হত্যা মামলায় অটোরিকশাচালকের মৃত্যুদণ্ড
বরিশালে অটোরিকশার চালককে হত্যার দায়ে আসলাম ওরফে মিজান তালুকদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকালে বরিশাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে এ রায় দেন বিচারক টি এম মুসা। এ বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী লস্কর নুরুল হক।
দণ্ডিত আসলাম ওরফে মিজান তালুকদার ভোলা জেলার রাজাপুর ইউনিয়নের সিদ্দিক তালুকদারের ছেলে।
২০২০ সালের জুন মাসের ২৯ তারিখ রাত সাড়ে ১০টায় সিটি করপোরেশনের ২৪ নম্বর ওর্য়াডস্থ ধান গবেষণা রোড থেকে বাকেরগঞ্জ যাবার পর নিখোঁজ হন বরিশালের অটোরিকশাচালক মোঃ রোমান। সেদিনই আসামি আসলাম ওরফে মিজান তালুকদার ও তার স্ত্রীর নামে থানায় অভিযোগ করেন অটোরিকশার মালিক মাইদুল ইসলাম। এ ঘটনার পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়।
তদন্তে জানা যায়, আসামি আসলাম ওরফে মিজান তালুকদারের স্বপ্ন ছিল অটোরিকশার মালিক হবার। স্বপ্ন বাস্তবায়ন করতে অটোরিকশাচালক রোমান হোসেনকে বরিশাল থেকে বাকেরগঞ্জে নিয়ে তাকে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করে নেন আসলাম। এ ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হলে আদালতে জবানবন্দি দেন তিনি। এরপর তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার সব ইন্সপেক্টর মোঃ শাহজালাল মল্লিক ২০২১ সালের ৩১ মে আসলাম ও তার স্ত্রীর নামে অভিযোগপত্র আদালতে জমা দেন।
এরপরে ২৩ জনের সাক্ষ্য নেয়ার পর আদালত আজ আসলাম ওরফে মিজান তালুকদারকে মৃত্যুদণ্ড এবং অপরাধ প্রমাণিত না হওয়ায় তার স্ত্রী খাদিজা আক্তারকে খালাসের রায় দেন।
এসএম/এসআইএইচ