জমি কিনতে ব্যর্থ হয়ে জবর দখলের অভিযোগ
কুড়িগ্রাম পৌর এলাকার ভেলাকোপায় ফ্লাওয়ার মিল নির্মাণের নামে এক দরিদ্র পরিবারের জমি দখল ও বসতি উচ্ছেদের অভিযোগ উঠেছে প্রভাবশালী এক ব্যবসায়ীর বিরুদ্ধে। ‘দখলদার’ ব্যবসায়ীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং হয়রানিমুলক মিথ্যা মামলার অভিযোগ এনে রবিবার (২ জানুয়ারি) দুপুরে ইউনাইটেড প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটি।
অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম শহরতলির ভেলাকোপা আবাসিক এলাকায় বাণিজ্যিকভাবে ফ্লাওয়ার মিলের অবকাঠামো নির্মাণ করে সাইফুদ্দিন এ্যাপোলো নামের এক প্রভাবশালী ব্যবসায়ী। ওই মিলে প্রবেশের ৩ শতক জায়গা একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. রিপন মিয়ার। প্রভাবশালী ওই ব্যবসায়ী রিপন মিয়ার কাছ থেকে জোরপূর্বক তার মালিকানাধীন ৩ শতক জমি কিনতে চাইলে জমি বিক্রিতে অপরাগতা প্রকাশ করে রিপন। পরে জোরপূর্বক রিপনের জমি দখলে নেন এ্যাপোলো। দখল কাজে বাধা দিলে উল্টো রিপনের নামে হয়রানিমূলক মামলা দেন ওই ব্যবসায়ী।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তাতেও ক্ষান্ত হননি ওই ব্যবসায়ী। জায়গার দখল ও বসতবাড়ি উচ্ছেদসহ সন্ত্রাসী তাণ্ডব চালায় সাইফুদ্দিন এ্যাপোলো গং। স্বশস্ত্র সন্ত্রাসীদের উপস্থিতিতে জমি দখলে নিয়ে পাকা বাউন্ডারি দেয় তারা। ভুক্তভোগী পরিবার থানায় এবং ৯৯৯ ফোন করেও প্রতিকার পায়নি।
সংবাদ সম্মেলনে রিপনের পিতা মোহাম্মদ আলী প্রশ্ন রেখে বলেন, ‘দেশে কি গরিব মানুষের কেউ নেই? আমি প্রশাসনের হস্তক্ষেপ এবং ন্যায় বিচার চাই।’
/এএন