জুয়া খেলাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে লাথি, পরে মৃত্যু
বগুড়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে মারধরে শ্রী গোপাল চন্দ্র দাস (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১ অক্টোবর) দিবাগত রাত ২টায় উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-কাজল চন্দ্র সরকার (৩২), পাপ্পু সরকার (৩৫), হেলাল মিয়া (৪০) এবং বিমল চন্দ্র সরকার (৩৭)। তবে পলাতক রয়েছে এ ঘটনার মূলহোতা বিপ্লব।
জানা গেছে,নিহত গোপাল শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের চিত্তরঞ্জন দাসের ছেলে। পেশায় তিনি একজন মাছ ব্যবসায়ী ছিলেন। শনিবার দিবাগত রাত ১টায় বিপ্লব, গোপালসহ চার-পাঁচজন মিলে তাসের মাধ্যমে জুয়া খেলছিল। খেলার এক পর্যায়ে গোপালের সঙ্গে বিল্পবের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় রেগে বিপ্লব গোপালের বুকে লাথি মারে। তবে সাময়িক মীমাংসার পর খেলা শেষে যে যার বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর বুকে ব্যথা অনুভব করলে গোপাল পরিবারের সদস্যদের বলেন জুয়া খেলার সময় বিপ্লব তার বুকে লাথি মেরেছে। পরে পরিবারের লোকজন গোপালকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, নিহত গোপালের লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে রয়েছে। বিষয়টি জানার পর ভোরে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার মূল হোতাকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
এসআইএইচ