সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ | ১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে ফুফাতো ভাই খুন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি নিয়ে বিরোধে মামাতো ভাইয়ের হাতে খুন হলেন ফুফাতো ভাই। বৃহস্পতিবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর উস্তিংগের গাও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালিক (৪০) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর উস্তিংগের গাও গ্রামের ময়না মিয়ার পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বসতভিটার ২ শতাংশ জমি নিয়ে ময়না মিয়া ও তার ছোট শ্যালক আব্দুর নুরের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার (৮ মার্চ) রাতে নিহত আব্দুল খালিকের বসতঘরে এ নিয়ে পারিবারিকভাবে আলোচনা হয়। আলোচনা চলাকালে হঠাৎ উভয় পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে আব্দুর নুরের ছেলে সুমন মিয়া ক্ষিপ্ত হয়ে ধারাল অস্ত্র দিয়ে ময়না মিয়ার ছেলে আব্দুল খালিককে কুপিয়ে জখম করে। এ সময় জুয়েল আহমদ, লায়েক আহমদ, রানা আহমদ আলী হোসেনসহ আরো ৫/৬ জন মিলে নিহত খালিকের ভাই আব্দুল হক এবং শ্বশুর আহমদ মিয়াকে এলোপাতাড়ি মারধর করে জখম করে। আব্দুল খালিকের জখম গুরুতর হওয়ায় বাড়ির লোকজন তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

এরপর চিকিৎসাধীন অবস্থায় আব্দুল খালিক (৪০) শুক্রবার (১০ মার্চ) ভোররাতে মারা যান। তার মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সুমন মিয়া (২৬) লায়েক আহমদ (২২) রানা আহমদ(২০) আলী হোসেনসহ (২৬) মোট ৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি-দা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, দুই শতক জায়গা নিয়ে মামাতো ভাই ও ফুফাতো ভাইদের মধ্যে পারিবারিক সালিশ হয়। এ সময় ফুফাতো ভাই সুমন মিয়া বটি-দা দিয়ে কুপিয়ে আব্দুল খালিককে আহত করে। এ ছাড়াও সুমন মিয়ার অন্যান্য ভাইরা আব্দুল খালিকের ভাই ও শ্বশুরকে পিটিয়ে আহত করে।

তিনি আরও বলেন, আহত ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ৫ জনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নিহতের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

এসআইএইচ 

Header Ad
Header Ad

আজ ড্রোন আর লেজার শোতে ঝলমলে হবে ঢাকার আকাশ

ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে রাজধানীর আকাশে আজ দেখা যাবে নজরকাড়া ড্রোন ও লেজার শো। চীনা দূতাবাসের সৌজন্যে এবং ‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। বিকেল ৩টায় শুরু হওয়া এই ড্রোন শো ও কনসার্ট সবার জন্য উন্মুক্ত থাকবে।

 

শনিবার সন্ধ্যায় সংসদ ভবনের সামনে মহড়ায় প্রথমবারের মতো আকাশে ভেসে ওঠে ড্রোনচিত্র ও রঙিন লেজার রশ্মি। এই শোতে ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালকে তুলে ধরা হয় বিভিন্ন প্রতিকৃতির মাধ্যমে। উঠে আসে ‘২৪-এর বীর’, পায়রার খাঁচা ভাঙা থিম, ফিলিস্তিনের জন্য প্রার্থনা এবং বাংলাদেশ-চীন বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা।

শোয়ের মহড়ায় উপস্থিত জনতা মুগ্ধ হয়ে দেখেছেন বুক চিতিয়ে দাঁড়ানো আন্দোলনকারী আবু সাঈদ, পানির বোতল হাতে প্রতীকী মুগ্ধতা, আর ফিলিস্তিনের প্রতি সংহতি জানানো বার্তা। এ ছাড়া, জুলাই আন্দোলনের প্রসঙ্গ ও গণ-অভ্যুত্থান থেকে শুরু করে শেখ হাসিনার পতনের দাবিতে সাম্প্রতিক ছাত্র-জনতার প্রতিবাদও শোতে স্থান পেয়েছে প্রতীকীভাবে।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, এই ড্রোন শো কেবল বিনোদনের নয়, বরং এটি বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে গণআন্দোলন, মানবিক বিপর্যয় এবং আশা-ভবিষ্যতের ইঙ্গিত।

এদিকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ড্রোন শোর মহড়ার ছবি শেয়ার করে আয়োজনে সহায়তার জন্য চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

Header Ad
Header Ad

রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি, গাজায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা

ছবি: সংগৃহীত

রাজধানীর রমনা বটমূলে শেষ হয়েছে ছায়ানটের আয়োজিত বাংলা নববর্ষ ১৪৩২-এর বর্ষবরণ অনুষ্ঠান। এ বছর বিশেষভাবে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চালানো হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন অনুষ্ঠানে উপস্থিত শিল্পী ও দর্শনার্থীরা।

সোমবার (১ বৈশাখ) সকাল সাড়ে ৮টার দিকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে দাঁড়িয়ে একযোগে এই নীরবতা পালন করা হয়। এরপর ছায়ানটের শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সমাপ্তি ঘটে ছায়ানটের ৫৮তম বর্ষবরণ উৎসবের।

নীরবতা পালনের আগে ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী বলেন, “ফিলিস্তিনে, বিশেষ করে গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার গণহত্যা এবং শিশু হত্যার তীব্র নিন্দা জানাই। যারা আপন ভূমি রক্ষায় সংগ্রাম করছেন, তাদের প্রতি আমাদের সংহতি রয়েছে। নিহতদের স্মরণে সবাইকে এক মিনিট নীরবতা পালনের অনুরোধ করছি।”

সূর্যোদয়ের পরপরই বর্ষবরণের এই অনুষ্ঠানের সূচনা হয়। এ বছরের আয়োজনের মূলভাব ছিল “আমার মুক্তি আলোয় আলোয়”। অনুষ্ঠানজুড়ে ছিল নতুন আলো, প্রকৃতি, ভালোবাসা ও আত্মজাগরণের সুরবোধ।

অনুষ্ঠানটি ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়, পাশাপাশি বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও সম্প্রচারিত হয়।

উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে ছায়ানট রমনা বটমূলে বর্ষবরণের এই ঐতিহ্যবাহী আয়োজন করে আসছে। এবারের উৎসব ঘিরে গত তিন মাস ধরে ধানমন্ডির সংস্কৃতি-ভবনে চলেছে নিবিড় মহড়া। আর মঞ্চ নির্মাণের কাজ শুরু হয় ৮ এপ্রিল থেকে।

Header Ad
Header Ad

মিয়ানমারে আটক ২০ বাংলাদেশি দেশে ফিরছেন

ছবি: সংগৃহীত

মিয়ানমারের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া ২০ বাংলাদেশি কিশোরকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। রোববার (১৩ এপ্রিল) দেশটিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস জানায়, এসব অপ্রাপ্তবয়স্ক কিশোরদের মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করছিল অসাধু দালালচক্র। তবে পথিমধ্যে তারা মিয়ানমারের সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন।

বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং মিয়ানমার কর্তৃপক্ষের সহযোগিতায় তাদের নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়। কয়েক মাস ধরে তারা দেশটিতে আটক অবস্থায় ছিলেন।

মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন তরুণদের হস্তান্তরের সময় বন্দরে উপস্থিত ছিলেন। তিনি বলেন, যারা অবৈধভাবে মিয়ানমারে প্রবেশ করেছেন, তাদের শনাক্ত করে দেশে ফেরত পাঠাতে দূতাবাস নিরলসভাবে কাজ করছে।

তিনি আরও জানান, সম্প্রতি মিয়ানমারের তথাকথিত 'স্ক্যাম সেন্টার' থেকে বাংলাদেশি নাগরিকদের উদ্ধার করে ফেরত পাঠানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

এদিকে, একই জাহাজে দেশে ফিরছেন মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় পাঠানো বাংলাদেশের ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসা সহায়তা টিমও। তারা ১০ দিন ধরে দেশটিতে মানবিক কার্যক্রম পরিচালনা করেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আজ ড্রোন আর লেজার শোতে ঝলমলে হবে ঢাকার আকাশ
রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি, গাজায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা
মিয়ানমারে আটক ২০ বাংলাদেশি দেশে ফিরছেন
পহেলা বৈশাখে রাজধানীতে যান চলাচলে ডিএমপির নির্দেশনা
সন্ধ্যায় দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
বর্ষবরণ শোভাযাত্রায় ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’, প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’
পুরুষদের জন্য আসছে হরমোনবিহীন জন্মনিয়ন্ত্রণ পিল
স্বর্ণের দাম ভরিতে কমলো ১ হাজার ৩৮ টাকা
ভারতে ওয়াকফ আইন পাস হওয়ার পর প্রথম পদক্ষেপ: মধ্যপ্রদেশে বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো মাদ্রাসা
পিএসএলে ৩ উইকেটের সঙ্গে ৩ রেকর্ডে নাম লেখালেন রিশাদ
আজ পহেলা বৈশাখ, নতুন চেতনায় বর্ষবরণের আয়োজন
পদ্মা ব্যাংকে ঋণ জালিয়াতি: নাফিজ সরাফাতসহ চারজনের বিরুদ্ধে মামলা
হাতে হাত রেখে প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে এলেন আমির খান
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ চেম্বার আদালতের
প্রতি ছক্কা ও উইকেটে ফিলিস্তিনে এক লাখ রুপি দেবে পিএসএল-এর দল মুলতান সুলতানস
পয়লা বৈশাখে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা
সারা দেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা
আপনারা অবশ্যই অনির্বাচিত, প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে: সালাহ উদ্দিন আহমদ
সামিটে খরচ দেড় কোটি, বিনিয়োগ এসেছে ৩ হাজার কোটি টাকার: আশিক চৌধুরী
বাংলাদেশে তিনটি বড় হাসপাতাল নির্মাণ করতে চায় চীন