আমি জানতাম ঈশ্বর আমাকে বিশ্বকাপ দেবেন: মেসি
ভক্তরা তো বটে কট্টর নিন্দুকেরাও এবার মেসির হাতে শিরোপা দেখতে চেয়েছিল। সেখানে ফুটবল ঈশ্বর কীভাবে ফেরাতে পারেন লিওনেল মেসিকে। ফেরাননি তিনি। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছেন মেসি। ৩৬ বছর অপেক্ষা ফুরিয়েছে আর্জেন্টিনারও।
মেসিও জানতেন এবার ঈশ্বর তাকে হতাশ করবেন না। জানতেন ট্রফিটা তার হাতেই উঠবে। ফাইনাল শেষে এমনটিই জানিয়েছেন তিনি। এও জানিয়েছেন, আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যেতে চান তিনি।
বিশ্বকাপে গোল্ডেন বল জেতা মেসি বলেন, ‘অবশ্যই আমি আমার ক্যারিয়ার এখানেই শেষ করতে চেয়েছিলান। এর থেকে আর বেশি কিই বা চাইতে পারি! ঈশ্বরকে ধন্যবাদ তিনি সব দিয়েছেন আমাকে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে বিশ্বকাপ জয় আমার কাছে সব পাওয়ার ঊর্ধ্বে।’
মেসি আরও বলেন, ‘আমি জানতাম ঈশ্বর আমাকে বিশ্বকাপ দেবেন। এটা আমার বিশ্বাস ছিল। কেন জানি না আমার বারবার মনে হত, বিশ্বকাপ আমি জিতবই।’
বিশ্বকাপ জয়ের রাতে আর্জেন্টাইন সমর্থকদের কথাও ভোলেননি মেসি। বলে গেলেন, ‘আমি আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে উৎসব করতে মুখিয়ে আছি। এই জয় ওদেরও। ওরাই আমাদের শক্তি। একটানা সমর্থন করে গিয়েছেন ওরা। ওদের জন্যই এত দূর আসা— এই জয়।’
আরএ/