অস্ট্রেলিয়ায় জোকোভিচ, খেলবেন গ্র্যান্ড স্লাম

অস্ট্রেলিয়া থেকে নির্বাসিত হওয়ার প্রায় এক বছর পর দেশটিতে ফিরলেন নোভাক জোকোভিচ।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) অ্যাডিলেডে অবতরণ করেন সার্ব কিংবদন্তি। সেখানে আগামী রবিবার থেকে শুরু হতে যাওয়া অ্যাডিলেড ইন্টারন্যাশনাল-এটিপি ২৫০ ইভেন্টে খেলবেন। একইসঙ্গে প্রস্তুত হবেন মেলবোর্ন ওপেনের জন্য।
আগামী ১৬ জানুয়ারি মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের পর্দা উঠবে। মূলত বছরের প্রথম গ্র্যান্ড স্লামে অংশ নিতেই দেশটিতে পৌঁছেছেন জোকোভিচ। গত মৌসুমে এই মেজর টুর্নামেন্ট খেলতে গিয়ে আইনি লড়াইয়ে জড়িয়েছিলেন তিনি। ওই লড়াই হেরে বিতাড়িত হয়েছিলেন অস্ট্রেলিয়া থেকে।
চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়া যেতে করোনার ভ্যাকসিন সনদ থাকার বাধ্যবাধকতা ছিল। কিন্তু টিকা না নিয়েই সেখানে পৌঁছান জোকোভিচ। এমনকি গোপন করেন ভ্রমণ-বিষয়ক তথ্য। দেদারচ্ছে ভাঙেন করোনার বিধিনিষেধ। সে সময় তাকে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন বিভাগ আটক করলে আইনের আশ্রয় নেন সার্ব তারকা।
আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত হেরেছিলেন জোকোভিচ। তখন দেশটিতে তিন বছরের জন্য তার ভিসা নিষিদ্ধ হয়। সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ। তাই টিকা না নিয়েই অ্যাডিলেড পাড়ি জমিয়েছেন জোকোভিচ। কেননা, বছরের মাঝপথে টিকা নেওয়ার নিয়ম শিথিল করেছে অস্ট্রেলিয়া সরকার।
অ্যাডিলেডে জোকোভিচ অবতরণের আগেই সার্ব কিংবদন্তিকে স্বাগত জানান টেনিস অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ক্রেইগ টাইলি, ‘আমরা তাকে অস্ট্রেলিয়ায় স্বাগত জানাই। আমি মনে করি আমরা যখন কথা বলছি, সে অ্যাডিলেডে অবতরণ করছে।’
এমএমএ/
