সম্ভাবনার নতুন দুয়ার পদ্মা সেতু -২
আলোকোজ্জ্বল রূপে দেখা যাবে ১ জুন থেকে
পদ্মার এক প্রান্তে মুন্সিগঞ্জের মাওয়া আর অন্যপ্রান্তে মাদারীপুরের জাজিরাকে এক সুতোয় গেঁথে উদ্বোধনের অপেক্ষায় স্বপ্নের পদ্মা সেতু। ২৫ জুন উদ্বোধন হবে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলাকে রাজধানীসহ সারাদেশের সঙ্গে যুক্ত করা দেশের দীর্ঘতম এই সেতু।
পদ্মা সেতু উদ্বোধনকে ঘিরে এখন পদ্মার এপার-ওপারে বিরাজ করছে উৎসব আমেজ। সেতু কর্তৃপক্ষও জোর প্রস্তুতি শুরু করেছে। এখন চলছে বিদ্যুৎ সংযোগে কাজ। সংযোগ শেষে আগামী ১ জুন সম্পূর্ণ সেতু অর্থাৎ ৬ দশমিক ১৫ কিলোমিটারের এই সেতুটি আলোকিত হয়ে উঠবে।
পদ্মা সেতুতে বিদ্যুৎ সরবরাহ করছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি। আপাতত তারা মূল সেতুতে ৮০ কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। গত মঙ্গলবার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা প্রান্তে ৪২ নম্বর পিলারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। সেতুর মধ্যে বাকি বিদ্যুৎ সংযোগের কাজ করবে সেতু কর্তৃপক্ষ। এ মাসের মধ্যেই শেষ হবে সংযোগের কাজ।
সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আগামী ১ জুন (বুধবার) সন্ধ্যার পর সম্পূর্ণ সেতুতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। পরীক্ষামূলকভাবে একযোগে জ্বালিয়ে দেওয়া হবে পদ্মা সেতুর সব লাইট। এরমধ্য দিয়ে আলোক রশ্মিতে সংযোগ হবে পদ্মার এপার-ওপারের। স্বপ্নের সেতুর নান্দনিক সৌন্দর্য অবলোকন করতে পারবে পদ্মার দুই পাড়ের মানুষ।
জানা গেছে, ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতুটিতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট (সড়ক বাতি) বসানো হয়েছে। এর মধ্যে মূল সেতুতে ৩২৮, জাজিরা প্রান্তে ৪৬ ও মাওয়া প্রান্তে ৪১টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। সংযোগ সড়কে রয়েছে আরও ২০০টি। সব মিলে ল্যাম্পপোস্ট হচ্ছে ৬১৫টি।
এ ছাড়াও, সেতুর নিচের দিকে এবং রেল ও সড়ক সেতুর মধ্যবর্তী স্থানে রয়েছে স্পট লাইট। এগুলোর পরীক্ষাও হবে একই সঙ্গে। এক কথায় দেশের অন্যতম এই স্থাপনা ১ জুন রাতে দেখা দেবে ভিন্ন আঙ্গিকে। দেখা যাবে আলোকোজ্জ্বল রূপে।
নিরাপত্তায় সিসিটিভি
পদ্মা সেতুর নিরাপত্তার জন্য সেতু ঘিরে স্থাপন করা হয়েছে বিপুল সংখ্যক ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি)। সেতু সার্ভিলেন্সের আওতায় এগুলো স্থাপন করা হবে সেতুর বিভিন্ন স্থানে। এসব ক্যামেরা যেমন সেতুর উপরের অংশে থাকবে, তেমনি রেল অংশ ও সেতুর নিচে বিভিন্ন পিয়ারেও থাকবে। দেশের যোগাযোগ অবকাঠামোতে চেহারা পাল্টে দেওয়া অন্যতম এই স্থাপনাকে নিরাপদ রাখতে এসব সিসিটিভি’র গুরুত্ত্বপূর্ণ ভূমিকা থাকবে।
আগামী ২৫ জুন শনিবার উদ্বোধন হবে বাংলাদেশের ১৭ কোটি মানুষের স্বপ্নের সেতু পদ্মার। ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন করবেন।
এনএইচবি/এপি/