নেত্রকোনায় বন্য হাতির মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাহাড় থেকে পড়ে গিয়ে এক বন্যহাতির মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের বেতগড়াতে এ ঘটনাটি ঘটে। পরে শুক্রবার (১৮ নভেম্বর) সকালে বেতগড়াতে পড়ে থাকা মৃত বন্য হাতিকে দেখতে মানুষের ঢল নামে।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে স্থানীয় লোকজন পাহাড়ের পাদদেশে পড়ে থাকতে দেখেন এই বন্য হাতির মরদেহ। ধারণা করা হচ্ছে, সমতলে ধান খেতে আসা হাতিটি নিচে নামার সময় পাহাড় ধসে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে।
তবে এর আগেও বন্য হাতি মত্যুর ঘটনা একাধিকবার এসব এলাকায় ঘটেছে বলে জানান স্থানীয়রা। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ জানান, হাতির মৃত্যুর কারণ জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
এসআইএইচ
