ঢাকাপ্রকাশে সংবাদের পর সংস্কার হলো সড়ক সেতুর স্ল্যাব
মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপ্রকাশে সংবাদের পর জেলার উল্লাপাড়ার কৃষকগঞ্জ বাজার-শাহজাদপুর আঞ্চলিক সড়কের সেতুটি সংস্কার করলো স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। উপজেলার সলপ ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের পাশে এ সড়ক সেতুর স্ল্যাবের বেশ কিছু অংশ ভেঙে যাওয়ায় প্রায় ৪ মাস এ পথে যানবাহন চলাচল বন্ধ ছিল। সড়ক সেতুটি মেরামতের পর মঙ্গলবার সকালে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
এ বিষয়ে চলতি বছরের ১৩ জানুয়ারি ‘উল্লাপাড়ায় ভাঙা সেতু দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচল’ শিরোনামে ঢাকাপ্রকাশে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপরই সেতুটি সংস্কার করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উল্লাপাড়া কার্যালয়ের প্রকৌশলী মাঈন উদ্দিন জানান, ঢাকাপ্রকাশে এই সেতুর স্ল্যাব ভাঙার খবর পড়ার পর তিনি তার প্রকৌশলী পাঠিয়ে সেতুটি দ্রুত সংস্কারের ব্যবস্থা নেন। পরে ঠিকাদার নিয়োগ দিয়ে সেতুটির স্ল্যাব নতুন করে নির্মাণ করা হয়। বর্তমানে এটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী শওকাত ওসমান জানান, ঢাকাপ্রকাশে সংবাদ প্রকাশের পর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ভেঙে যাওয়া সেতুটি নতুন করে সংস্কারের উদ্যোগ নেয় এবং এটি খুব দ্রুত সংস্কার করা হয়। ফলে প্রায় ৪ মাস পর এ পথে যানবাহন চলাচল শুরু হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হয়েছে।
এবিএসবি/এমএসপি