হাই কমান্ডের চাপ আছে, প্রচারণা চলবে না!

হাই কমান্ডের অর্ডার এবং চাপ আছে। আপনাকে নির্বাচনী প্রচারণা করতে দেওয়া হবে না। আপনি বড় ভাই, ভালোই ভালোই চলে যান। তা না হলে গায়ে হাত তুলতে বাধ্য হবো-নাটোর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী এমদাদুল হক আল মামুন নির্বাচনী প্রচারণায় গেলে এ ভাষায় হুমকি দেন নৌকা প্রার্থীর অনুসারী সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম।
শনিবার (০৮ জানুয়ারি) দুপুরে শহরের বড়গাছা এলাকায় সংবাদ সম্মেলনে এমনই অভিযোগ করেন মেয়র প্রার্থী মামুন। তিনি জানান, গত ২ জানুয়ারি শহরের চকবাজার এলাকায় নির্বাচনী প্রচারণায় গিয়ে এই হুমকি পেয়েছেন তিনি। হুমকিদাতারা হুমকি দেওয়ার আগে এমদাদুল হক আল মামুনের ভাতিজা রকেটকে মারপিট করে।
পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসন আন্তরিক হলেও তিনি অভিযোগ করেন নৌকার প্রার্থীর অনুসারীরা প্রতিনিয়ত তার প্রচারণায় বাধা দিয়েছে। রিটার্নিং
কর্মকর্তাসহ প্রশাসনে অভিযোগ দায়ের করলেও কোনো কাজ হচ্ছে না। নৌকা প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে তার পোস্টার ছিড়ে ফেলা ও পুড়িয়ে ফেলাসহ প্রচারণায় নানামুখী বাধা দিয়েছে। তিনি বলেন, এ পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে তিনি এবং তাঁর ভোটাররা শঙ্কিত।
প্রতিপক্ষ যতই তাকে বাধা দিক তিনি নির্বাচনী মাঠ ছাড়বেন না দাবি করে সুন্দর একটি নির্বাচনের জন্য তিনি ১০টি দাবি পেশ করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে তার সমর্থকদের অহেতুক হয়রানি না করে আটকদের মুক্তি দেয়, নিরাপত্তা জোরদার, প্রতিটি ভোটকেন্দ্র্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রয়োজনীয় আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন, ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের পরিবেশ নিশ্চিত করা, দলনিরপেক্ষ প্রিজাইডিং ও পোলিং নিয়োগ, ভোটকেন্দ্র্রে অনুমোদিত ব্যাক্তি ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধকরণ, সংবাদ সংগ্রহে সাংবাদিকদের অবাধ সুযোগ নিশ্চিত করা, ইভিএমএ ভোটদানের নিয়ম প্রচার, মাঠে আচরণবিধি নিশ্চিত করা ও নির্বাচনী প্রচারে বাধাদানকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে নৌকা প্রার্থী উমা চৌধুরী জলি বলেন, তার ও তার অনুসারীদের বিরুদ্ধে এমন অভিযোগ ভিত্তিহীন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আছলাম বলেন, অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।
/এএন
