বেশি দিন জেলে থাকব না : বরিশালের কাউন্সিলর কালাম মোল্লা
বরিশাল সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা ধর্ষণের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাকে আদালতে হাজির করার সময় পুলিশের গাড়ি থেকে নামতে গিয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘সাংবাদিক ভাইয়েরা, আমি বেশিদিন জেলে থাকবো না।’
শনিবার (১৫ জানুয়ারি) বিকাল পৌনে ৩ টায় কালাম মোল্লাকে ওই মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এ সময় তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক পলি আফরোজ। এর পর বিশেষ ব্যবস্থায় তাকে কেন্দ্রীয় কারাগারে নেয় পুলিশ।
এ সময় পুলিশের পিকআপের চারপাশে তার নেতাকর্মীরা ভিড় করে এবং সাংবাদিকদের ঠেলে দূরে রাখার চেষ্টা করে। তখন সাংবাদিকেরা ছবি তুলতে গেলে তার দলীয় নেতাকর্মীরা সাংবাদিকদের দিকে তেড়ে আসে।
শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কুয়াকাটা যাওয়ার পথে ধর্ষণ মামলার আসামি ওয়ার্ড কাউন্সিলর ও বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কালাম মোল্লাকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।
সেদিন সকালে নগরীর বিমানবন্দর থানায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে কালাম মোল্লার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এক নারী। মামলায় বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী।
এসও/এএম/এএন