শনিবার, ৫ এপ্রিল ২০২৫ | ২২ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

চিড়াও সিন্ডিকেটে! বাজার থেকে উধাও, দাম চড়া

হঠাৎ করেই অস্থির চিড়ার বাজার। চিড়া পাওয়া যাচ্ছে না। প্রতি কেজি ৪০ টাকার চিড়া ৬০ টাকায়ও পাওয়া যাচ্ছে না। কৃত্রিম সংকট তৈরি করে দাম বেশি নেওয়ার অভিযোগ উঠেছে। বাজার থেকেই চিড়া উধাও হয়ে গেছে। মিলমালিকরা বেশি দামে বাজারে চিড়া সরবরাহ করলেও মেমো দিচ্ছেন না।

খুচরা বিক্রেতারা বলছেন, মিলমালিকদের সিন্ডিকেটের কারণেই বাজারে চিড়ার সংকট তৈরি হয়েছে। বলা যায় উধাও হয়ে গেছে। তিন দিন আগেও প্রতি কেজি চিড়া বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ টাকা। কিন্তু গত দুই দিন ধরে সেই চিড়াই বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা।

মিলমালিকরা বলছেন চিড়া নেই। খুচরা বিক্রেতারাও বলছেন চিড়া নেই। তাদের অভিযোগ, মিল থেকে চিড়া দিচ্ছে না। আবার দিলেও বেশি দাম নিচ্ছে। অনেক মিল মেমোও দিচ্ছে না। ইচ্ছা মতো দাম নিচ্ছে। সরবরাহ না থাকায় দাম বাড়ছে।

চিড়ার বাজার পরিস্থিতি জানতে বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারসহ একাধিক বাজার ঘুরে পাওয়া গেছে এই চিত্র।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে আছে সিলেট ও সুনামগঞ্জ। নতুন করে প্লাবিত হয়েছে হবিগঞ্জ,মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়ীয়া, কুড়্রিগাম, রংপুর, গাইবান্ধা, নিলফামারী, জামালপুরসহ দেশের বিভিন্ন এলাকা। বন্যকবলিত এসব এলাকায় ব্যাপকভাবে শুকনো খাবার বিতরণ করছে সরকারের বিভিন্ন সংস্থা, বেসরকারি বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলগুলো। এই শুকনো খাবারের মধ্যে সবচেয়ে বেশি যাচ্ছে চিড়া। এ কারণেই হঠাৎ করে চিড়ার চাহিদা বেড়ে যাওয়ায় অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা লুটে নিচ্ছেন।

বৃহস্পতিবার (২৩ জুন) রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা গেছে চিড়ার বাজার ব্যাপক গরম। যার কাছ থেকে বেশি দাম পাচ্ছে ব্যবসায়ীরা তার কাছে চিড়া বিক্রি করেছে। হঠাৎ চিড়ার বাজার অস্থির কেন জানতে চাইলে কারওয়ান বাজারের বাসার ট্রেডার্সের রুবেল ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘বাজারে চিড়া নেই। কিনতে চাইলে রাতে পাবেন। মিল থেকে আসা মাত্র বিক্রি হয়ে যাচ্ছে। তিন দিনের ব্যবধানে ১৫ থেকে ২০ টাকা বেড়ে গেছে।’

দাম বেশির ব্যাপারে তিনি আরও বলেন, ‘আমরা কেজিতে ২ টাকা লাভ করে বিক্রি করছি। কয়দিন আগে ৪৫ টাকা কিনে ৪৭ টাকা বিক্রি করেছি। ৫২ টাকা সর্বোচ্চ। এখন কোনো চিড়া নেই। ২১ জুন ৫৩ টাকা কিনে ৫৫ টাকা বিক্রি করেছি। বৃহস্পতিবার ৫৮ টাকা কেজি কিনে ৬০ টাকা বিক্রি করা হচ্ছে। ৬০ থেকে ৬২ টাকা কেজি বিক্রি করা হচ্ছে।’

তিনি বলেন, ‘মাল এনেই বিক্রি করা হয়। চালান দেখেন মিল থেকে সিন্ডিকেট হচ্ছে। মেমোতে দাম লিখছে না। ইচ্ছা মতো দাম নিচ্ছে। তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। তবেই কমবে দাম।’

বাসার ট্রেডার্ থেকে বের হয়ে একটু দূরের দোকানে যেতেই দেখা গেল, সেই চিড়া ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। চিড়ার দাম কতো জানতে চাইলে মেসার্স রফিক ট্রেডার্সের জসিম ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘৭০ টাকা কেজি। ৬০ টাকা কেজি চিড়া নেই। আগে বেচা হতো । এখন নেই। টঙ্গী থেকে দিনেরটা দিনে চিড়া এনে বিক্রি করা হচ্ছে। চাহিদা বেশি। তাই চিড়া নেই। মিল থেকে আসলে পরে পাওয়া যাবে।’

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্টের চিড়া ব্যবসায়ীরাও বলছেন, বস্তা ধরে নিলে মিল থেকে অর্ডার নেওয়া হবে। মিল মালিকরা দাম বেশি নেওয়ায় আমরাও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সিটি এন্টারপাইজের লিটন বলেন, ‘৬০ থেকে ৭০ টাকা্ কেজি বিক্রি করা হচ্ছে। ডেলিরটা ডেলি (দিনের টা দিনে) কিছু লাভ করে বিক্রি করা হচ্ছে। বন্যার কারণে চাহিদা বেড়ে যাওয়ায় মিলমালিকরাও দাম বাড়াচ্ছে।’

জানা গেছে, হঠাৎ করে মিল থেকে চিড়ার দাম বাড়িয়ে দিয়েছে। এ জন্য বাজারেও বেশি দাম। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চিড়ার দাম অস্বাভাবিকভাবে বাড়িয়েছেন মিল মালিকরা।

খুচরা বিক্রেতারা জানান, গত তিন-চার দিনের ব্যবধানে প্রতি কেজি চিড়ায় সর্বোচ্চ ১৫ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে টঙ্গীর মিতালী চিড়া কল, সাভারের মাসকুলার ফুডসহ বিভিন্ন চিড়া কলের মালিকরা। তারা বেশি দাম নেওয়ায় মেমোতে দামও উল্লেখ করছে না। এই সিন্ডেকেটের কারণে বাজারে চিড়ার দাম হঠাৎ করে বাড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মিতালী চিড়া কলের মালিক জসিম ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘ মাল নেই। পরশু পাওয়া যাবে।’

কেন দেরি জানতে চাইলে বলেন, অনেক চাহিদা। আগে থেকে অর্ডার আছে। তাদের আগে দিতে হবে। আজকে ২৭০০ টাকা বস্তা। কয়েকদিন আগে ২৫০০ টাকা বস্তা বিক্রি করেছি। রশিদে (মেমো) বিক্রির দাম উল্লেখ নাই কেন? জবাবে তিনি বলেন, ‘আমি পুলিশ হেড কোয়াটার, ক্যান্টমেন্টে মাল দিই কারো কাছে রশিদে দাম লেখা লাগে না। আর আপনি দামের কথা কন?’

মাসকুলার ফুডস-এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, ৫০ কেজির বস্তা তিন হাজার টাকা। হঠাৎ বেশি দাম কেন জানতে চাইলে বলেন,‘মাল নেই, বলে সাফ জানিয়ে দেন। বলেন, আমরা কী করব। চাহিদা বেশি। তাই দিতে পারব না’

চিড়ার বাজার অস্বাভাবিক হয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘অস্বাভাবিক দামে চিড়া বিক্রি করার তথ্য পাওয়া গেছে। ইতোমধ্যে তারা (বুধবার থেকে) অভিযান শুরু করেছেন। তারা তিনটি প্রতিষ্ঠানকে জরিমানাও করেছেন। আরও অভিযান শুরু করা হবে। যারাই আইন ভঙ্গ করে ব্যবসা করে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। কারণ ভোক্তা অধিদপ্তর সব সময় ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ করে।’

জেডএ/এনএইচবি/এমএমএ/

 

Header Ad
Header Ad

টাঙ্গাইলে ধান ক্ষেতে মিলল ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ

ছবি : ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের কালিহাতীতে ধান ক্ষেত থেকে ফজিলা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার আউলিয়াবাদ গ্রামের মাঝিপাড়ার ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফজিলা বেগম ওই গ্রামের মৃত চান মাহমুদের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার ৪ এপ্রিল রাত ৩টার দিকে মেয়েরা ফজিলা বেগমকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পায়নি। এ সময় বৃদ্ধার বসত ঘরটির দরজা ও জানালা বন্ধ ছিল।

শনিবার সকাল ৮টার দিকে ঘরে না পেয়ে মেয়েরা ওই বৃদ্ধাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পাশের বোরো ধানের জমির পাশে ফজিলা বেগমেরব মরদেহ দেখতে পাওয়া যায়। ফজিলা বেগমের মুখে কাঁদা মাখানো ছিল। তাদের চিৎকারে আশপপাশের লোকজন এগিয়ে আসলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ফজিলা বেগমের স্বজনদের ধারণা, কোনো সংঘবদ্ধ চক্র ফজিলাকে হত্যা করে তার গলা, কান ও হাতে থাকা স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।

এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূইয়া জানান, ওই বৃদ্ধা নারীর মুখে কাঁদা মাখানো ছিল। তার একটি কান কাটা ও নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিল। ধারণা, তাকে হত্যা করে গুম করার উদ্দেশ্যে মরদেহটি লুকিয়ে রাখে দুর্বৃত্তরা। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Header Ad
Header Ad

বগুড়ার সাতটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

ছবি: সংগৃহীত

আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৫ এপ্রিল) দুপুরে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী, সাথী ও সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক প্রীতিসভায় এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, দেশের সংকটময় পরিস্থিতিতে সৎ, আদর্শবান ও ইসলামপন্থী প্রার্থীদের জয়ী করে জাতিকে সুশাসনের পথে ফিরিয়ে আনতে হবে।

ঘোষিত প্রার্থীরা হলেন— বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান, বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদিঘি) আসনে নূর মোহাম্মদ আবু তাহের, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে অধ্যক্ষ মাওলানা তায়েব আলী, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আলহাজ দবিবুর রহমান, বগুড়া-৬ (সদর) আসনে আবিদুর রহমান সোহেল এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে গোলাম রব্বানী।

বিশেষ অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী এবং আন্তর্জাতিক ছাত্র ও যুব ফেডারেশন (ইফসু)’র সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ। এছাড়া জামায়াতের বগুড়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুর রহীম ও অধ্যাপক নজরুল ইসলাম আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে ছাত্রশিবিরের দুই হাজারেরও বেশি সাবেক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এরপর অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে দেশের খ্যাতনামা শিল্পীরা পরিবেশনা করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আয়োজনের মাধ্যমে জামায়াত নির্বাচনী মাঠে নিজেদের পুনরায় সক্রিয় ও প্রাসঙ্গিক করে তুলতে চাইছে। ছাত্রশিবিরের সাবেকদের অংশগ্রহণ দলটির সাংগঠনিক শক্তি ও মাঠপর্যায়ের প্রস্তুতির একটি ইঙ্গিত বলেও মনে করছেন অনেকে।

Header Ad
Header Ad

রংপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণহানি, আহত অন্তত ২০

ছবি: সংগৃহীত

রংপুরের বদরগঞ্জে আধিপত্য বিস্তার ও দোকান ভাড়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এক জন নিহত এবং সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় এ সংঘর্ষ ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার এবং বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও কালুপাড়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মানিকের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি শহরের ঢেউটিন ব্যবসায়ী জাহিদুল হক জোয়ারদার এবং দোকান মালিক ইশতিয়াক বাবুর মধ্যে দোকান ভাড়াকে কেন্দ্র করে শুরু হওয়া দ্বন্দ্বকে ঘিরে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়।

জানা গেছে, দোকান মালিক ইশতিয়াক বাবু দাবি করেন, জাহিদুলের দোকান ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। অন্যদিকে ভাড়াটিয়া জাহিদুলের দাবি, তার চুক্তি ২০২৮ সাল পর্যন্ত বৈধ এবং তিনি দোকান ছাড়বেন, যদি জামানত হিসেবে দেওয়া ৩৫ লাখ টাকা ফেরত দেওয়া হয়। কিন্তু দোকান মালিক সেই অর্থ ফেরত দিতে অস্বীকৃতি জানালে বুধবার সন্ধ্যায় দোকানঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে ইশতিয়াক বাবুর অনুসারীদের বিরুদ্ধে।

এর প্রতিবাদে শনিবার শহিদুল ইসলাম মানিকের নেতৃত্বে শহিদ মিনার এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়। কিন্তু মানববন্ধন চলাকালে মোহাম্মদ আলী সরকারের অনুসারীরা হামলা চালিয়ে ব্যানার ছিঁড়ে ফেলেন ও মাইক ভাঙচুর করেন। একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ২০ জন আহত হন, যাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আতিকুর রহমান জানান, “পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।”

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে ধান ক্ষেতে মিলল ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ
বগুড়ার সাতটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
রংপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণহানি, আহত অন্তত ২০
গত ২৫ বছর ‘জয় বাংলা’ বলিনি, এখন থেকে বলব: কাদের সিদ্দিকী
বিরামপুরে ভয়াবহ আগুনে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
রাতেই ঢাকাসহ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি হতে পারে
মোদির প্রতিক্রিয়া শেখ হাসিনার ফেরত নিয়ে নেতিবাচক ছিল না: প্রেস সচিব
নওগাঁ হাসপাতালের পরিচ্ছন্নতা ও সমন্বয়ের বিষয়ে অসোন্তোষ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরি, পদ ২৫৫
‘বিদেশি কিছু গণমাধ্যম অর্থ উপার্জনের উদ্দেশে বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করছে’
সারা দেশে ৩২৯ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ: মহাপরিচালক
২৭৭ জনকে নিয়োগ দেবে পানি উন্নয়ন বোর্ড, এইচএসসি পাসেও আবেদন
ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৫৪
পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো নিউজিল্যান্ড
স্বর্ণভর্তি ব্যাগ ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত গড়লেন অটোরিকশাচালক খায়রুল
ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন ১ কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী
যারা ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছে, তারা রাজনীতি করার অধিকার রাখে না
লৌহজংয়ে কার্টনে পাওয়া মরদেহের টুকরোগুলো সাভারের সবুজ মোল্যার
মার্কিন শুল্ক নিয়ে সন্ধ্যায় জরুরি মিটিং ডেকেছেন প্রধান উপদেষ্টা