বিশ্বকাপ জয় থেকে খুব দূরে নেই: মরক্কো কোচ
মরক্কোর স্বপ্নযাত্রা থামিয়ে দিয়েছে ফ্রান্স। তবে সেমিফাইনাল হেরেও উচ্চকণ্ঠ ওয়ালিদ রেগ্রাগুই। শিষ্যরা যা করেছে তাতে গর্বিত মরক্কো কোচ। তার মতে, ভবিষ্যতে বিশ্বকাপ জিততে যেমন সামর্থ্য প্রয়োজন তার থেকে খুব দূরে নেই আফ্রিকান দলটি।
কাতার বিশ্বকাপে অন্যতম গল্প হয়ে উঠেছে মরক্কো। ৩৬ বছরে প্রথমবার গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বের জন্য যোগ্যতা অর্জন করে। তারপর শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল হয়ে সেমিফাইনালে নাম লিখিয়ে গড়ে ইতিহাস। স্বপ্নযাত্রায় হারায় বেলজিয়াম, স্পেন এবং পর্তুগালকে।
তাই সেমিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে হারের পরও শিষ্যদের প্রশংসায় গলা ফাটিয়েছেন রেগ্রাগুই, ‘আমরা গোল করতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত একটি গোলও আসেনি। মরক্কানরা আমাদের ক্ষমা করুণ। আমরা ফাইনালে যেতে চেয়েছিলাম কিন্তু... পরের বার, যদি সৃষ্টিকর্তা চান।’
মরক্কো কোচ যোগ করেন, ‘আমরা সর্বোচ্চটা দিয়েছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্ব দেখেছেন মরক্কোর ফুটবল এবং আমাদের সুন্দর সমর্থক রয়েছে। বিশ্বকাপ জিততে খুব, খুব উচ্চস্তরে পৌঁছাতে আমাদের এখনো কাজ করতে হবে। তবে আমরা খুব বেশি দূরে নই।’
সেমিতে হারের ম্যাচে দুর্দান্ত খেলেছেন আশরাফ হাকিমিরা। ম্যাচজুড়ে ৬১ শতাংশ সময় বল দখলে আক্রমণেও ভীতি ছড়ায় ফরাসি শিবিরে। কিন্তু শক্তিশালী ফরাসিদের কাছে হার মানতে হয় ২-০ ব্যবধানে। তাই লড়াকু শিষ্যদের নিয়ে গর্বের শেষ নেই মরক্কোর কোচের।
রেগ্রাগুই বলেছেন, ‘আমরা আমাদের সব দিয়েছি। ছেলেরা শেষ মিনিট পর্যন্ত লড়াই করেছে। আমাদের কিছু ইনজুরি ছিল, আমরা ওয়ার্ম-আপে (সেন্টার-ব্যাক) নায়েফ আগুয়ের্ডকে হারিয়েছে, ২০ মিনিটে অধিনায়ক রোমেন সাইস, হাফ টাইমে লেফট-ব্যাক নৌসাইর মাজরাউই... তবে কোনো অযুহাত দিতে চাই না।’
মরক্কো কোচ আরও বলেন, ‘আমরা ছোট্ট ভুলের মাশুল দিয়েছি। ম্যাচের গভীরে ঠিকঠাক ঢুকতে পারিনি; প্রথমার্ধে প্রযুক্তিগত দিক থেকে ভালো ছিলাম না এবং দ্বিতীয় গোলটি আমাদের হত্যা করে। তবে আমরা যা করেছি তা এটি কেড়ে নিতে পারবে না।’
সেমিতে পঞ্চম মিনিটেই ডিফেন্ডারদের ব্যর্থতায় গোল হজম করে মরক্কো। সেটা নিয়েই যত আক্ষেপ রেগ্রাগুইয়ের, ‘আমরা খেলাটি জিততে চেয়েছিলাম, কিন্তু শক্তিশালী একটি দলের বিপক্ষে খেলেছি যারা জানে কী করতে হয় এবং ভুলের জন্য অপেক্ষা করেছে, যা আমরা ম্যাচের শুরুতে করেছি।’
আগামী শনিবার বিশ্বমঞ্চে আরেকটি ম্যাচ খেলবে মরক্কো। খলিফা স্টেডিয়ামে তৃতীয় স্থান প্লে-অফে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। বেঞ্চে থাকা খেলোয়াড়দের ম্যাচটিতে খেলাতে চান রেগ্রাগুই, ‘যারা বিশ্বকাপ ম্যাচে অংশগ্রহণ করেনি, আমি তাদের সুযোগ দেব এবং আমরা তৃতীয় স্থান অর্জনের চেষ্টা করব।’
আরএ/