বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫ | ১৮ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

হাসপাতালে সেবা কম, ভোগান্তি বেশি!

অবৈধভাবে দালালদের অতিরিক্ত টাকা দিলে রোগী ও তার স্বজনদের ভোগান্তি কম হয়। আর যদি নিয়ম অনুযায়ী চিকিৎসা সেবা নিতে যায় তাহলে ভোগান্তিতে পড়তে হয়। সম্প্রতি রাজধানীর বেশ কয়েকটি সরকারি হাসপাতাল ঘুরে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কথা হয়, ২১৯ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর বেডে স্বামী নিয়ে চিকিৎসাধীন সাহিদা আক্তারের সঙ্গে। এ সময় সাহিদা জানান, অবৈধভাবে দালালদের অতিরিক্ত টাকা দিলে ভালো সেবা পাওয়া যায়। আমাদের টাকাও নেই সেবাও তেমন নেই বললেই চলে।

হাসপাতালের দালাল কারা জানতে চাইলে তিনি বলেন, এখানে বুয়া, বাবুর্চি, ড্রাইবার, কেয়ারটেকার ও নতুন নতুন কিছু স্বাস্থ্য কর্মীরাও দালালের কাজ করেন। অনেক সময় তারা ডাক্তাদের বিভিন্ন আত্মীয় স্বজন বানিয়ে নানা ধরনের সেবা নেয়।

রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, নিয়ম অনুযায়ী সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে গেলে অনেক জটিলতায় পড়তে হয়। শুধু সকাল এবং রাতে এক ঝলক ডাক্তারের দেখা মেলে। পরিচিত লোক এবং দালাল না থাকলে অনেক ধরনের ভোগান্তিতে পড়তে হয়। সরকারি হাসপাতালগুলোতে সেবা দালালদের কাছে জিম্মি রোগী ও তার স্বজনেরা!

অভিযোগ আছে, রোগী ভোগান্তির অন্ত নেই, সেখানে দালালদের কাছে জিম্মি স্বজনরা। অনেকেই সঠিক চিকিৎসার জন্য নাম সর্বস্ব প্রাইভেট হাসপাতালে খোয়াচ্ছেন টাকা।

ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘ঢাকা মেডিকেল যেহেতু বড় একটি জায়গা এখানে সবাইকে আসলেই সমান দেখা সম্ভব হয় না। তবে আগের থেকে তুলনামূলকভাবে রোগীদের ভোগান্তি অনেকটা কমে গেছে। তা ছাড়া দালাল চক্র এবং রোগীদের জিম্মি করা অন্যান্য চক্রদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি।’

ঢামেকে রোগীদের অভিযোগ সেবা পেতে ভোগান্তি পড়তে হয় এবং দালালদের কাছে জিম্মি রোগীর স্বজনদের থেকে অভিযোগ পাওয়া গেছে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনার কাছে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তাহলে আমাদের জানান। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তবে আপনি যে সব কথা বললেন এর মধ্যে রোগীদের অনেক অভিযোগ ভিত্তিহীন আছে। আমরা বিভিন্ন রোগীদের দায়িত্ব নিয়ে সেবা দিয়ে থাকি। ঢামেকে সেবা পাচ্ছে না এমন কোনো রোগীর সন্ধান পেলে আমার কাছে পাঠিয়ে দেবেন বিষয়টি আমি নিজেই দেখব।’

মিরাজ মাহমুদ কুমিল্লা থেকে ৩ মাস বয়সী ছোট মেয়েকে নিয়ে এসেছেন ঢাকার শিশু হাসপাতালে। কথা হয় মিরাজ মাহমুদের সঙ্গে। তিনি বলেন, কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে সিজারের সময় পেটে ছিদ্র হয়ে যায় তার। ৩ দিন ধরে শিশু হাসপাতালে সিট না পেয়ে বারান্দায় থাকেন তারা। সঠিক সময়ে ডাক্তারের সেবা না পেয়ে হতাশ তিনি।

তিনি অভিযোগ করে বলেন, আমাদের পেছনে যারা হাসপাতালের বারান্দায় ভর্তি হয়েছিল তাদের অনেকেই লোক ধরে সিট পেয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দালাল বা লোকজন না থাকায় চিকিৎসা সেবা পেতে অনেক কষ্ট হচ্ছে।

তিনি বলেন, ‘সঠিক সময়ে যদি আমরা চিকিৎসা সেবা না পাই তাহলে তো রোগীর বিভিন্ন সমস্যা হবে। এখন বুঝেছি মানুষ বেসরকারি হাসপাতালে কেনো যায়।’

শিশু হাসপাতালের বারান্দায় কথা হয় আরেক রোগী ফাতেমার স্বজন মনির হোসেনের সঙ্গে। মনির হোসেন বলেন, সরকারি হাসপাতালে রোগীদের ভোগান্তির শিকার হতে হয় বেশ। একদিকে সেবা কম অন্যদিকে দালালদের কাছে জিম্মি হতে হয় স্বজনদের। দালাল না ধরলে হাসপাতালের বারান্দায় পড়ে থাকতে হয়।

শিশু হাসপাতালের নার্স, ওয়ার্ডবয় ও ক্লিনারদের ব্যবহার খুব খারাপ। এমন অভিযোগ করে শাহাজাহান তরফদার বলেন, আমাদের সঙ্গে হাসপাতালের কর্মচারীরা খারাপ ব্যবহার করে। যা বলার মতো না।

ঢাকা শিশু হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল অনেকটা পাশাপাশি। রাজধানীর সরকারি এই হাসপাতালগুলোর সেবা নিয়ে যেন অভিযোগের শেষ নেই।

এসব অভিযোগ সম্পর্কে চাইলে শিশু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মো. হাকিম ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘শিশু হাসপাতলে দালালদের বিরুদ্ধে নিয়মিত হাসপাতাল কর্তৃপক্ষ অভিযান চালিয়ে থাকে। হাসপাতালে রোগীরা যেহেতু শিশু সেই ক্ষেত্রে দালালরা যাতে তাদের আত্মীয়-স্বজনদের কোনোভাবে জিম্মি করতে না পারে সেজন্য বিভিন্ন সময় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে আমাদের হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে ভোগান্তির কম হয়।’

সেবা গ্রহীতারা বলছেন, ঢাকার বিভিন্ন হাসপাতালে নিয়ম মেনে সেবা নিতে গেলে পদে পদে অনিয়ম করে কাজ করতে হয়। অন্যথায় সেবা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। অনেক রোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, দূর-দূরান্ত থেকে আসা রোগীরা বেশি ভোগান্তিতে পড়েন। তবে তদবির আর টাকা হলে সব কিছু ঠিকঠাক আছে।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এর সামনে কথা হয় এক ‘দালালের’ সঙ্গে। এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক ওই দালাল বলেন, সকাল দুপুর ও বিকাল টাইমে দালাল চক্রের সদস্যরা রোগী ভাগানোর কাজ করে। এতে করে আশেপাশের হাসপাতাল থেকে তারা কমিশন পান।

শ্যামলী এলাকায় অবস্থিত বিভিন্ন হাসপাতালের সামনে কথা হয় একাধিক দালালের সঙ্গে। এ সময় জানা যায়, দালালদের স্ত্রীরাও দালালের কাজ করে। তারা একেক সময় একেক নাম ব্যবহার করে। তবে এই এলাকার সব হাসপাতালের মূল দালাল হলেন- বিল্লাল সর্দার। আর এর সর্দারনী হলেন তার স্ত্রী মোছা. ফাতেমা। তাদের নেতৃত্বে বেশ কয়েকটি হাসপাতালে রোগী পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান বলেন, আমি যোগদানের পর সেবার মান বৃদ্ধি করেছি। যেহেতু এটি একটি বড় হাসপাতাল সেই ক্ষেত্রে আমাদের কিছু সমস্যা হয়তো থাকে। আর হাপাতালের স্বার্থে এবং রোগীদের জন্য যা করণীয় আমরা করে থাকি। আর আমাদের হাসপাতালের লোকজন দালালীর সঙ্গে যুক্ত রয়েছে এমনটা যদি প্রমাণ হয় তাহলে আমরা বিষয়টি আমলে নিয়ে কাজ করব।

তিনি বলেন, কিছু রোগী এবং তার স্বজনেরা বারান্দায় আছে। তারা হয়তো কিছু অভিযোগ করতে পারে। ৫০টি বেড আসবে। সেগুলো এলে এসব সমাধান হয়ে যাবে। তিনি বলেন, দালাল ও হাসপাতালের কর্মচারীদের আমরা বিভিন্নভাবে তদারকি করছি। বিশেষ ক্ষেত্রে প্রায় প্রতিদিন আমাদের হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। হাসপাতালে লোকবল কম থাকায় প্রথম দিকে কিছু সমস্যা ছিল। বর্তমানে সব কিছু আমরা সমাধানের জন্য কাজ করছি। যদি কেনো রোগী বা স্বজনেরা তেমন কিছু না বোঝে তাহলে তাদেরকে আমাদের লোকজন সহযোগিতা করে থাকে।

এ বিষয়ে জানতে চাইলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আসলে দালাল চক্রদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। অনেক হাসপাতালে প্রায়দিন অভিযান চলে। সবচেয়ে বড় কথা হলো যেকোনো সেবামুখী মানুষদের সতর্ক হতে হবে, না বুঝলে সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবহতি করতে হবে। দেখবেন অনেকটা এসব সমস্যা সমাধান হয়ে যাবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. ফারুক হোসেন বলেন, অনেক সময় আপনারা লক্ষ্য করবেন আমাদের মেট্রাপলিটন পুলিশ ঢাকা মেডিকেলসহ অন্যান্য হাসপাতালে দালাল চক্রদের ধরার জন্য বিভিন্ন ফাঁদ পেতে থাকে। দালালরা আমাদের অভিযানে ধরা পড়ে কিন্তু এরা বের হয়ে আবার একই কাজ করে। সবচেয়ে বড় কথা হলো যেকোনো অসাধু চক্র থেকে সমাজের সর্বস্তরের মানুষ বিরত থাকলে এসব অপরাধ অনেকটা কমে আসবে।

কেএম/এমএমএ/

Header Ad
Header Ad

রংপুরের টানা তৃতীয় জয়, বরিশালের বিপক্ষে সহজ জয়

ছবি: সংগৃহীত

রংপুর রাইডার্সের শক্তিশালী বোলিংয়ের সামনে সম্পূর্ণ ব্যর্থ হলো ফরচুন বরিশালের ব্যাটাররা। ১২৪ রানের অল্প পুঁজিতে বরিশালের বোলাররাও প্রতিরোধ গড়তে পারেনি। অপরাজিত ফিফটির মাধ্যমে সাইফ হাসানের দুর্দান্ত ইনিংস রংপুরকে সহজ জয় এনে দিয়েছে। এ জয়ের ফলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স।

মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে বরিশাল ১৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন অধিনায়ক তামিম ইকবাল। জবাবে ব্যাট করতে নেমে রংপুর ১৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। অভিষিক্ত ওপেনার আজিজুল হাকিম তামিম শূন্য রানে আউট হন। এরপর তিনে নামা তৌফিক খান তুষারও কোনো রান করতে পারেননি। দ্রুত ১৫ রানে দুই উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে রংপুর।

তবে চাপ সামলে অ্যালেক্স হেলস ও সাইফ হাসান মিলে অবিচ্ছিন্ন ১১৩ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। সাইফ ৪৬ বলে অপরাজিত ৬২ রান করেন, আর হেলস অপরাজিত থাকেন ৪৯ রানে।

বরিশালের ব্যাটিং লাইনআপে শুরুর থেকেই ছিল বিশৃঙ্খলা। ওপেনার নাজমুল হোসেন শান্ত ১০ বলে ৯ রানের বেশি করতে পারেননি। তার বিদায়ের পর তাওহিদ হৃদয়ও ব্যর্থ হন, মাত্র ৬ বলে করেন ৪ রান।

অধিনায়ক তামিম ইকবাল শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ১৮ বলে ২৮ রান করে নাহিদ রানার দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন। মিডল অর্ডারে কাইল মেয়ার্স, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও ব্যর্থ হন।

শেষদিকে মোহাম্মদ নবি লড়াইয়ের চেষ্টা করলেও রান আউট হয়ে তার ইনিংস থেমে যায়। বরিশালের ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতার ফলে সহজ জয় তুলে নেয় রংপুর।

Header Ad
Header Ad

ভারতে সিগারেট খাওয়া নিষিদ্ধ চান বলিউড কিং

শাহরুখ খান। ছবি: সংগৃহীত

একের পর এক ফ্লপ ছবিতে যখন বলিউডের অবস্থা নাজেহাল তখন ‘জওয়ান’ অবতারে বক্স অফিসে ঝড় তোলেন বলিউড কিং শাহরুখ খান। এদিকে যখন পান মাসালার বিজ্ঞাপন নিয়ে অক্ষয় কুমার, অজয় দেবগণকে ঘিরে নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করছেন।

অন্যদিকে কোল্ড ড্রিঙ্কের বিজ্ঞাপনে অভিনয় করায় শাহরুখকে নিয়েও সমালোচনা নেটিজেনদের মাঝে সমালোচনা শুরু হয়েছে। সুপারস্টার হয়ে কেন কোল্ড ড্রিঙ্কের মতো অস্বাস্থ্যকর জিনিস প্রচার করছেন, তা নিয়েও শাহরুখের বিরুদ্ধে ক্ষোভ জমা হয়েছে কিছু স্বাস্থ্য বিষয়ক সংস্থার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কটাক্ষের কড়া জবাব দিলেন বলিউড কিং। স্পষ্ট জানালেন, ‘যারা মনে করছেন, কোল্ড ড্রিঙ্ক পান করা ভালো নয়, তারা এটাকে নিষিদ্ধ করার জন্য আবেদন জানাতে পারে।

শাহরুখ আরও বলেন, ‘এগুলো নিষিদ্ধ হবে না, কারণ এগুলো বিক্রি হলে সরকারের ঘরে অর্থ আসে। সরকারে ঘরে যদি অর্থ আসে, তাহলে এক অভিনেতা হয়ে আমারও পারিশ্রমিক জুটছে। সেটাও তো বন্ধ হওয়া উচিত নয়।’

‘সরকার এগুলো নিষিদ্ধ করুক। সবাই জানে সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক। ভারতে কোল্ড ড্রিঙ্ক তৈরি করা বন্ধ হয়ে যাক। তাহলেই তো সব সমস্যার সমাধান।’

Header Ad
Header Ad

ইসরায়েলি হামলায় গাজার পুলিশ প্রধানসহ নিহত ১১

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় সারা রাত ধরে চালানো ইসরায়েলি বিমান হামলায় ভূখন্ডটির ভেঙে পড়া হামাস পুলিশ ফোর্সের প্রধানসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এই তথ্য দিয়েছে। খবর এএফপির।

এক বিবৃতিতে সিভিল ডিফেন্স এজেন্সি জানায়, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুহারা মানুষের একটি তাঁবু লক্ষ্য করে দখলদার ইসরায়েলি বাহিনী বিমান থেকে বোমা হামলা চালালে তিন শিশু, দুইজন নারীসহ মোট ১১ জন শহীদ হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন।

এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, নিহতদের মধ্যে পুলিশ প্রধান মাহমুদ সালাহ এবং তার উপপ্রধান হুসাম শাওয়ান রয়েছে। অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে।

গতকাল বুধবার (১ জানুয়ারি) ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুমকি দিয়ে বলেছিলেন, হামাস যদি ইসরায়েলে রকেট হামলা চালানো বন্ধ না করে তবে ইসরায়েল গাজায় হামলা চালানো আরও জোরদার করবে।

সম্প্রতি গাজা থেকে ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলা আগের চেয়ে বেড়ে গেছে যদিও তা যুদ্ধ শুরুর প্রথম ধাপের চেয়ে সংখ্যার বিচারে অনেক কম। তবে গত ১৫ মাস ধরে চলতে থাকা যুদ্ধে এই ঘটনা ইসরায়েলি সরকারের জন্য একটি রাজনৈতিক আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রংপুরের টানা তৃতীয় জয়, বরিশালের বিপক্ষে সহজ জয়
ভারতে সিগারেট খাওয়া নিষিদ্ধ চান বলিউড কিং
ইসরায়েলি হামলায় গাজার পুলিশ প্রধানসহ নিহত ১১
নওগাঁয় একবছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬৫
অবশেষে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি
বাংলাদেশ আমাদের হারানো ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
৪৩তম বিসিএস: বাদ পড়া ২২৭ প্রার্থীদের পুনর্বিবেচনার সুযোগ
জানুয়ারিতে বোতলজাত এলপিজি’র দাম অপরিবর্তিত, অটো গ্যাসের দাম সামান্য কম
বছরের শুরুতেই বিয়ে করলেন গায়ক আরমান মালিক
টানা দুই ম্যাচে পরাজয়ের স্বাদ পেল ঢাকা, রাজশাহীর প্রথম জয়
গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ
ভারতে তুলনামূলক হারে কমেছে বাংলাদেশী পর্যটক
ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্যপণ্যে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
কেন খাবেন সারা রাত ভেজানো কিশমিশ-পানি
বছরের শুরুতেই উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, নারীসহ আহত ১৫!
বিপিএলে এক ম্যাচেই ৭ উইকেট নিয়ে তাসকিনের রেকর্ড
সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক
ম্যাজিস্ট্রেট সেজে নারী চিকিৎসকের সঙ্গে ডিম ব্যবসায়ীর মধুর প্রেম, অতঃপর...
‘ডাক’ মেরে নতুন বছর শুরু লিটন দাসের
আজ চুপচাপ থাকা মানুষদের দিন: বিশ্ব অন্তর্মুখী দিবস