ময়মনসিংহে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৮
ময়মনসিংহের একটি শিল্প প্রতিষ্ঠানের ডিপোতে ডাকাতির ঘটনায় জড়িত আটজনকে গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা জানান, গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে কর্মচারী পরিচয়ে ২৫/৩০ জন ডাকাত ডিপোতে প্রবেশ করে পাহারাদের হাত-পা বেঁধে একটি ট্রাক, ৮ হাজার ৩৮৮ লিটার সয়াবিন ও নগদ ২ লাখ ১১ হাজার টাকাসহ ২৯ লাখ ২৬ হাজার ২৪৬ টাকার মালামাল লুট করে।
কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে লুণ্ঠিত ট্রাক, চার হাজার লিটার সয়াবিনসহ ২০ লাখ ৩০ হাজার টাকার মালামাল উদ্ধার করে। গ্রেপ্তারকৃত আটজনকে আদালতে হাজির করলে চারজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
তিনি আরো বলে, এই ডাকাত চক্রটি সারাদেশের বিভিন্ন জায়গায় ডাকাতি করে আসছে। সারাদেশে এদের ২০/২৫ জনের একটি দল রয়েছে। তাদের মূলত বেশির ভাগের পেশা হলো পিকাপ ড্রাইভার। দিনের বেলা পিকাপ চালায় এবং রাতের বেলা তারা ডাকাতি করে। তাদের পরিচয়টা ঘটে মূলত জেলখানায়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, মোঃ আবুল কালাম(৩০), মোঃ জামাল হোসেন(৪৬), মোহাম্মদ নজরুল ইসলাম(৩০),আবু সাঈদ সৈকত ওরফে শওকত (২৭),মোঃ বাদল ওরফে আসলাম(২৮),মোঃ ইন্তাজ আলী (৩৫),মোঃ রাকিব (২৮),মোঃ ইউনুস (৫৫)। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এএজেড