জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জামালপুরে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বুধবার (০২ জানুয়ারি) সকালে জামালপুর-মুক্তাগাছা-ময়মনসিংহ সড়কের নান্দিনার নিকটবর্তী খড়খড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সুমন কুমার কুন্ডু (৩৫)। তার বাড়ী পাবনা জেলার ঈশ্বরদী। আহতদের উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের লোকজন।
জানা গেছে, রাজিব বাসটিকে জব্দ করেছে জামালপুর সদর থানা পুলিশ। বাস চালক-হেলপার পালিয়ে গেছে।
এএলএল/এসআইএইচ
