সোমবার, ৭ এপ্রিল ২০২৫ | ২৪ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

এবার রেকর্ড বোরো উৎপাদনের সম্ভাবনা

এবার বোরোর রেকর্ড পরিমাণ উৎপাদনের সম্ভাবনা দেখা দিয়েছে। কোনোরকম প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এবং যথাসময়ে ফসল ঘরে তুলতে পারলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বোরো ফসল কৃষকের ঘরে উঠবে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষকরা।

কৃষি বিভাগের প্রত্যাশা এবারের চালের উৎপাদন হতে পারে দুই কোটি ১৩ লাখ ৪১ হাজার টন। চাল আকারে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই কোটি নয় লাখ ৫১ হাজার টন। আর বোরো ফসল কৃষকের গোলায় আসতে শুরু করলে বাজারেও চালের দামের উপর প্রভাব পড়বে। কমে আসবে চালের দাম।

বোরোতে ফসলের উৎপাদন বাড়াতে সরকারের কৃষি মন্ত্রণালয়ে নানামুখী উদ্যোগ এবং তৎপরতার কারণে চলতি বোরো মৌসুমে ধানের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক শনিবার ঢাকাপ্রকাশ-কে বলেন, আমরা আশাবাদি কোনোরকম প্রতিকূলতা বা প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার বোরোতে যে আবাদ হয়েছে তাতে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

তিনি বলেন, ‘আমরা নানাভাবে কৃষককে প্রণোদনা দিয়েছি। ধানের দাম বেড়েছে। চাষীরাও আগ্রহী হয়েছেন। মাঠ পর্যায়ে আমাদের কৃষি বিভাগের তৎপরতাও ছিল। সব মিলিয়ে আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে।’

কৃষিমন্ত্রী বলেন, ‘একটা বিষয় তো খুবই পরিষ্কার। প্রতিবছর আমাদের দেশে ২০ থেকে ২৫ লাখ নতুন মুখ আসছে। পৃথিবীর অন্য কোনো দেশে এত নতুন মুখ আসে না। এই যে প্রতিবছর নতুন মুখ আসছে তাদের মুখে তো খাবার দিতে হবে। কিন্তু আমাদের কৃষি জমি কমে যাচ্ছে। এই অবস্থায় আমরা খাদ্য শস্যের উৎপাদন বাড়াতে নানামুখী পদক্ষেপ নিয়েছি। নতুন নতুন জাত উদ্ভাবন করা হচ্ছে।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি ২০২১-২২ মওসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪৮ লাখ ৭৩ হাজার হেক্টর জমিতে। আর আবাদ হয়েছে ৪৯ লাখ ৬৩ হাজার হেক্টর জমিতে। আবাদ বেড়েছে প্রায় দুই শতাংশ জমিতে।

আবাদকৃত বোরো ফসলের মধ্যে হাইব্রিড জাতের ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১২ লাখ ৩৭ হাজার হেক্টর এবং উচ্চ ফলনশীল ধানের আবাদের লক্ষ্য ছিল ৩৬ লাখ ১৬ হাজার হেক্টর। বাকিটা স্থানীয় জাত। এর মধ্যে হাইব্রিড চাল ৬০ লাখ ৮৮ হাজার হেক্টর এবং উচ্চ ফলনশীল জাতের চাল এক কোটি ৪৮ লাখ ২৬ হাজার টন। হেক্টর প্রতি গড় ফলন ধরা হয়েছে ৪ দশমিক ৩০ টন।

কৃষি বিভাগ বলছে, চলতি মওসুমে হাইব্রিড ধানের আবাদ বেড়েছে প্রায় ১০ শতাংশ। এ মৗেসুমে আবাদ হয়েছে ১৩ লাখ ৩১ হাজার হেক্টর জমিতে। আর লক্ষ্যমাত্রা ছিল ১২ লাখ ৩৭ হাজার হেক্টর জমি।

অপরদিকে আবাদ কমেছে উচ্চ ফলনশীল জাতের ধানের। ৩৬ লাখ ১৬ হাজার হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ৩৬ লাখ ১১ হাজার হেক্টরে। অর্থাৎ আবাদ প্রায় এক শতাংশ কমেছে।

একইভাবে স্থানীয় জাতের ধানের আবাদও প্রায় ১০ শতাংশ কমেছে। তবে স্থানীয় জাতের ধানের আবাদ কমলেও এসব জমিতে চাষ হয়েছে হাইব্রিড জাতের ধান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বোরো আবাদে সরকার ব্যাপক প্রণোদনা দিয়েছে। একইসঙ্গে কৃষককে ধানের উচ্চ মূল্য দিয়েছে। এ দুটি কারণে কৃষকরাও অন্য বছরের তুলনায় চলতি বোরো মৌসুমে আবাদ করেছেন বেশি।

সরকার চলতি রবি মৌসুমে (২০২১-২০২২) বোরো ধানের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার সহায়তা দেয়। এরমধ্যে ৬ লাখ কৃষককে ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সরবরাহ করে সরকার।

চলতি বোরো মেীসুমে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সহায়তা প্রণোদনার অংশ হিসেবে দেশের ৬৪ জেলায় ১৫ লাখ তিন হাজার মেট্রিক টন বীজ বিতরণ করা হয়েছে। যার আর্থিক মূল্য ৬৯ কোটি ৩০ লাখ টাকা। এই সহায়তার কারণে অন্য বছরের তুলনায় চলতি মৌসুমে হাইব্রিড ধানের আবাদ বেড়েছে।

কৃষি বিভাগের প্রত্যাশ, এবারের বোরোর যে বাম্পার আবাদ হয়েছে তাতে ফলনও হবে বাম্পার। প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঝড়, অতিবৃষ্টি, আগাম বন্যা না হলে কৃষকের ঘরে ঘরে উৎসব হবে। এখন শুধু অপেক্ষা ফসল ঘরে উঠার। এপ্রিলের শেষ নাগাদ কৃষকের গোলায় ফসল উঠবে।

 

এনএইচবি/এমএমএ/

Header Ad
Header Ad

সতর্কতার মাত্রা বাড়াল ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রকাশ্য হুমকি

ছবি: সংগৃহীত

ইরান তার নিরাপত্তা সতর্কতার স্তর সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে প্রকাশ্যে হুমকি দিয়েছে। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিশ্চিত করেছেন, দেশটির সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

এক বিবৃতিতে, পরিস্থিতির গুরুত্বের ওপর জোর দিয়ে ‘বহিরাগত হুমকির’ সম্ভাব্য পরিণতি সম্পর্কেও সতর্ক করেছেন খামেনি।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি হুমকির পাশাপাশি ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনের মতো নিজের প্রতিবেশী দেশগুলোর প্রতিও সরাসরি সতর্কবার্তা জারি করেছে ইরান।

তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, আকাশসীমা বা আঞ্চলিক ক্ষেত্র ব্যবহারসহ ইরানের মাটিতে আক্রমণ শুরু করতে যুক্তরাষ্ট্রকে যেকোনো সহায়তা দেয়া হলে তা একটি ‘শত্রুতাপূর্ণ কাজ’ হিসেবে বিবেচিত হবে এবং সেই দেশগুলোকে ‘আক্রমণের তালিকায়’ রাখবে ইরান।

অঞ্চলটিতে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এমন বার্তা দিলো তেহরান, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য যেকোনো সংঘাতে প্রতিবেশী রাষ্ট্রগুলির ভূ-রাজনৈতিক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

Header Ad
Header Ad

সাবেক নৌপ্রতিমন্ত্রী খালিদের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহভাজন লেনদেনের অভিযোগে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও সাড়ে ১৩ কোটি টাকার বেশি সন্দেহভাজন লেনদেনের অভিযোগ পেয়েছে দুদক।

সোমবার (৭ এপ্রিল) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১–এ সংস্থাটির সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য খালিদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৭৩ লাখ ৮২ হাজার ৬৮৭ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া নিজের নামে ১১টি ব্যাংক হিসাব ও পাঁচটি কার্ড হিসাবে ১৩ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৫১০ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন বলেও অভিযোগ করা হয়।

Header Ad
Header Ad

ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে সেনাবাহিনী

রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান। ছবি: ঢাকাপ্রকাশ

বাংলাদেশ সেনাবাহিনী ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে। রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় প্রথম চালানে ৪০টির মধ্যে ১০ টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে প্রবেশ করেছে।

আগামী কয়েক দিনের মধ্যে বাকি ৩০ টি মিল্ক ভ্যান ঢুকবে বলে জানা গেছে। রেফ্রিজারেটেড ভিল্ক ভ্যানের আমদানিকারক ডাইরেক্টোরেট জেনারেল পারসেজ বিডি। রফতানি কারক ভারতের অশোক লিলেন্ড লিমিটেড।

১০টি মিল্ক ভ্যানের আমদানি মূল্য দেখানো হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৩ ইউ,এস ডলার। পণ্য চালানটি বন্দর থেকে ছাড়করণের কাজ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট এম আর লজিস্টিক।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) রাসেদুল সজীব নাজির জানান, আমদানিকৃত ১০টি মিল্কভ্যান বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজ পত্র দাখিল করলে দ্রুত খালাসে সহযোগিতা করা হবে।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ সেনাবাহিনী বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১১টি মাইন প্রটেকটেড ভেহিকেল আমদানি করেছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সতর্কতার মাত্রা বাড়াল ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রকাশ্য হুমকি
সাবেক নৌপ্রতিমন্ত্রী খালিদের বিরুদ্ধে দুদকের মামলা
ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে সেনাবাহিনী
ফিলিস্তিনের পক্ষে মিছিল: ৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র
গাজায় গণহত্যার প্রতিবাদ: পাঁচ জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর
ঈদের ছুটি শেষে দর্শনা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
নওগাঁয় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
লাঠিপেটা না করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ, রাষ্ট্রপতি পদক পাচ্ছেন সেই পুলিশ কনস্টেবল
ইন্ডিয়ান আইডলের শিরোপা জিতলেন কলকাতার মানসী ঘোষ
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী
নতুন শুল্ক প্রস্তাব স্থগিত করতে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি
ঢাকায় মার্কিন নাগরিকদের জন্য চলাচলে সতর্কতা জারি
ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার নিন্দা জানালো কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা–১ জয় করলেন বাবর আলী
বৈশাখে যারা ইলিশ কিনে খাবেন তারা আইনের লঙ্ঘন করবেন: উপদেষ্টা ফরিদা
ঢাকা-রংপুর ৪ লেন প্রকল্পে পলাশবাড়ীতে এক জমি দুইবার বিক্রি, গাইবান্ধা ডিসি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে ১৫ কোটি টাকার অধিক লুটপাটের চেষ্টা
ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে বিদ্যুৎ বিভাগের 'মুসলিম কর্মী' বরখাস্ত
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বেনাপোল ও শার্শায় বিক্ষোভ মিছিল
গাজার কর্মসূচি নিয়ে হুমকি, চাকরি হারালেন ড্যাফোডিলের সেই শিক্ষিকা
নওগাঁয় নিজ বাড়ি থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার