ঢাক-ঢোলের বাজনা দিয়ে চলছে দুর্গার বন্দনা
বগুড়া শহরের ডালপট্টি শারদীয়দুর্গা মন্দিরে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভের মধ্য দিয়ে শুরু হয় ষষ্ঠীর দিনের পূজা। ডালপট্টি ছাড়াও শহরের বিভিন্ন মন্দির ও জেলার সকল উপজেলার সব মন্দিরের প্রায় কাছাকাছি সময়ে শুরু হয়েছে ষষ্ঠী পূজার আয়োজন। উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাক-ঢোলের বাজনার মধ্য দিয়ে শুরু হলো ষষ্ঠীপূজা। শুরু হলো সনাতর্ন ধর্মলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আষ্ঠানুনিকতা।
শনিবার সকাল ৮টায় ঢাকঢোলের বাজনা, কাঁসা, শঙ্খের আওয়াজ এবং ভক্তদের উলুধ্বনিতে দেবী দুর্গাকে পৃথিবীতে স্বাগত জানানো হয়। সন্ধ্যায় হবে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। বোধন অর্থ জাগ্রত করা। মর্ত্যে দুর্গার আবাহনের জন্য বোধনের রীতি প্রচলিত রয়েছে। এ দিন কল্পারম্ভ দিয়ে শুরু হয় দুর্গার বোধন। ষষ্ঠীর সকালেই এই প্রক্রিয়া শুরু হয়ে যায়। তার পর দেবীর সামনে প্রার্থনা করা হয় যে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত গোটা পূজা পর্বে যেন কোনো বিঘ্ন না ঘটে।
শ্বশুরবাড়ী কৈলাস থেকে কন্যারূপে দেবী দুর্গা বাপের বাড়ীতে মর্ত্যলোকে এসেছে। আর এর মাধ্যমেই শুরু হলো দুর্গাপূজার মূল আয়োজন। জেলা শহরের সব মন্দিরের ম-প শনিবার সন্ধ্যায় উন্মুক্ত করা হবে বলে জানান আয়োজক কমিটি। ষষ্ঠীপূজা উপলক্ষে ডালপট্টি শারদীয়দুর্গা মন্দিরে সকাল থেকেই মানুষের ঢল নামে। এ সময় উৎসব-আনন্দে মেতে ওঠে শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণীসহ সব বয়সী মানংষ। মন্দিরের প্রবেশ পথে নারী ও পুরুষের জন্য রয়েছে আলাদা লাইন। ষষ্ঠীর সকালে ডালপট্টি শারদীয়দুর্গা মন্দিরে পূজা দিতে আসা আশিষ রায় বলেন, সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ষষ্ঠীপূজার সকালে মন্দিরে না এলে পূজার আনন্দ অনুভব করা যায় না।
প্রতিবারের মতো এবারও প্রস্তুত করা হয়েছে মহামায়া দেবী দুর্গাসহ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমা। সন্ধ্যায় ভক্ত ও দর্শনার্থীদের জন্য বাহারি সব রং দিয়ে সাজানো হয়েছে এসব প্রতিমা। রং- বেরঙের আলোকসজ্জা আর নানা রঙের ডিজাইনের কাঠামো দিয়ে সাজানো হয়েছে পুরো পূজাঙ্গন।
সনাতন ধর্মালম্বিদের পুরান অনুযায়ী, এবার দেবী মর্ত্যে এসেছেন গজে চেপে আর যাবেন নৌকায়। পুরাণ অনুযায়ী, দুর্গা গজে চড়ে এলে সুখ ও সমৃদ্ধি বয়ে আনে। আর ৫ অক্টোবর বিজয়া দশমীতে দেবী মর্ত্য ছাড়বেন নৌকায় চড়ে। নৌকায় গমনেও ধরনী হবে শস্যপূর্ণ তবে থাকবে অতিবৃষ্টি বা বন্যা।
পূঞ্জিকা অনুযায়ী, শনিবার মহাষষ্ঠীতে সকালে দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ এবং ষষ্ঠীবিহিত পূজা, সন্ধ্যায় দেবীর বোধন। রবিবার মহাসপ্তমীবিহিত পূজা, সোমবার মহাষ্টমীবিহিত পূজা, মঙ্গলবার মহানবমীবিহিত পূজা এবং বুধবার দশমীবিহিত পূজা সমাপন এবং প্রতিমা বিসর্জন।
এএজেড