আশা-নিরাশার দোলাচলে রাডুকানু
কোর্টে ফিরেছিলেন প্রস্তুত হতে। কিন্তু হলো হিতের বিপরীত। দুর্ভাগ্যজনক চোটে চোখের জলে অকল্যান্ড ছাড়েন এমা রাডুকানু। নাম্বার ওয়ান ব্রিটিশ তারকা এখন মেলবোর্নে। আশা-নিরাশার দোলাচলে কাটছে তার দিন।
সোমবার (৯ জানুয়ারি) স্থানীয় এলউড বিচে ঘুরে বেড়িয়েছেন রাডুকানু। ব্রিটিশ গ্ল্যামার-গার্লের সেই ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘোরাঘুরির ফাঁকে গোড়ালির চোট নিয়ে আপডেটও দিয়েছেন চারবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন।
অস্ট্রেলিয়ান ওপেনের আগে ওয়ার্ম-আপ টুর্নামেন্ট হিসেবে অকল্যান্ডে খেলতে যান ব্রিটেনের নাম্বার ওয়ান টেনিসকন্যা। গত বৃহস্পতিবার এএসবি ক্লাসিকে দ্বিতীয় রাউন্ডে খেলাকালীন মচকে যায় তার গোড়ালি। কেঁদে কোর্ট ছাড়েন তিনি। তাতে মেলবোর্ন ওপেনে রাডুকানুর খেলা নিয়ে শঙ্কা জাগে।
মেলবোর্নে বছরের প্রথম গ্র্যান্ড স্লামের পর্দা উঠবে আগামী ১৬ জানুয়ারি। তার আগে ফিট হয়ে উঠতে অ্যান্ডি মারের সাবেক ফিজিক্যাল ট্রেনারের সঙ্গে কাজ করছেন রাডুকানু। বর্তমানে দাঁড়িয়ে অদূর ভবিষ্যতে ভালো কিছুই আশা করছেন তিনি। একই সঙ্গে খুব বেশি কিছু আশা করতেও ভয় পাচ্ছেন ব্রিটিশকন্যা।
রাডুকানু বলেছেন, ‘গত সপ্তাহটা সত্যিই দুর্ভাগ্যজনক ছিল। আমি শারীরিকভাবে যেমন প্রস্তুতি নিয়েছিলাম তা নিয়ে সত্যিই ভালো বোধ করছিলাম এবং দুর্দান্ত একটি মৌসুমের অপেক্ষায় ছিলাম। কিন্তু কোর্টে নামতেই একটি দুর্ঘটনা ঘটে গেল। সেটি প্রতিরোধ করতে আমার কী করার ছিল তা আমার জানা নেই।’
তিনি আরও বলেন, ‘এখন আমি দিন ধরে এগুচ্ছি। প্রতিদিন যতটা সম্ভব উন্নতি করার চেষ্টা করছি। তারপর দেখা যাক কী হয়। আশা করি সোমবার বা যখনই টুর্নামেন্ট শুরু হবে, আমি ঠিক হয়ে যাব এবং প্রস্তুত হব। তবে আপাতত দিন ধরে এগুচ্ছি এবং এই মুহূর্তে খুব বেশি কিছু করার চেষ্টা করছি না।’
এসজি