ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ায় শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

নেত্রকোনার মদন উপজেলায় ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ায় চৌধুরী তালে হোসেন মিছিলজান একাডেমির প্রধান শিক্ষক সুহেল মিয়াকে কারণ দর্শানোর নোটিশ ও ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গফুর।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গফুর বলেন, ‘চৌধুরী তালে হোসেন মিছিলজান একাডেমির প্রধান শিক্ষক সুহেল মিয়াকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। সেই সঙ্গে আমাকে বিষয়টি সরেজমিনে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।’
মদন উপজেলার ওই স্কুলের প্রধান শিক্ষক সুহেল মিয়া পরীক্ষার আগের দিন প্রশ্ন দিয়ে তারই এক ছাত্রীকে কু-প্রস্তাব দেন। এ নিয়ে ছাত্রীর বড় ভাই উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ে করেন। পরে ঘটনা প্রকাশ হলে প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
উপজেলা প্রশাসন থেকে ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে। এরই মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এ ঘটনা তদন্তে জেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
এসএন
