সিলেটে আজ থেকে টিকার বুস্টার ডোজ শুরু
ছবি : সংগৃহীত
সিলেট সিটি করপোরেশন এলাকায় শুরু হচ্ছে করোনার টিকার বুস্টার ডোজ। প্রথম দিন বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ১০টা থেকে টিকার বুস্টার ডোজ শুরু হয়ে চলবে বিকাল ৩টা পর্যন্ত।
বুধবার (২৯ ডিসেম্বর) রাতে সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কেন্দ্রে চলামান অন্যান্য টিকার কার্যক্রম পূর্বের ন্যায় চলমান থাকবে। প্রথম দিনে ২০০ জন নাগরিককে বুস্টার ডোজের টিকা প্রদান করা হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
যারা বুস্টার ডোজ গ্রহণের জন্য মোবাইলে বার্তা পাবেন তারা পুনরায় টিকা কার্ড ডাউনলোড করে টিকা কেন্দ্রে যাবেন। নতুন ডাউনলোডকৃত টিকা কার্ডে বুস্টার ডোজের কলাম সংযোজন করা থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিসিকের অপর টিকা কেন্দ্র পুলিশ লাইনস হাসপাতাল সাময়িক বন্ধ থাকায় যাদের কার্ডে পুলিশ লাইনস লেখা রয়েছে তারাও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে পারবেন।
টিটি/