমপি/আরএ/

Header Ad

যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিএনপি মহাসচিব

ছবি: সংগৃহীত

১০ দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ১০ দিন থাকার পর ১১ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ বিমানের সকালে ৮টা ২০ মিনিটের বিজি ২০১ নম্বর ফ্লাইটে স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে ঢাকা ত্যাগ করেন বিএনপি মহাসচিব।

জানা যায়, লন্ডনের এই সফরে বিএনপির বিভিন্ন দলীয় অনুষ্ঠানের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল। দেশের চলমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারে সংস্কারের অগ্রগতি, আগামী নির্বাচনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বিএনপির এই দুই শীর্ষ নেতার মধ্যে।

এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন ১৩ ডিসেম্বর। সে জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন। এরপর সেখান থেকে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রেও যেতে পারেন

Header Ad

‘সাইফুলকে ইসকনের ব্যানারে আওয়ামী লীগের দোষররাই হত্যা করেছে’

ছবি: সংগৃহীত

ইসকনের ব্যানারে আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের গুন্ডারাই আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে খুন করেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শুক্রবার (২৯/১১/২০২৪) বিকেলে নগরীর সিআরবির শিরীষতলায় এক গণসংলাপ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেছেন, ‘চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ইসকনের ব্যানারে আওয়ামী লীগের গুন্ডারা ও ইসকনের লোকজন তাকে হত্যা করেছে। ইসকনের ব্যানারে করা হয়েছে যাতে হিন্দু সম্প্রদায়ের ওপর দায় চাপে এবং মুসলিমরা ক্ষেপে হামলা করে। আর যাতে এর ছবি তারা আমেরিকায় পাঠিয়ে দিতে পারে।’

তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের ওপর দায় চাপে এবং মুসলিমরা খেপে হামলা করেন। যাতে হামলার ছবি তারা আমেরিকায় পাঠিয়ে দিতে পারে। আমরা দেখলাম, রয়টার্সের মতো সংবাদমাধ্যমে সংবাদ ছাপা হয়েছে যে চিন্ময় দাসের আইনজীবীকে হত্যা করা হয়েছে। এই হচ্ছে তাদের পরিকল্পনা। বাংলাদেশের ভাবমূর্তিকে পশ্চিমা দেশের কাছে এমনভাবে হাজির করার চেষ্টা করা হচ্ছে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্যান্য জাতিগোষ্ঠী এখানে নিরাপদ নয়।

আওয়ামী লীগ অভ্যুত্থানকে ও সরকারকে ধ্বংস করতে চায় উল্লেথ্য করে জোনায়েদ সাকি বলেন, ‘আপনারা তাদের ষড়যন্ত্র রুখে দিয়েছেন। চট্টগ্রামে কোনো হামলা হতে দেননি। এ যে হামলা হচ্ছে না, তার ফলে আওয়ামী গুন্ডাবাহিনী নিজেরাই এখন হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করছে। যারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করবে তারা ফ্যাসিস্টদের দোসর, দেশি-বিদেশি এজেন্ট। তারা বাংলাদেশের অভ্যুত্থানকে, এ সরকারকে ধ্বংস করতে চায়। তারা পশ্চিমাদের কাছে প্রমাণ কতে চায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্যান্য জাতিগোষ্ঠী বাংলাদেশে নিরাপদ নয়।’

Header Ad

শাহজালাল বিমানবন্দরে ১২ টি স্বর্ণের বারসহ মালয়েশিয়ার নাগরিক আটক

ছবি: সংগৃহীত

১২টি স্বর্ণের বারসহ হযরত শাহজালাল বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা এক যাত্রী আটক হয়েছেন। উদ্ধার স্বর্ণের বারগুলোর প্রতিটির ওজন ১ কেজি বলে জানা গেছে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১২টার দিকে তাকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার আল আমিন বলেন, শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে মালয়েশিয়া থেকে আসা ফ্লাইট এমএইচ ১৯৬ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। অবতরণের পর বিমানটির এক যাত্রীকে নজরদারির মধ্যে রাখা হয়। তিনি মালয়েশিয়ার নাগরিক। আর্চওয়েতে স্ক্যান করার পর তার শরীরে লুকিয়ে রাখা ১২টি স্বর্ণের বারের সন্ধান পান কাস্টমস কর্মকর্তারা। প্রতিটি বারের ওজন এক কেজি হিসেবে স্বর্ণের বারগুলোর মোট ওজন ১২ কেজি।

জব্দ করা স্বর্ণের বারগুলো হয়েছে এবং একইসঙ্গে ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।

Header Ad

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিএনপি মহাসচিব
‘সাইফুলকে ইসকনের ব্যানারে আওয়ামী লীগের দোষররাই হত্যা করেছে’
শাহজালাল বিমানবন্দরে ১২ টি স্বর্ণের বারসহ মালয়েশিয়ার নাগরিক আটক
সিরিজ রক্ষার মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ
৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করল ইউজিসি
গোবিন্দগঞ্জে মসজিদের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে একজন নিহত
ইসকন নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের শুভসূচনা
বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ার প্রচারণা ও ইসকন প্রসঙ্গে যা বলল দিল্লি
কারাগারে ডিভিশন পাননি চিন্ময়, খেতে দেওয়া হচ্ছে নিরামিষ
আওয়ামী লীগ শাসনামলে বছরে পাচার হয়েছে ১৪ বিলিয়ন ডলার
পরিবর্তন হচ্ছে যমুনা নদীর ওপর নির্মিত নতুন রেলসেতুর নাম
পূর্ণিমার প্রথম স্বামী কিবরিয়াকে বিয়ে করলেন চিত্রনায়িকা কেয়া
‘আইনজীবী সাইফুলের পরিবারের জন্য কোটি টাকার ফান্ড গড়া হচ্ছে’
ইসকনের নামে আওয়ামী লীগ নতুন করে আসার চেষ্টা করছে: হেফাজতে ইসলাম
ঢাকায় আজ মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
বিক্ষোভের দায়ে গ্রেপ্তার আরও ৭৫ বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত
ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর: আসিফ নজরুল
গাইবান্ধায় তিন বিএনপি নেতার পদ স্থগিত
সচিব আব্দুস সবুর মন্ডলকে বাধ্যতামূলক অবসর