রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ | ৩০ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

রমনায় বোমা হামলা: ২১ বছরেও হয়নি মামলার চূড়ান্ত নিষ্পত্তি 

ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে রমনার বটমূলে বোমা হামলার একুশ বছর পেরিয়ে গেল। কিন্তু ওই ঘটনায় দায়ের করা দুটি মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি এখনো। এর মধ্যে হত্যা মামলায় বিচারিক আদালতের রায় হলেও বিস্ফোরক মামলায় তাও হয়নি।

হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ের ডেথ রেফারেন্স উচ্চ আদালতে আসে। গত জুনে মামলাটি হাইকোর্টের কার্যতালিকায়ও আসে। তবে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আর শুনানি হয়নি।

এদিকে বিস্ফোরকদ্রব্য আইনের মামলাটি ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন। এই মামলায় নিম্ন আদালতে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়ে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য আছে। অবশ্য সংশ্লিষ্ট আদালতের বিচারকের প্রতি অনাস্থা দিয়েছে আসামিপক্ষ। তাই মামলাটি নিম্ন আদালতে নিষ্পত্তি হতেই আরও সময় লাগবে।

২০১৬ সালের ৭ এপ্রিল বিচারপতি এম. ইনায়েতুর রহিমের (বর্তমানে আপিল বিভাগের বিচারক) নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চে শুনানি শুরু হয়। এ আদালতে মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের পর্যায়ে থাকলে আদালতের এখতিয়ার পরিবর্তন হওয়ায় মামলাটির শুনানি এগোয়নি। পরে গত ৫ বছরে মামলাটি হাইকোর্টের আরও কয়েকটি বেঞ্চের কার্যতালিকায় গেলেও আর শুনানি হয়নি।

এ বছরের ২১ মার্চ সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে বিস্ফোরক আইনে করা মামলাটির। মামলায় ৫৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আগামী ২০ এপ্রিল যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য রয়েছে এই মামলায়।

প্রসঙ্গত ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত শেষে ২০০৮ সালের ২৯ নভেম্বর মুফতি হান্নানসহ ১৪ জনকে আসামি করে দণ্ডবিধি ও বিস্ফোরকদ্রব্য আইনে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করা হয়।

ওই বছরের ১৬ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। এর মধ্যে হত্যা মামলায় বিচার শেষে ২০১৪ সালের ২৩ জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত রায় দেন।

রায়ে মুফতি হান্নানসহ আটজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই বছরের ২৬ জুন ফাঁসির রায় অনুমোদনের জন্য ঢাকার আদালত থেকে হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয়। এ ছাড়া কারাবন্দি আসামিরাও আপিল করে।

এরপর প্রধান বিচারপতির নির্দেশে অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক প্রস্তুত করা হয়। এরপর শুনানির জন্য কার্যতালিকায় আসে।

মামলার প্রধান আসামি মুফতি হান্নানের ফাঁসি সিলেটের একটি মামলায় (ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলা) কার্যকর হওয়ায় এই মামলায় তার আর বিচার হচ্ছে না। ফলে এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর ৭ আসামি হলেন-মাওলানা আকবর হোসেন, মাওলানা আরিফ হাসান সুমন, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মাওলানা মো. তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, আবদুল হাই ও শফিকুর রহমান।তাদের মধ্যে আকবর হোসেন ও আরিফ হাসান সুমন কনডেম সেলে বন্দি। অন্যরা পলাতক। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-শাহাদাত উল্লাহ জুয়েল, মাওলানা সাব্বির ওরফে আব্দুল হান্নান সাব্বির, মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মাওলানা আব্দুর রউফ, হাফেজ মাওলানা ইয়াহিয়া ও হাফেজ মাওলানা আবু তাহের। তারা সবাই কারাবন্দি।

এমএ/এমএমএ/

Header Ad
Header Ad

সারা দেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা

ছবি: সংগৃহীত

সারা দেশে সব মসজিদে একযোগে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। রোববার (১৩ এপ্রিল) প্রতিষ্ঠানটির মহাপরিচালক আ. ছালাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা ফাউন্ডেশনের সব পরিচালক ও উপপরিচালকের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, জুমার দিন ইসলামে সর্বোত্তম ও বরকতময় দিন। মহান আল্লাহর বাণী অনুসারে, “হে বিশ্বাসীরা! জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচাকেনা বর্জন কর। এটি তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝতে।” (সুরা জুমা, আয়াত ৯)।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, বর্তমানে দেশের বিভিন্ন মসজিদে ভিন্ন ভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করা হয়—কোনো মসজিদে দুপুর ১টায়, কোনো মসজিদে দেড়টায়, আবার কোথাও ১টা ৫০ মিনিটে। সময়ের এ বৈচিত্র্যের ফলে পথচারী ও ভ্রমণরত মুসল্লিদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

এই সমস্যার সমাধানে এবং মুসল্লিদের সুবিধার্থে দেশের সব মসজিদে একযোগে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের জন্য ফাউন্ডেশন কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে।

চিঠিতে আরও বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও উপপরিচালকদের নিজ নিজ বিভাগ ও জেলার আওতাধীন সব মসজিদে নির্ধারিত সময় অনুযায়ী জুমার নামাজ আদায়ের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Header Ad
Header Ad

আপনারা অবশ্যই অনির্বাচিত, প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে: সালাহ উদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মন্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, তারা নির্বাচিত নন, বরং নিঃসন্দেহে অনির্বাচিত। রোববার (১৩ এপ্রিল) বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদের ‘জাতীয় প্রতিনিধি সম্মেলন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সালাহ উদ্দিন বলেন, “গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টো পথে হাঁটছেন। নির্বাচনের কথা বলে দ্বিধা-দ্বন্দ্ব সৃষ্টি করছেন। এটা কি গণ–অভ্যুত্থানের প্রত্যাশা ছিল? আপনাদের অবশ্যই প্রতিদিন মনে করিয়ে দেওয়া হবে যে আপনারা অনির্বাচিত।”

তিনি অভিযোগ করেন, যখন প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন এবং বিএনপি রোডম্যাপ দাবি করছে, তখন কয়েকজন উপদেষ্টা পাঁচ বছরের জন্য দায়িত্ব চাওয়ার মতো বক্তব্য দিচ্ছেন, যা বিভ্রান্তিকর।

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে তিনি বলেন, “উনার বিরুদ্ধে অনেক মন্তব্য হয়েছে, উনি সেগুলো দেখেননি?” একইসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার বক্তব্যেরও সমালোচনা করে বলেন, “ফরিদা আপা বলেছেন, উনারা নির্বাচিত হয়েছেন। কীভাবে? গণ–অভ্যুত্থানের মাধ্যমে? তাহলে নির্বাচন কমিশন আছে কেন?”

সালাহ উদ্দিন আহমদ বলেন, “যদি রাস্তায় গণ–অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়, সেটা জনগণের কামনা হতে পারে। কিন্তু তা হলেও আপনারা একটি নির্বাচিত সরকারের বিকল্প হতে পারেন না।”

তিনি আরও বলেন, কবি–চিন্তক ফরহাদ মজহার সম্প্রতি বলেছেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না—এ মন্তব্যেও বিস্ময় প্রকাশ করেন সালাহ উদ্দিন।

তিনি প্রশ্ন তোলেন, “নির্বাচন, ভোটাধিকার ও সাংবিধানিক অধিকার ফিরে পেতে এই জাতি যে ত্যাগ স্বীকার করেছে, তার কী মূল্য রইল? আপনারা কি অগণতান্ত্রিক শক্তিকে সুযোগ দিচ্ছেন?”

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, “আপনি একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তি। কিন্তু নির্বাচন নিয়ে আপনার বক্তব্যে বারবার পরিবর্তন জাতি ও আন্তর্জাতিক মহলে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।”

সালাহ উদ্দিন বলেন, “আমাদের সঙ্গে বৈঠকে আপনারা নির্বাচন নিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচন কমিশনও বলেছে তারা জুনের মধ্যে প্রস্তুত হবে। তাই আমরা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আশা করি।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ। একই অনুষ্ঠানে ভাসানী অনুসারী পরিষদের নাম পরিবর্তন করে ‘ভাসানী জনশক্তি পার্টি’ ঘোষণা করা হয়। শেখ রফিকুল ইসলামকে চেয়ারম্যান এবং আবু ইউসুফ সেলিমকে মহাসচিব করা হয়।

Header Ad
Header Ad

সামিটে খরচ দেড় কোটি, বিনিয়োগ এসেছে ৩ হাজার কোটি টাকার: আশিক চৌধুরী

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত সামিটে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা এসেছে বলে জানিয়েছেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রোববার (১৩ এপ্রিল) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বিনিয়োগ সামিটে মোট ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি টাকা। এর মধ্যে সরকারের অংশ ১ কোটি ৪৫ লাখ টাকা। বিডা নিজস্ব তহবিল ও বেসরকারি অংশীদারদের সহায়তায় বাকি ব্যয় নির্বাহ করেছে।’

বিডা চেয়ারম্যান আরও জানান, ‘সামিট থেকেই সব বিনিয়োগ এসেছে—এমনটা বলা যাবে না। অনেক আলোচনা চলছিল আগেই। তবে সামিট বিনিয়োগকারীদের বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা দিয়েছে।’

আশিক চৌধুরী বলেন, ‘খরচের হিসাব দিয়ে এই সামিটের সফলতা বিচার করা সঠিক নয়। বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ তৈরি ও বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরাই ছিল মূল লক্ষ্য।’

তিনি আরও জানান, সামিটে বাংলাদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি ৫০টি দেশ থেকে আসা ৪১৫ জন বিদেশি ডেলিগেট অংশ নিয়েছেন। এতে বিদেশি অংশগ্রহণের হার ছিল ৫৮ শতাংশ, যা এবার ছিল তুলনামূলকভাবে বেশি।

বিডা চেয়ারম্যান জানান, সামিটের মাধ্যমে ৬টি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এসব সমঝোতা ভবিষ্যৎ বিনিয়োগ কার্যক্রমকে আরও বেগবান করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিডার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সারা দেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা
আপনারা অবশ্যই অনির্বাচিত, প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে: সালাহ উদ্দিন আহমদ
সামিটে খরচ দেড় কোটি, বিনিয়োগ এসেছে ৩ হাজার কোটি টাকার: আশিক চৌধুরী
বাংলাদেশে তিনটি বড় হাসপাতাল নির্মাণ করতে চায় চীন
গভর্নিং বডির সিদ্ধান্তে বাতিল ১০ অর্থনৈতিক অঞ্চল: বিডা চেয়ারম্যান
ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়া ব‍্যক্তি শনাক্ত, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে আছে সম্পৃক্ততা
আজ থেকে সৌদিতে ওমরাহ উদ্দেশ্যে প্রবেশে নিষেধাজ্ঞা, হজ পর্যন্ত কার্যকর
ভারতে স্যুটকেসে প্রেমিকাকে হোস্টেলে নিতে গিয়ে ধরা, ভিডিও ভাইরাল
বাংলাদেশি পাসপোর্টে ‘ ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত
গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
বাংলাদেশ ব্যাংক থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিলো: আইন উপদেষ্টা
ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র
চার বিসিএস নিয়ে সিদ্ধান্ত জানাল পিএসসি, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি ৮ আগস্ট
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
সরিয়ে দেওয়া হলো ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে
ঢাকা মেডিকেল ইন্টার্নদের নতুন সভাপতি ডা. মিশু, সম্পাদক ডা. নাদিম
হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ফলক উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
কারাগার থেকে মুক্তি পেলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান 
দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস