অমিক্রনের সংক্রমণ রোধে বরিশালে ভ্রাম্যমাণ আদালত
মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সরকার সারা দেশে ১১ দফা নির্দেশনা জারি করেছে। সরকারের এই নির্দেশনা কর্যকর করতে বরিশালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন জেলা প্রশাসন।
শনিবার (১৫ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়ের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এদিন নগরীর চকবাজার, ফলপট্টি, হোমায়েতউদ্দিন রোড ও বাজার রোডসহ বিভিন্ন এলাকার হোটেল রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় জেলা প্রশাসন। নদীবন্দরে তদারকি অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।
অভিযানকালে হোটেল রেস্তোরাঁয় টিকাধারী ব্যতিত অন্য কেউ প্রবেশ করছে কি-না এবং ক্রেতা-বিক্রেতাদের মাস্ক ব্যবহারের বিষয়টি তদারকি করেন ভ্রাম্যমাণ আদালত। তবে অধিকাংশ জায়গায় স্বাস্থ্যবিধি মানতে মানুষের মধ্যে উদাসীনতা দেখতে পেয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সংক্রমণ ঠেকাতে সংশ্লিষ্ট সবাইকে সরকারের নির্দেশনার বিষয়ে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়।
লঞ্চে মাস্কবিহীন যাত্রীদের ওঠানামা ঠেকাতে কঠোর ভূমিকায় ছিল বিআইডব্লিউটিএ। এ সময় স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে আরোহণের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান কর্মকর্তারা।
যাত্রী সংখ্যা কম হলেও স্বাস্থ্যবিধি মানতে তাদের উদ্বুদ্ধ করার কথা জানিয়েছেন নৌ যান শ্রমিকেরা। স্বাস্থ্যবিধি মানাতে তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তারা।
এসও/এএম/এএন