রবিবার, ৬ এপ্রিল ২০২৫ | ২৩ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

বেপরোয়া ভেজাল খাদ্য ও ওষুধের পৃষ্ঠপোষক, শাস্তির বিধান জরুরি

সারাদেশে অসাধু মজুতদারি, পণ্যে ভেজাল মেশানো, ফরমালিন মেশানো, ভেজাল ওষুধ তৈরীসহ সব ধরনের অপরাধ বেড়ে গেছে। এর মূলে মানুষের অনৈতিকভাবে টাকার পাহাড় গড়ার স্বপ্নই মূলত দায়ী। যার বুনিয়াদি ত্রুটি দেশে সুশিক্ষার অভাব। সৎ ও নৈতিক নাগরিক সৃষ্টির শিক্ষা নিশ্চিত না হলে এ দেশে দুর্নীতি, স্বজনপ্রীতি, কালো টাকার দৌরাত্ম্য , অসাধু মজুতদারি, কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বৃদ্ধি করার প্রবণতা থামার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বিশেজ্ঞরা।

বিশেজ্ঞদের দাবি, শিক্ষা ব্যবস্থা যেভাবে চলছে তাতে সুনাগরিক সৃষ্টির চেয়ে নামধারী শিক্ষিত, সার্টিফিকেটধারী মুর্খ নাগরিক সৃষ্টির ব্যবস্থা মাত্র। এ অবস্থার পরিবর্তন প্রয়োজন। দেশের শিক্ষাকে আধুনিকীকরণের নামে সৃজনশীল পদ্ধতি একদিকে শিক্ষার মানকে ধ্বংস করে দিচ্ছে, অন্যদিকে লিখন ফল ছাড়াই বিভিন্ন স্তরে শিক্ষার্থীর পাস পদ্ধতি অশিক্ষা ও কুশিক্ষাকে উৎসাহিত করছে। শিক্ষা ব্যবস্থার গোড়ায় সংকট রেখে, ধর্মীয় নৈতিক শিক্ষাকে নিরুৎসাহিত করণের মাধ্যমে দক্ষ সুনাগরিক সৃষ্টি সম্ভব নয়। দেশের শিক্ষা ব্যবস্থা হতে সুনাগরিক সৃষ্টি না হওয়া এবং শিক্ষাবাণিজ্য দেশের প্রেক্ষাপটে বেড়ে যাওয়াই এর জন্য দায়ি। তাছাড়া রাজনৈতিক, সামাজিক মূল্যবোধ তলানির দিকে চলমান হওয়ায় অসাধু, অনৈতিক এবং দুর্নীতিবাজ নাগরিকের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। শুধু পণ্যে ভেজাল নয় রাজধানীসহ দেশে ভেজাল ও নকল ওষুধের সরবরাহ দিনের পর দিন বেড়েই চলেছে। নিয়ন্ত্রণ করতে পারছে না সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসব ভেজাল ও নকল ওষধু খেয়ে অসুস্থ হওয়া ব্যক্তিরা বলছেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো প্রকার ওষুধ খাওয়া যাবে না।

এর সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, নকল ওষুধ প্রতিরোধের জন্য আপাতত দোকানদারকে ইনভয়েসের মাধ্যমে ওষুধ ক্রয়ের জন্য বলেছি এবং প্রেসক্রিপশন ছাড়া কাউকে কোনো প্রকার ওধুষ দেওয়া যাবে না। এসব ভেজাল ওষুধের বিষয়ে সাধারণ ক্রেতারা বলছেন, মানুষ আর কতভাবে প্রতারিত হবে। কোনটা ভেজাল আর কোনটা ভেজাল না সেটা আমরা কীভাবে বুঝব। এসব ভেজাল ওষুধ বন্ধ হবে কবে।রাজধানীর অলি গলিতে ও বড় বড় ওষুধ মার্কেটগুলোতে ভেজাল ও নকল ওষুধে সয়লাব। মানুষের রোগমুক্ত হয়ে বেঁচে থাকার অন্যতম অপরিহার্য উপাদান ওষুধ। সুস্থ জীবনযাপন করতে ওষুধের ব্যবহার কোনো না কোনো সময় করতেই হয়। জীবন রক্ষায় সহায়ক হিসেবে কার্যকরী সেই ওষুধই এখন জীবন ধ্বংসের কারণ। এমনটি কারো কাম্য না হলেও কিছু নৈতিকতা বর্জিত মানুষ মুনাফার লোভে উৎপাদন করছেন ভেজাল ও নকল ওষুধ। যা খেয়ে জীবন রক্ষা বা সুস্থ হওয়া তো দূরের কথা, উল্টো মানবদেহ চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অপরাধ বিশেজ্ঞরা বলছেন, সারাদেশে হঠাৎ অপরাজনৈতিক ধাপ্পাবাজি, আইনশৃঙ্খলা রক্ষাকারি উচ্চপর্যায়ের ব্যক্তি বিশেষের দুর্নীতি, প্রশাসনিক অসততার ভন্ডপরিবেশে ব্যক্তি ও গোষ্ঠীবদ্ধ নানা পেশার মানুষের সাথে ব্যক্তিস্বার্থ চরিতার্থকারী অসাধু ও অনৈতিক ব্যবসাকান্ড দেশের মানুষের জীবন যাত্রাকে নরক যন্ত্রণায় পরিণত করছে। সারাদেশে অসাধু ও অনৈতিক তথাকথিত ব্যবসায়ীরা সমগ্র দেশকে টাকার জোরে অসৎ উপায়ে জিম্মি করে রেখেছে। যার ফলে একদিকে দেশে কোটিপতির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে দরিদ্র সাধারণ মানুষ তথা স্বল্প আয়ের জনগণ দিন দিন দরিদ্র থেকে দরিদ্রতর অবস্থায় নিপতিত হচ্ছে। প্রথম পক্ষ জাগতিক স্বর্গ সুখের ভেলায় ভেসে সাধারণ মানুষকে জিম্মি করে নানা রকম বিড়ম্বনা ও হতদরিদ্রতার দিকে ঠেলে দিচ্ছে।

অন্যদিকে এদেশের সাধারণ মানুষ সুখ-শান্তি এবং সুস্বাস্থ্য হারিয়ে নানা রকম নরক যন্ত্রণায় ভুগছে। নির্যাতিত, নিপীড়িত, হতদরিদ্র মানুষের অন্ন-বস্ত্র-বাসস্থান, শিক্ষা-চিকিৎসার নিশ্চিয়তা প্রতিহত হচ্ছে। বাস্তবে দেখা যায়, সাধারণ মানুষ তরকারি রান্নার জন্য পিঁয়াজ কিনতে পারে না, অথচ টনকে টন পিঁয়াজ নদীতে ও ভাগাড়ে জমা হতে দেখা যায়। সয়াবিন তেলের অসাধু মজুতদারির কারণে দোকানে-বাজারে সয়াবিন তেল মিলেনা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রশাসনের সাময়িক নজরদারিতে সয়াবিন তেলের অবৈধ মজুত ধরা পড়লেও সংশ্লিষ্টদের এহেন অনৈতিক কান্ড বন্ধ করার মতো তেমন দৃষ্টান্তমূলক শাস্তি অপরাধিদের দিতে দেখা যায়নি। সামান্য টাকা জরিমানা এবং সয়াবিন তেলের গায়ে যে দাম পাওয়া গেছে সে দামে তেল বিক্রিতে বাধ্য করাতে অসাধু মজুতদারদের প্রকৃত শাস্তি হয়েছে বলে সাধারণ মানুষ মনে করেনা। তাদের সকল মজুত করা সামগ্রী বাজেয়াপ্ত করে ন্যায্য মূল্যে বিক্রির ব্যবস্থা সরকারি ভাবে করা হলে ভয়ে অবৈধ মজুতদাররা এমন মজুতদারির সাহস আর করতো না।

সম্প্রতি ঢাকাপ্রকাশ-এর এক প্রতিবেদনে উঠে এসছে পেঁয়াজ, সয়াবিন তেলের অসাধু মজুতের পর চাল ব্যবসায়ীরা নতুন করে চাল নিয়ে একটি চক্র চালবাজি করছে। আসলে যথাযথ কার্যকর ব্যবস্থা ও শাস্তি না হওয়ার কারণে ব্যবসায়ীরা একের পর এক সমগ্র দেশের নিত্যপণ্যের বাজারকে কৃত্রিমভাবে অস্থিতিশীল করে যাচ্ছে। যার ফলে সাধারণ নাগরিকের ক্রয় ক্ষামতা দিন দিন হ্রাস পাচ্ছে। একবার কোন দ্রব্যের মূল্য বৃদ্ধি হলে তা পরবর্তীতে আর কমতে দেখা যায় না। এমন অবস্থা থেকে দেশের বাজার ব্যবস্থাকে রক্ষা করতে সরকার প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দয়ভাবে শাস্তির কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এমন পদক্ষেপ ছাড়া দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল করা সম্ভব নয় বলে মতামত দিচ্ছেন দেশের সাধারণ মানুষ।

এদিকে ঢাকাপ্রকাশ-এর আরেক প্রতিবেদনে উঠে এসেছে ভেজাল ওষুধ খেয়ে অসুস্থ ব্যক্তিরা বলছেন, 'একটি ভুল চিকিৎসা ও ওষুধের জন্য দিনের পর দিন ভুগতে হচ্ছে।' মিরপুরের শাপলা ফার্মেসির সহকারী নজরুলের দেওয়া ওষুধ খেয়ে অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রিকশাচালক আবুল মিয়া। আবুল মিয়া অভিযোগ করে বলেন, 'আমাকে নজরুল কী ওষুধ দিল, সেটা খেয়ে আমার পেটে জ্বালা করে, ব্যথা করে, পরে আমি হাসপাতালে ১৫ দিন ধরে ভর্তি চিকিৎসা নিচ্ছি। নিয়ম-কানুন মেনে স্বাভাবিক জীবনযাপন করেও ভেজাল, মানহীন ওষুধের প্রভাবে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন অনেকেই। কেউ চরম কষ্টে জীবন পার করছেন, কেউবা অল্প বয়সেই মৃত্যুকে আলিঙ্গন করছেন।

ভেজাল ওষুধ বাজারে সয়লাব এ বিষয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেন, আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভবান হওয়ার জন্য ভেজাল ওষুধ তৈরী করে বাজারজাত করে আসছে। ওই সব ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা ব্যবস্হা নেব। ইতিমধ্যে আমাদের পক্ষথেকে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে জোরালো ভাবে পদক্ষেপ নিবো।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের তথ্যানুযায়ী, সক্ষমতা অনুযায়ী চাহিদার ৯৫ শতাংশ ওষুধের জোগান দিচ্ছে প্রস্তুতকারক দেশীয় প্রতিষ্ঠানগুলো। এ ছাড়া আমেরিকা, কানাডা, জাপানসহ বিশ্বের ১৫৬টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ। মানসম্পন্ন ওষুধ তৈরির জন্য আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়ানোর পাশাপাশি ২০১৮ সালে ‘মেডিসিন প্রডাক্ট অব দ্য ইয়ার’ পদকে ভূষিত হয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। তবে এত সক্ষমতা অর্জন সত্ত্বেও বাজারে কেন ছড়াচ্ছে নকল ওষুধ, তা নিয়ে উদ্বিগ্ন খোদ ঔষধ প্রশাসন অধিদপ্তরেও।

প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সমন্বয় করে অভিযান চালাচ্ছে। অধিদপ্তরও নিয়মিত অভিযান পরিচালনা করছে। তবে জনবল ও লজিস্টিক সাপোর্ট কম থাকায় প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো সম্ভব হচ্ছে না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, কয়েক বছর আগে রাজধানীর মিটফোর্ড এলাকায় নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান মেলে। পরে প্রতিষ্ঠিত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে এসব কারখানায় একাধিকবার অভিযান পরিচালনা করা হয়। অভিযানের পর ভেজাল ওষুধ তৈরির কার্যক্রম কিছুটা কমলেও নিয়মিত নজরদারি না থাকায় ফের তা শুরু হয়।

ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ বলছে, ভেজাল ওষুধ ও নিম্নমানের ওষুধ কারবারি চক্রের প্রধান টার্গেট ঢাকা। এসব ওষুধ খেয়ে অনেক মানুষ অসুস্থ হচ্ছেন। রাজধানীর মিটফোর্ড ও এর আশপাশের এলাকায় এ চক্রের সদস্যরা কারখানা গড়ে তোলে। পরবর্তীকালে চাহিদা বাড়তে থাকায় তারা দেশের বিভিন্ন জেলায় গড়ে তোলে কারখানা। এসব কারখানার তৈরি নকল ওষুধ দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ছে। যার কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এদিকে সম্প্রতি ভেজাল খাবার ও ওষুধের অসাধু একটি চক্র ধরার পর পুলিশ বলছে, একমি ল্যাবরেটরিজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, জেনিথ ফার্মাসিউটিক্যালসসহ বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের ওষুধ নকল করে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিত তারা। গ্রেপ্তারকৃতরা হলেন- তরিকুল ইসলাম, সৈয়দ আল মামুন, সাইদুল ইসলাম, মনোয়ার, আবদুল লতিফ, নাজমুল ঢালী ও সাগর আহমেদ মিলন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ভেজাল খাবারের কেমিকেল ও একমি, স্কয়ার, জেনিথ, কোম্পানিসহ বিভিন্ন কোম্পানির বিপুল পরিমাণ ভেজাল ওষুধ, ওষুধ তৈরির মেশিন, ডায়াস ও খাবারে ভেজাল দেওয়া কেমিকেল উদ্ধার করা হয়।

এসব অপরাধের বিষয়ে জানতে চাইলে ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার ঢাকাপ্রকাশ-কে বলেন, রাজধানীর যাত্রাবাড়ী, কদমতলী, ডেমরা, কাজলা, আরামবাগ, লালবাগ, মিটফোর্ড, বাড্ডা ও মিরপুর এলাকা থেকে কয়েকজন নকল ওষুধ প্রস্তুতকারকদের গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, এই চক্রটি সারাদেশে নকল ওষুধ ও খাবারে কেমিকেল ছড়িয়ে দিত। তারা প্রত্যন্ত অঞ্চলকে টার্গেট করে ভেজাল পণ্য বাজারজাত করে আসছিলো। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে এদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং এ এসব চক্রদের নজরে রাখা হয়েছে।

আইনে খাবারে ভেজাল ও নকল ওষুধ উৎপাদনকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান আছে ১০ বছরের কারাদন্ড। তবে জরিমানার অঙ্ক নির্দিষ্ট না থাকলেও তা অনেক ক্ষেত্রে বাস্তবায়ন হয় না। বিশেষ ক্ষমতা আইনে মৃত্যুদণ্ডের ও বিধান রয়েছে। কিন্তু মামলা হওয়ার পর তদন্তের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তাদের ম্যানেজ করে ফেলে খাবারে ভেজাল দেওয়া ও নকল ওষুধ উৎপাদনকারীরা। তাদের টাকার অভাব নেই।

এ বিষয়ে জানতে চাইলে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান ঢাকাপ্রকাশ-কে বলেন, আমরা ভেজাল ও নকল ওষুধ প্রতিরোধের জন্য আপাতত দোকানদারদের ইনভয়েসের মাধ্যমে ওষুধ ক্রয়ের জন্য বলেছি। সেই সঙ্গে বলা হয়েছে চিকিৎসকের অনুমতি ছাড়া কাউকে ওষুধ দেওয়া যাবে না। তিনি বলেন, তাছাড়া ভেজাল কেমিকেলের ও নকল পণ্যের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।

জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. নাজমুল হক ঢাকাপ্রকাশ-কে বলেন, ভেজাল খাবার ও নকল ওষুধ সেবনের কবলে পড়ে মানুষের মৃত্যুর ঝুঁকি বাড়ে এবং মানুষ অল্পতেই বেশি অসুস্থ হয়ে যায়। এসব কেমিকেল ও ওষুধ খেয়ে প্রতিনিয়তই মানুষের মৃত্যু হচ্ছে। কিছু সুবিধাভোগী এসব কাজ করছে এদের আইনের আওতায় আনা উচিত।

জানতে চাইলে মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমেদুল কবীর ঢাকাপ্রকাশ-কে বলেন, খাবারে কেমিকেল ও ভেজাল ওষুধ বিপণন করা গণহত্যার সমান। এদের মৃত্যুদণ্ড হওয়া উচিত। এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়া জরুরি। খাবার এবং ওষুধ দেখে চিনে খেতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসক আব্দুল মালেক ঢাকাপ্রকাশ-কে বলেন, যারা সাধারণ মানুষের খাবারে কেমিকেল মিশায় তারা মানুষ না আমানুষ। যারা খাবারে কেমিকেল ও নকল ওষুধ দিয়ে মানুষের ক্ষতি করছে তাদের বিচার হওয়া উচিত।

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. বেলাল হোসেন ঢাকাপ্রকাশ-কে বলেছেন, যারা খাবারে ভেজাল, কেমিকেল ও নকল ওষুধ এবং ভুয়া ডায়াগনিস্টিকের ব্যবসা করছে তাদের ধরতে আমাদের অভিযান চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিভিন্ন সময় অভিযানের নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিদপ্তরের সহ-পরিচালক ফাহমিনা আক্তার ঢাকাপ্রকাশ-কে বলেন, আমরা ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। এবং কোনো প্রকার অনিয়ম পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করছি। আমাদের অভিযান চলমান রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে খাদ্য মন্ত্রনালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম ঢাকাপ্রকাশ-কে বলেন, সারাদেশে খাদ্যে ভেজাল ও অবৈধ্য মজুতদারদের বিরুদ্ধে আমাদের অধিদপ্তর ও মন্ত্রনালয়ের কর্মকর্তারা অভিযান পরিচালনা করছেন। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন।

এসব বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক তৌহিদুল হক ঢাকাপ্রকাশ-কে বলেন, খাবারে কেমিকেল ও ভেজাল ওষুধের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। যারা খাবারে ভেজাল ও নকল ওষুধের কার্যক্রম চালায় তাদের বিরুদ্ধে শক্ত আইনে শাস্তির বিধান দরকার। তাহলে হয়তো এসব অপরাধ কমে আসবে।

এএইচ/কেএম/এএজেড/এএস

Header Ad
Header Ad

বিশ্বজুড়ে ট্রাম্প-মাস্কবিরোধী বিক্ষোভ, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের রাজপথে উত্তাল জনতা

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে সাধারণ মানুষ। শনিবার (৫ মার্চ) যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন।

আয়োজকদের দাবি, ট্রাম্পের নতুন শুল্কনীতি এবং মাস্কের অতিরিক্ত রাজনৈতিক সম্পৃক্ততা বৈশ্বিক অর্থনীতি ও গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

ওয়াশিংটনের কানেটিকাট অ্যাভিনিউ ও ন্যাশনাল মল এলাকায় বৃষ্টির মধ্যেও হাজারো বিক্ষোভকারী প্ল্যাকার্ড হাতে জড়ো হন। ‘যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই’, ‘মাস্ককে বিতাড়িত করুন’ ইত্যাদি স্লোগানে মুখর ছিল রাজপথ। আয়োজকদের ধারণা, শুধু ওয়াশিংটনেই অংশগ্রহণকারীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

ইউরোপের শহরগুলোতেও ছিল একই দৃশ্য। জার্মানির বার্লিনে টেসলার শোরুমের সামনে এবং ফ্রাঙ্কফুর্টে ‘হ্যান্ডস অফ’ ব্যানারে বিক্ষোভকারীরা ট্রাম্পের পদত্যাগ দাবি করেন। তাদের হাতে ছিল ব্যানার: ‘গণতন্ত্র রক্ষা করুন’, ‘ট্রাম্প চলে যাও’। প্যারিসের প্যালেস দে লা রিপাবলিক এলাকায় মার্কিন অভিবাসীদের উপস্থিতি ছিল লক্ষণীয়, যেখানে ‘আইনের শাসন চাই’, ‘অত্যাচারীকে প্রতিহত করুন’—এমন বার্তাবাহী প্ল্যাকার্ড বহন করা হয়।

লন্ডন, লিসবনসহ আরও বেশ কিছু শহরেও মাস্ক ও ট্রাম্প বিরোধী আন্দোলনের ঝড় উঠে। বার্লিনে “ইলন, তোমাকে কেউ ভোট দেয়নি”—এই স্লোগানটি মাস্কের অগণতান্ত্রিক প্রভাবের বিরুদ্ধে বিক্ষোভকারীদের মনোভাব স্পষ্ট করে তোলে।

বিশ্বব্যাপী এই বিক্ষোভ শুধু রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং গণতন্ত্র, জবাবদিহিতা ও সুশাসনের পক্ষে একটি শক্তিশালী বার্তা হিসেবে প্রতিভাত হচ্ছে। আয়োজকরা বলেন, এখনকার বিশ্ব আগের চেয়ে অনেক বেশি আন্তঃসংযুক্ত—একটি দেশের নেতিবাচক সিদ্ধান্তের প্রভাব পড়ে অন্য দেশেও। এই বিক্ষোভ তাই স্বৈরাচার ও অগণতান্ত্রিক নেতৃত্বের বিরুদ্ধে বিশ্বজাগরণের প্রতিচ্ছবি। তথ্যসূত্র: রয়টার্স

Header Ad
Header Ad

চীনের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে যা বললেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর এবং কৌশলগত পর্যায়ে উন্নীত করতে চান তিনি। শনিবার (৫ এপ্রিল) চার মিনিটের সেই ভিডিও সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

সাক্ষাৎকারে তিনি বলেন, “বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। এই সম্পর্ক শুধু বাংলাদেশ নয়, বরং পুরো অঞ্চলের ভূমি পরিবেষ্টিত দেশগুলোর জন্যও উপকার বয়ে আনবে।” তিনি চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্প-কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বর্তমানে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের পথে রয়েছে, আর এ যাত্রায় চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ। বিশেষ করে দেশের তরুণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে চীনের ভূমিকা হতে পারে উল্লেখযোগ্য। “আমাদের অর্ধেক জনগণের বয়স ২৭ বছরের নিচে। এরা বাংলাদেশের ভবিষ্যৎ, এবং তাদের অর্থনৈতিক দক্ষতায় পরিণত করতে হবে,” বলেন তিনি।

তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে চীনের ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, “বাংলাদেশ ও চীনের ৫০ বছরের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সাফল্য আরও এগিয়ে নিতে সংস্কৃতি ও ভাষা চর্চার উপর গুরুত্ব দিতে হবে।” তিনি বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেন, যাতে বাংলাদেশের মানুষ চীনা ভাষা ও সংস্কৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত হতে পারে।

সাক্ষাৎকারে ড. ইউনূস স্বাস্থ্যসেবা খাতেও চীনের সহায়তার প্রশংসা করেন। তিনি বলেন, “চীনের স্বাস্থ্য প্রযুক্তি ও পরিষেবা থেকে বাংলাদেশ অনেক কিছু শিখতে পারে। দেশের সাধারণ মানুষ চীনের মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পেতে আগ্রহী।”

সাক্ষাৎকারের শেষভাগে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “শান্তিই একমাত্র সমাধান, যুদ্ধ কোনো পথ নয়। একটি টেকসই, শান্তিপূর্ণ বিশ্ব গড়তে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার বিকল্প নেই।”

উল্লেখ্য, গত ২৬ থেকে ২৯ মার্চ ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ চীনের হাইনান দ্বীপে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন এবং পরে বেইজিং সফর করেন। এটি প্রধান উপদেষ্টা হিসেবে তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর ছিল।

Header Ad
Header Ad

ট্রাম্প প্রশাসনের শুল্কারোপের প্রভাব বড় নয়, সামাল দেয়া সম্ভব: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের শুল্কারোপ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রবিবার (৬ এপ্রিল) সচিবালয়ে ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে যেসব শুল্ক আরোপ করা হয়েছে, সেগুলোর প্রভাব মোকাবিলা করা কঠিন হবে না।

তিনি জানান, “ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানি খাতে বড় কোনো প্রভাব ফেলবে না। আমাদের রপ্তানি বাজার বহুমুখী, সেই সঙ্গে উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম হওয়ায় আমরা প্রতিযোগিতামূলক অবস্থানে আছি।”

ঈদের পরবর্তী সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অর্থ উপদেষ্টা বলেন, “মানুষ এবার ভালোভাবে ঈদ উদযাপন করেছে। মার্চ মাসে ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে, যার প্রভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে।”

সালেহউদ্দিন আহমেদ আশাবাদ ব্যক্ত করেন, দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে এবং যেকোনো বৈশ্বিক চাপে তা টিকে থাকতে সক্ষম হবে।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিশ্বজুড়ে ট্রাম্প-মাস্কবিরোধী বিক্ষোভ, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের রাজপথে উত্তাল জনতা
চীনের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে যা বললেন প্রধান উপদেষ্টা
ট্রাম্প প্রশাসনের শুল্কারোপের প্রভাব বড় নয়, সামাল দেয়া সম্ভব: অর্থ উপদেষ্টা
রাশিয়ার দাবি ইউক্রেনে একদিনে ৪৩০ সেনা হতাহত
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় হেফাজত, বিএনপির সঙ্গে একমত
চীনের পাল্টা শুল্কারোপে মার্কিন শেয়ারবাজারে ধস, বিশ্ববাজারে বাড়ছে উত্তেজনা
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ
পরকীয়া করলে পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ডের আইন করতেন অপু বিশ্বাস
বিএনপির দল পুনর্গঠনে তরুণ ও শিক্ষিত নেতৃত্বের অগ্রাধিকার
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে: প্রেসসচিব
টাঙ্গাইলে ধান ক্ষেতে মিলল ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ
বগুড়ার সাতটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
রংপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণহানি, আহত অন্তত ২০
গত ২৫ বছর ‘জয় বাংলা’ বলিনি, এখন থেকে বলব: কাদের সিদ্দিকী
বিরামপুরে ভয়াবহ আগুনে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
রাতেই ঢাকাসহ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি হতে পারে
মোদির প্রতিক্রিয়া শেখ হাসিনার ফেরত নিয়ে নেতিবাচক ছিল না: প্রেস সচিব
নওগাঁ হাসপাতালের পরিচ্ছন্নতা ও সমন্বয়ের বিষয়ে অসোন্তোষ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরি, পদ ২৫৫