প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা–১ জয় করলেন বাবর আলী

পর্বতারোহী বাবর আলী। ছবি: সংগৃহীত
বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয় পর্বতমালায় অবস্থিত অন্নপূর্ণা-১ (৮,০৯১ মিটার) শৃঙ্গে পৌঁছেছেন। ৭ এপ্রিল সোমবার সকালে তিনি এই ইতিহাস তৈরি করেন। অন্নপূর্ণা-১ পর্বত জয় করার পর বাবর আলী সেখানে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। তার সঙ্গে ছিলেন গাইড ফূর্বা অংগেল শেরপা।
এই কৃতিত্বের বিষয়ে অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান এবং নেপালের মাকালু অ্যাডভেঞ্চারের পরিচালক মোহন লামসাল গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন।
বাবর আলী পেশায় একজন চিকিৎসক এবং চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ ক্লাব 'ভার্টিক্যাল ড্রিমার্স' এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক। গত বছর, তিনি প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ পর্বত লোৎসে জয় করেছিলেন।
অন্নপূর্ণা-১ পৃথিবীর দশম সর্বোচ্চ পর্বত হলেও এটি অত্যন্ত বিপজ্জনক হিসেবে পরিচিত। পর্বতারোহীদের মৃত্যুর হার এখানে অনেক বেশি, যা এই পর্বতটিকে বিশ্বের অন্যতম ভয়াবহ শৃঙ্গ হিসেবে দাঁড় করিয়েছে। তবে, বাবর আলী এ ব্যাপারে বেশ প্রস্তুতি নিয়ে ২৪ মার্চ বাংলাদেশ থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কাঠমান্ডু থেকে পোখারা হয়ে ২৮ মার্চ তিনি পৌঁছান অন্নপূর্ণা বেজক্যাম্পে। সেখানে এক দিন বিশ্রাম নেয়ার পর, উচ্চতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে ক্যাম্প–১ (৫২০০ মিটার) এবং ক্যাম্প–২ (৫৭০০ মিটার) এ কিছু দিন কাটানোর পর তিনি চূড়ার দিকে রওনা দেন।
বাবর আলী পরিকল্পনা অনুযায়ী ৩ এপ্রিল আবার চূড়ার পথে উঠতে শুরু করেন। এই সময় একটি তুষারঝড় শুরু হলেও, বাবর আলী প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ৬ এপ্রিল রাতে ক্যাম্প–৩ (৬৫০০ মিটার) থেকেই চূড়ায় আরোহণের চূড়ান্ত পদক্ষেপ (সামিট পুশ) নেন।
