এ বছরেই ব্রিজের ভিত্তি স্থাপন হবে: রেলমন্ত্রী

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আওয়ামী লীগ সরকার কখনো মিথ্যা আশ্বাস দেয় না। যখন যেটা বলে তখন সেটা করে। আউলিয়া ঘাটের ব্রিজের প্রস্তাব একনেকে পাস হয়েছে। আগামী ডিসেম্বর বা জানুয়ারিতেই ব্রিজটির নির্মাণ কাজ শুরু হবে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ মাঠে নৌকাডুবির ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিরোধীরা মানুষের বিপদ নিয়ে রাজনীতি করছে। তারা মানুষের দুঃখ-কষ্ট বুঝে না। তাই অনুরোধ, মানুষের বিপদ নিয়ে রাজনীতি না করে তাদের পাশে এসে দাঁড়ান। যেভাবে আমাদের সরকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সাহায্য করছে।
তিনি আরও বলেন, দেশের বাইরে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন নৌ-ডুবি মানুষের পাশে ত্রাণসামগ্রী নিয়ে দাঁড়াতে। তাই আমি আর ত্রাণ প্রতিমন্ত্রী মহোদয় আপনাদের মাঝে ত্রাণ নিয়ে হাজির হয়েছি। যারা স্বজন হারিয়েছেন তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই। তবে সাবধান থাকতে হবে।
পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুল রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুর রহমান, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুর পুলিশের ডিআইজি আবদুর আলীম মাহামুদ, পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে মহালয়া উপলক্ষে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে নৌকা দিয়ে করতোয়া নদী পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায়কে প্রধান করে একটি ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এসজি
