শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ | ৬ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে সমালোচনার মুখে আর এস ফাহিম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের সঙ্গে কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী। ছবি: সংগৃহীত

আর এস ফাহিম চৌধুরী দেশে স্টান্ট রাইডার হিসেবে বেশ জনপ্রিয়। তার প্রকৃত নাম কামরুল হাসান চৌধুরী। স্টান্টবাজির পাশাপাশি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও বেশ পরিচিত তিনি। তরুণদের প্রতি রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা। তবে এবার সেই জনপ্রিয়তার মাঝেই নতুন করে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে।

মূলত সমালোচনার জন্ম হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার নিজস্ব ভূমিকা নিয়ে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পেইজ এবং ইউটিউবে তার নামে বিভিন্ন অভিযোগ তুলছেন। তাদের দাবি আর এস ফাহিম একজনের কাছ থেকে টাকা নিয়ে আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন।

কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী। ছবি: সংগৃহীত

শুধু তাই না, সম্প্রতি একটি অডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে। যেখানে শোনা যায় আর এস ফাহিম ফোনের অপর পাশে থাকা ব্যক্তির সঙ্গে ফোনালাপে তার বড় ভাই ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব শিক্ষার্থীদেরকে কীভাবে বাড়ির ছাদ থেকে গুলি করছে তার বর্ণনা দেন। এ ঘটনাটি নিয়ে ফাহিমকে এসময় হাসাহাসিও করতে শোনা যায়।

তারেকুজ্জামান রাজীবের সঙ্গে কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী। ছবি: সংগৃহীত

অভিযোগ উঠেছে এই রাজীবের ছত্রছায়ায় আর এস ফাহিম বিভিন্ন অবৈধ সুযোগ সুবিধা নিয়েছেন। এমনকি তার নিজের গাড়িতে সিটি কর্পোরেশনের লোগো লাগিয়ে বিভিন্ন স্থানে প্রভাব খাটাতেন।

এদিকে ফোনালাপটি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের তোপের মুখে পড়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। আন্দোলনে নিজের এমন অবস্থানের কারণে প্রকাশ্যে সকলের কাছে ক্ষমা চাওয়ার জন্যেও বলছেন অনেকে। সেই সঙ্গে শিক্ষার্থীদের বিপক্ষে কাজ করার জন্য যে অর্থ তিনি পেয়েছেন তা আন্দোলনে নিহত কোনো পরিবারকে দিয়ে দেওয়ার কথা বলছেন কেউ কেউ।

এমন পরিস্থিতিতে আজ বুধবার (২১ আগস্ট) আর এস ফাহিম তার ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তিনি বলেন, আমাকে নিয়ে ইতোমধ্যে একটি কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। যেখানে বলা হচ্ছে আন্দোলনের সময় আমি শিক্ষার্থীদের পাশে ছিলাম না। যে কল রেকর্ডটি ভাইরাল হয়েছে সেখানে শুধুমাত্র আমার কথাগুলোই শোনা যাচ্ছে। কিন্তু কলে তো দুজন মানুষের কথোপকথন হয়।

তিনি বলেন, কলের অপর পাশে ছিল তৌহিদ উদ্দিন আফ্রিদি। যেহেতু তার কথাগুলো বাদ দিয়ে শুধুমাত্র আমার কথাগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে সেহেতু বলাই যায় আমাকে ফাঁসানো হচ্ছে। ভিডিও বার্তায় এমন কর্মকাণ্ডকে জনগণের সঙ্গে প্রতারণা করার সঙ্গে তুলনা করেন এই কন্টেন্ট ক্রিয়েটর। তার দাবি ভাইরাল হওয়া কল রেকর্ডটিতে তাকে কল্লা (মাথা) কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে। আর সেখান থেকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই অংশটুকু কেটে নেওয়া হয়েছে।

তৌহিদ আফ্রিদি এবং আর এস ফাহিম। ছবি: সংগৃহীত

আর এস ফাহিমের মতে, তাকে নিয়ে যারা সমালোচনা করছেন, বিভিন্ন অভিযোগ তুলছেন তারা নিজেও আওয়ামী লীগের সমর্থক। তার ভাষ্য, কথা দুজনের মধ্যে হলেও এখন সবাই আমাকে দোষ দিচ্ছে সকলে আমার বিরুদ্ধে অভিযোগ তুলছেন। তবে কেউ তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে কথা বললেই তার কাছে কল আসছে ডেপুটি কমিশনারের কাছ থেকে। এসময় তিনি একটি কল রেকর্ড শোনান যেখানে একজন ব্যক্তিতে ফোনে তৌহিদ আফ্রিদিকে নিয়ে ভিডিও বানাতে নিষেধ করেন। ফাহিম সেই ব্যক্তিকে ডেপুটি কমিশনার নাজমুল বলে পরিচয় প্রকাশ করেছেন।

Header Ad
Header Ad

বাড়ি ফেরার পথে সড়কে ঝরে গেল বাবা-ছেলের প্রাণ

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকালে উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা বাজার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আশ্রা গ্রামের কাঠ ব্যবসায়ী বাবা মজিবুর রহমান (৫৮) এবং তার বড় ছেলে জাহিদ (২৭)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী রুবেল মিয়া বলেন, বাবা ও ছেলে দুইজনে মিলে আশ্রা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে আশ্রা বাজারের পশ্চিম পাশে পৌঁছলে একটি অটোরিকশাকে সাইড দিতে গেলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে তারা মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Header Ad
Header Ad

ছাত্রলীগ নেতা মুক্তাদির শিক্ষার্থীদের হাতে আটক, থানায় সোপর্দ

ছাত্রলীগ নেতা মুক্তাদির শিক্ষার্থীদের হাতে আটক। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক মুক্তাদির মুক্তকে শিক্ষার্থীরা ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে।

বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থেকে তাকে আটক করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, মুক্তাদির মুক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিয়মিতভাবে গুজব ছড়িয়ে দেশের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করে আসছিলেন।

বিস্তারিত আসছে...

Header Ad
Header Ad

এ দেশে মেজরিটি–মাইনরিটি বলে কিছু নেই: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, এ দেশে মেজরিটি–মাইনরিটি বলে কিছু নেই। সবাই এদেশের গর্বিত নাগরিক। সম্মেলনে নেতা-কর্মীদের আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আপনারা শান্তিতে থাকুন, আমাদেরকেও শান্তিতে থাকতে দিন। আপনাদের পাকের ঘরে কি হয় আমরা জানতে চাই না, আমাদের পাকঘরে উঁকি মারবেন না।’‘আপনারা শান্তিতে থাকুন, আমাদেরকেও শান্তিতে থাকতে দিন। আপনাদের পাকের ঘরে কি হয় আমরা জানতে চাই না, আমাদের পাকঘরে উঁকি মারবেন না।

তিনি বলেন, আমাদের আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, আপনাদের চেহারাটা আয়নায় দেখেন। আপনারা যাদের মাইনরিটি বলেন, তাদের সাথে কি আচরণ করেন? আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির ছবক দিতে আসবেন না। যুগ যুগ ধরে এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এ দেশের মানুষ তা প্রমাণ করেছেন।

জামায়াতে ইসলামীর আমীর আরও বলেন, আমরা সাম্যের বাংলাদেশ গড়ে তুলবো। সেই সঙ্গে বৈষম্যকে নির্বাসনে পাঠিয়ে দেব। আমরা চাই না বারবার জাতি প্রতারিত হোক। আমরা চাই ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ।

সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে মিছিল এসে সম্মেলনেস্থল লোকে লোকারণ্য হয়। আয়োজকদের দাবি, ৩০ হাজার মানুষ এ সম্মেলনে যোগ দিয়েছেন।

উল্লেখ্য, স্বাধীনতার ৫৩ বছরে মৌলভীবাজারে উন্মুক্ত স্থানে হাজারো কর্মী-সমর্থকের অংশগ্রহণে এ রকম কোনো সম্মেলন হয়নি। প্রথমবারের মতো খোলা মাঠে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাড়ি ফেরার পথে সড়কে ঝরে গেল বাবা-ছেলের প্রাণ
ছাত্রলীগ নেতা মুক্তাদির শিক্ষার্থীদের হাতে আটক, থানায় সোপর্দ
এ দেশে মেজরিটি–মাইনরিটি বলে কিছু নেই: জামায়াতের আমির
আজ বছরের দীর্ঘতম রাত, সবচেয়ে ছোট দিন আগামীকাল
রাজনীতিবিদকে বিয়ে করতে চান ফারজানা সিঁথি
গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রাথমিক তালিকা প্রকাশ
পাকিস্তানে জঙ্গি হামলায় ১৬ সেনা নিহত
বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল বিমানবন্দরে গ্রেপ্তার
হামজাকে নিয়ে যা বললেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল
বহু ভাষা, বহু সংস্কৃতি, বহু ধর্মের বিকাশে কাজ করতে চায় কমিশন: ফারুকী
অবৈধ অনুপ্রেবেশের অভিযোগে ত্রিপুরায় শিশুসহ ৬ বাংলাদেশি গ্রেফতার
টাঙ্গাইলে বাস-সিএনজির সংঘর্ষ: নিহত ২
চাঁদাবাজদের তালিকা তৈরি, দুদিনের মধ্যে অভিযান: ডিএমপি কমিশনার
আসাদের নিরাপত্তা বাহিনী সিরিয়ার নতুন সরকারের কাছে অস্ত্র জমা দিচ্ছে
দেশের সার্বভৌমত্ব আর গণতন্ত্র বিএনপির কাছে নিরাপদ: টুকু
গত ১৫ বছরে নানকের সম্পত্তি ফুলে ফেঁপে ওঠেছে ৩০ গুণ
দেশের বৃহত্তম রেলসেতুতে বঙ্গবন্ধুর নাম বাতিল হচ্ছে
গুচ্ছ ভর্তি নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকাসহ তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর