সীমান্ত সড়কে তিন সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
দেশের বিভিন্ন জেলায় ছোট ও মাঝারি দৈর্ঘের একশটি সেতু গণভবন থেকে আজ সকালে ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই একশোটি সেতুর মধ্যে নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার সীমান্ত সড়কের চুঙ্গিরপুর খাল, কটাপাহাড় খাল ও লক্ষীপুর খাল অংশে, ১৮ কোটি ৯৩ লাখ ১০ হাজার টাকা ব্যায়ে নির্মিত তিনটি সেতুও রয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একশো সেতু উদ্বোধন উপলক্ষে আজ সকালে নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভার্চুয়ালি যুক্ত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান সহ জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাবৃন্দ।
পরে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনন ভূমিকা তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, একদিনেই একশো সেতুর উদ্বোধন একটি অভূতপূর্ব যুগান্তকারী মাইলফলক। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই উন্নয়ন অগ্রযাত্রা যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশ সত্যিই ২০৪১ সালের মধ্যে একটি সুখী সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারবে।
এএজেড