জোকোভিচ ফেরায় অনুপ্রাণিত নাদাল

অস্ট্রেলিয়ায় ফিরেছেন নোভাক জোকোভিচ। খেলবেন মেলবোর্ন ওপেনে। বছরের প্রথম গ্র্যান্ড স্লামে চিরপ্রতিদ্বন্দ্বীকে পেয়ে মহাখুশি রাফায়েল নাদাল। সার্ব কিংবদন্তির চ্যালেঞ্জ সামলে নতুন মৌসুম শুরু করতেও অত্যন্ত ‘অনুপ্রাণিত’ এই স্প্যানিয়ার্ড।
মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন মঞ্চস্থ হবে আগামী ১৬ জানুয়ারি। টেনিসের মেজর টুর্নামেন্টকে সামনে রেখে জোকোভিচ ও নাদাল এখন অবস্থান করছেন দেশটিতে। শুরু করে দিয়েছেন অনুশীলনও। আগামী রবিবার (১ জানুয়ারি) শুরু হতে যাওয়া অ্যাডিলেড ইন্টারন্যাশনালে খেলে প্রস্তুত হবেন জোকোভিচ।
প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হিসেবে নাদাল খেলবেন ইউনাইটেড কাপে, যা সিডনিতে শুরু হবে আগামীকাল (২৯ ডিসেম্বর)। এরপরই মেলবোর্ন পার্কে শিরোপা ধরে রাখার মিশনে নামবেন সর্বোচ্চ ২২ গ্র্যান্ড স্লামজয়ী তারকা। যেখানে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে দানিল মেদভেদেভকে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে গত মৌসুম শুরু করেছিলেন নাদাল।
ওই আসরে ছিলেন না জোকোভিচ। করোনা ভ্যাকসিন না নেওয়ায় ২১টি গ্র্যান্ড স্লামজয়ী তারকাকে বিতাড়িত করেছিল অস্ট্রেলিয়া সরকার। সেই ঝামেলা দূর করে এবার অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে নতুন মৌসুম শুরু করবেন সার্ব তারকা। এতে খুশি নাদাল বলেন, ‘নোভাক এখানে, যা টেনিস এবং ভক্তদের জন্য ভালো।’
চলতি বছরে অস্ট্রেলিয়ান ওপেন ছাড়াও ফ্রেঞ্চ ওপেনে ১৪তম শিরোপা জিতেছেন নাদাল। জুলাইয়ে ইনজুরিতে পড়েন তিনি। চোটের কারণে উইম্বলডনের সেমিফাইনাল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন এই স্প্যানিয়ার্ড। সেই ধকল কাটিয়ে এবার আরেকটি সফল মৌসুম কাটানোর স্বপ্নই বুনেছেন নাদাল।
৩৬ বছর বয়সী টেনিস কিংবদন্তি বলেছেন, ‘আমার জন্য, আত্মবিশ্বাসের জন্য সব সময়ই ভালো শুরুটা গুরুত্বপূর্ণ। গত কয়েক মাস আমার জন্য সহজ ছিল না। এখন আমাকে কোর্টে ইতিবাচক মানসিকতা ফিরে পেতে হবে, প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আমি আশাবাদী। আমি প্রস্তুত, বাকিটা দেখা যাক।’
অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের সঙ্গে লড়াইয়ের প্রসঙ্গ উঠতেই নাদাল বলেছেন, ‘দেখা যাক। কোর্টে সেরা খেলোয়াড়রা সব সময় জয়ী হয়।’
এসজি
