অস্ট্রেলিয়ান ওপেন থেকে ওসাকার নাম প্রত্যাহার
অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন দুইবারের চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। টুর্নামেন্ট শুরুর ৮ দিন আগে জানা গেল এ তথ্য। মেলবোর্নে ২০১৯ ও ২০২১ সালে শিরোপাজয়ী তারকাকে ডব্লিউটিএ ট্যুরে দেখা যায়নি সবশেষ সেপ্টেম্বর থেকে। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ছিটকে গেছেন ৪২ নাম্বারে।
টুর্নামেন্টে না খেলার কোনো কারণ জানাননি ওসাকা। তার পরিবর্তে ইউক্রেনের দায়ানা ইয়াস্ট্রেমস্কাকে মূল ড্রয়ে রেখেছেন আয়োজকরা। ২৫ বছর বয়সী জাপানিজ ললনা ছাড়া আরও কয়েকজন ইতোমধ্যে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।
সাতবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ৪২ বছর বয়সী ভেনাস উইলিয়ামস খেলবেন না অস্ট্রেলিয়ান ওপেনে। মেলবোর্নে ১৬ জানুয়ারি টুর্নামেন্ট মঞ্চস্থ হওয়ার আগেই সরে দাঁড়িয়েছেন স্পেনের নাম্বার ওয়ান তারকা কার্লোস আলকারাজ। ইনজুরির কারণে থাকছেন না ১৯ বছরের তরুণ।
চোটের কারণে মেলবোর্নে খেলা নিয়ে শঙ্কায় এমা রাডুকানুও। গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) অকল্যান্ডে এএসবি ক্লাসিকের দ্বিতীয় রাউন্ডে গোড়ালির ইনজুরিতে পড়েছেন নাম্বার ওয়ান ব্রিটিশ কন্যা। তাই অস্ট্রেলিয়ান ওপেনে এই গ্ল্যামার-গার্লকে পাওয়া নিয়েও শঙ্কা জেগেছে।
তবে এর আগেই ওসাকার না খেলার ঘোষণা এলো। সবশেষ সেপ্টেম্বরে টোকিওতে প্যান প্যাসিফিক ওপেনে শিরোপা ধরে রাখার মিশনে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ থেকে অবসর নিয়েছেন চারবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ওসাকা।
এসজি