ফিফার সিদ্ধান্তে বিস্মিত ফিফপ্রো
ক্লাব বিশ্বকাপ নিয়ে বড় ঘোষণা এসেছে ফিফার পক্ষ থেকে। ছেলেদের টুর্নামেন্টটি ২০২৫ সাল থেকে হবে ৩২ দল নিয়ে। নারীদের নিয়েও একই টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা। ফিফার এমন সিদ্ধান্তে বিস্মিত খেলোয়াড়দের সংগঠন ফিফপ্রো।
গতকাল শুক্রবার ফিফা কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হয়। ওই আলোচনা শেষে সংবাদ সম্মেলনে হাজির হয়ে ঘোষণাগুলো দেন সংস্থার প্রধান জিয়ান্নি ইনফ্যান্তিনো। তখন থেকেই সমালোচনার মুখে বিশ্ব ফুটবলের কর্তাব্যক্তিরা। এবার ফিফাকে একহাত নিল ফিফপ্রো। আনুষ্ঠানিক এক বিবৃতিতে খেলোয়াড়দের সংগঠনটি লিখেছে, ‘পুরুষ ও নারী ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার সম্পর্কিত যে সিদ্ধান্ত ফিফা কাউন্সিলে গৃহীত হয়েছে তাতে বিস্মিত ফিফপ্রো। এটা খেলোয়াড়দের ওপর চাপ বাড়তে পারে, যা খেলোয়াড়দের কল্যাণ ও কর্মসংস্থানের জন্য গুরুতর পরিণতি।’
ফিফপ্রোর মতে, কারো সঙ্গে কোনো পরামর্শ না করেই সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি ফিফার, ‘গত সপ্তাহে ফিফার সঙ্গে ফিফপ্রো একটি সমঝোতায় পৌঁছেছে যে ২০২৩ মার্চে ফিফা কংগ্রেসের আগে আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডারের একটি যৌথ আলোচনা অনুষ্ঠিত হবে। কিন্তু এই সিদ্ধান্তগুলো একতরফাভাবে নেওয়া হয়েছে কোনো পরামর্শ না করেই। এমনকি খেলোয়াড়দের সঙ্গে একমত না হয়ে।’
সংগঠনটির ভয়, ফিফার নতুন নীতিমালা হুমকিতে ফেলবে খেলোয়াড়দের ক্যারিয়ার, ‘আজকে ২০২৫ ক্লাব বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট ঘোষণা, ২০২৪ ও ২০২৩ সালে যথাক্রমে পুরুষ ও নারীদের ওপর এবং ২০২৪-২৫ মৌসুমে নারীদের ওপর নতুন নীতিমালা নির্ধারণ করা হয়েছে। এটা অলিম্পিক প্রতিযোগিতার বছরে সাংঘর্ষিক হবে। নতুন পরিস্থিতি খেলোয়াড়দের কাজের চাপ এবং তাদের চাকরির উপর আরও চাপ বাড়াবে।’
ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘উপযুক্ত সুরক্ষার প্রয়োগ না করে প্রতিযোগিতা নিয়ে নেওয়া সিদ্ধান্তগুলো অদূরদর্শী এবং খেলোয়াড়দের স্বাস্থ্য ও পারফরম্যান্সের দিকে মনোযোগ দেয় না। এই সিদ্ধান্তটি আরও একবার দেখায় যে খেলার মূল অংশীদাররা ফুটবলের সিদ্ধান্ত গ্রহণে যথাযথভাবে জড়িত নয়।’
আরএ/