অভিষেকেই জোকোভিচের শিরোপা হাসি
বয়স ৩৫। অর্জনের ঝুলি ভারী ২১টি গ্র্যান্ড স্লামে। সমৃদ্ধ ক্যারিয়ারে নতুন টুর্নামেন্ট- অ্যাডিলেড ইন্টারন্যাশনালে নাম লেখালেন নোভাক জোকোভিচ। অভিষেকটা শিরোপা হাসিতে রাঙালেন সার্ব কিংবদন্তি। রবিবার (৮ জানুয়ারি) সেবাস্তিয়ান কোর্দাকে হারিয়ে ক্যারিয়ারের ৯২তম শিরোপা জিতেছেন তিনি।
গত বছর এই সময়েই অস্ট্রেলিয়ায় নাস্তাবুদ হতে হয়েছিল জোকোভিচকে। কোর্ট ছেড়ে আদালত পর্যন্ত ছুটে শেষ পর্যন্ত বিতাড়িত হতে হয়েছিল তাকে। তার ভিসা বাজেয়াপ্ত হয়েছিল তিন বছরের জন্য। করোনার বিধিনিষেধ উপেক্ষা করে সেবার বিতর্কের জন্ম দিয়েছিলেন এই টেনিস তারকা।
এখন আর অস্ট্রেলিয়া প্রবেশকালে বিদেশিদের ভ্যাকসিন সনদ দেখানোর বাধ্যবাধকতা নেই। সেই সঙ্গে তুলে নেওয়া হয় জোকোভিচের ভিসার উপর আরোপ করা নিষেধাজ্ঞা। তাই এ যাত্রায় নির্বিঘ্নে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান সার্ব কিংবদন্তি। অ্যাডিলেডে তাকে বরণ করেও নেয় অস্ট্রেলিয়ার টেনিসপ্রেমীরা।
ভক্তদের উষ্ণ সংর্বধনা এবং ভালোবাসা পাওয়ার পর শিরোপার স্বাদ পেলেন জোকোভিচ। ফাইনালে আমেরিকান প্রতিপক্ষ ভালোই ভোগান তাকে। কোর্দা প্রথম সেট জিতেন ৭-৬ (১০/৮) গেমে। এমনকি দ্বিতীয় সেটেও জোকোর জীবন কঠিন করে তুলে কোর্দা, যা শেষতক ৭-৬ (৭/৩) ব্যবধানে জিতে নেন সার্ব তারকা।
শিরোপা নির্ধারণী সেটে জোকোভিচের জয়টা ছিল আরও সহজ। জিতেন ৬-৪ গেমে। জয়ের পর প্রতিপক্ষ কোর্দাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘অসাধারণ পারফরম্যান্স, তুমি সম্ভবত আমার চেয়ে জয়ের কাছাকাছি ছিলে। তোমার উজ্জ্বল একটি ভবিষ্যত আছে। তুমি আশ্চর্যজনক একজন খেলোয়াড়।’
শিরোপা জয়ে রাফায়েল নাদালকে স্পর্শ করেছেন জোকোভিচ। দুজনের ট্রফি জয়ের সংখ্যা সমান ৯২। উম্মুক্ত যুগে ছেলেদের এককে সর্বোচ্চ ১০৯ ট্রফি জিতেছেন জিমি কনরস। তালিকার পরের স্থানে রজার ফেদেরার (১০৩) এবং ইভান লেন্ডল (৯৪)। চতুর্থ স্থান যৌথভাবে নাদাল ও জোকোভিচ।
সব মিলে দুর্দান্ত একটি সপ্তাহ পার করে দারুণ খুশি সার্ব তারকা, ‘আশ্চর্যজনক একটি সপ্তাহ কাটল। আপনারা (ভক্তরা) এটাকে আমার জন্য আরও বিশেষ করে তুলেছেন। এই ট্রফি হাতে পেতে আমি আমার সবকিছু দিয়েছি। গত ১০ দিন ধরে আমি যে সমর্থন পাচ্ছি তা আমার জীবনে খুব বেশি পাইনি।’
দারুণ প্রস্তুতি নিয়েই অস্ট্রেলিয়ান ওপেন শুরু করবেন জোকোভিচ। যেখানে রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন সার্ব কিংবদন্তি। কোনো তর্ক ছাড়াই বলা যায়, বছরের প্রথম গ্র্যান্ড স্লামে হট ফেবারিট তিনি।
এসজি