রবিবার, ৬ এপ্রিল ২০২৫ | ২৩ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

বাড়ছে রাতের তাপমাত্রা, অসহনীয় লোডশেডিং

চুয়াডাঙ্গায় আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস। রাতে এ তাপমাত্রা আরও বাড়বে। সেই সাথে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত এ তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এর মধ্যে তাপমাত্রা কমার এবং বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। আবহাওয়ার এ তথ্য দুপুরে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মোঃ জামিনুর রহমান। এদিকে রাতে-দিনে বিদ্যুতের অসহনীয় লোড শেডিংয়ে ক্ষুব্দ এ জেলার সাধারণ মানুষ।

জামিনুর রহমান বলেন, প্রতিদিনই দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড হচ্ছে। গত টানা ১৫ দিন ধরে জেলায় সর্ব্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। আজ মঙ্গলবার সকাল ৯ টায় ছিল ৩১ ডিগ্রী সেলসিয়াস। এরপর দুপুর ১২ টায় তাপমাত্রা বেড়ে ৩৬.৬ ডিগ্রী হয়ে যায়। এরপর বেলা ৩টায় ৪০.৯ ডিগ্রীতে পৌঁছায়। দিনের চাইতে রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।

তিনি আরও বলেন, চুয়াডাঙ্গায় তেমন নদ-নদী নেই। যা আছে সেগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে। সেচ কাজের জন্য মাত্রাতিরিক্ত ভুগর্ভস্থ পানি উঠানো হচ্ছে। এতে পানির স্তর নীচে থেকে আরও নীচে নেমে যাচ্ছে। গাছ-পালার সংখ্যা কমে যাচ্ছে। এ ছাড়াও কক্রটকান্তি রো বরাবর চুয়াডাঙ্গার অবস্থান হওয়ায় এ জেলায় গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা এবং শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে।

এদিকে চুয়াডাঙ্গায় টানা ১৫ দিন ধরে তীব্র দাবদহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। গত শনিবার থেকে শুরু হয়েছে অতি দাবদাহ। সেই সাথে কয়দিন ধরে দিনে-রাতে যুক্ত হয়েছে অসহনীয় লোড শেডিং। এতে একেবারে কাহিল হয়ে পড়েছে জনজীবন। ঝাঁঝাঁলো রোদ আর গরমে রোজাদারদের অবস্থাও ওষ্ঠাগত। সামনে ঈদ। তাই মানুষ জীবন-জীবিকার তাগিদে বাধ্য হয়ে বাইওে বের হচ্ছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বিশেষ করে দুপুরের পর থেকে বাইরে বের হওয়া দায় হয়ে পড়ছে। বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ। জেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হচ্ছে বিভিন্ন নির্দেশনা দিয়ে যাতে হিট স্ট্রক, পানি শুন্যতা ও ডায়রিয়া আক্রান্ত না হয় সাধারন মানুষ। প্রতিদিন প্রায় শতাধিক মানুষ ডায়রিয়া, পানি শুন্যতায় আক্রান্ত হয়ে নদও হাসপাতালে ভর্তি হচ্ছে।

সকালে সৃর্য ওঠার সাথে সাথে তীব্র রোদ। বেলা বাড়ার সাথে সাথে এ রোদ যেন আগুনের ফুলকি হয়ে ঝরছে। বিশেষ করে দুপুরের পর আগুন ঝরা রোদের তেজে বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়ছে। এ অবস্থা বিরাজ করছে সুর্য একেবারে ডুবে যাবার আগ পর্যন্ত। চলমান তাপপ্রবাহে সবচেয়ে কষ্টে পড়েছে খেটে খাওয়া দিনমজুর, রিকশা-ভ্যান চালক ও কৃষকেরা। তীব্র রোদে মাঠে টিকতে পারছেনা কৃষক ও দিনমজুর।

রাস্তায় ভাড়া মারতে পারছেনা রিক্সা-ভ্যান চালকরা। এদিকে তীব্র খরায় ঝরে যাচ্ছে আম-লিচুর গুটি। বোরো ধান, সবজি ক্ষেতে প্রতিদিন সেচ দিতে হচ্ছে। ফলে বিপাকে পড়েছে কৃষকরা। বাড়তি দামে প্রতিদিন ডিজেল কিনতে গিয়ে নাভিশ্বাস ছুটে যাচ্ছে তাদের। চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষনাগার কেন্দ্রের রেকর্ড অনুযায়ী, গত সোমবার ছিল ৪২.৬ ডিগ্রী। রবিবার ছিল ৪১.৮ ডিগ্রী।

শনিবার এ জেলায় মওসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.২ ডিগ্রী, শুক্রবার ৪১.৭ ডিগ্রী, বৃহস্পতিবার ছিল ৪১ ডিগ্রী, বুধবার ছিল ৩৯.৭ ডিগ্রী, মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৫ ডিগ্রী সেলসিয়াস। সোমবার জেলায় সর্বোচ্চ ৩৯.২ ডিগ্রী, রবিবার তাপমাত্রা ৩৯ ডিগ্রি, শনিবার ছিল ৩৮.৫ ডিগ্রি, শুক্রবার ৩৮ ডিগ্রি, বৃহস্পতিবার ৩৭.৫ ডিগ্রি, বুধবার ৩৭ ডিগ্রি, মঙ্গলবার ৩৭ ডিগ্রি, সোমবার ৩৫.৫ ডিগ্রি, রবিবার ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

এদিকে গত কয়েকদিন ধরে এ জেলায় দিনে-রাতে অসহনীয় লোড শেডিং শুরু হয়েছে। একদিকে সর্বোচ্চ তাপমাত্রা আর গরম অন্যদিকে তীব্র লোডশেডিং। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, দেশে চলমান গ্রীষ্ম মওসুমে তীব্র দাবদাহ এবং পবিত্র রমজান মাস এর জন্য বিদ্যুতের চাহিদা অত্যধিক পরিমাএন বেড়ে যাওয়া, রামপাল ৫০ মেগা ওয়াট থার্মাল বিদ্যুৎ কেন্দ্র, আশুগঞ্জ ৯০০ মেগা ওয়াট বিদ্যুৎ কেন্দ্র ও চট্টগ্রাম (রাউজান) ২১০ মেগা ওয়াট বিদ্যুৎ কেন্দ্রে ত্রুটির কারণে বন্ধ থাকা এবং হাটহাজারি ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের পিটি বিস্ফোরনের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। আশা করা হচ্ছে সহসাই এই পরিস্থিতির উন্নতি ঘটবে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।
এএজেড

Header Ad
Header Ad

সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন। রোববার, ৬ এপ্রিল তিনি রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাশিয়া সফর শেষে সেনাপ্রধান আগামী ১০ এপ্রিল ক্রোয়েশিয়ায় পৌঁছাবেন। সফরের পুরোটা জুড়ে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক এবং বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি, দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ করে মতবিনিময় করবেন।

সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়া ও ক্রোয়েশিয়ার কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র উৎপাদনকারী কারখানাও পরিদর্শন করবেন। এই সফরের মাধ্যমে দুই দেশের সঙ্গে সামরিক ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী ১২ এপ্রিল দেশে প্রত্যাবর্তন করবেন।

Header Ad
Header Ad

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় হেফাজত, বিএনপির সঙ্গে একমত

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আয়োজনের দাবি জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ বিএনপির সঙ্গে একমত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে এই ঐক্যমত গঠিত হয়।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর আগেও ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু মাঝে মধ্যেই সময়সীমা পরিবর্তনের প্রসঙ্গ আসায় উদ্বেগ তৈরি হয়েছে।

তিনি বলেন, “আমরা গণতান্ত্রিক উত্তরণ চাই, বিচার চাই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিশ্চিত করা।”

বৈঠকে আলোচনার মূল বিষয়গুলো:

ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে একমত হেফাজত ও বিএনপি

হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

আওয়ামী লীগকে "রাজনৈতিক দল হিসেবে বিচার" করার দাবিতে ঐক্য

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা ও সক্ষমতা বৃদ্ধির প্রস্তাব

 

হেফাজতের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন, মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, ড. আহমদ আবদুল কাদের, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি মনির হোসাইন কাসেমী প্রমুখ।

বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে আলেম-উলামাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে যেসব রাজনৈতিক অপরাধে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলোতে দৃশ্যমান অগ্রগতি নেই। সেজন্য আমরা বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল গঠনসহ জনবল ও লজিস্টিক সাপোর্ট বাড়ানোর প্রস্তাব করছি।”

Header Ad
Header Ad

চীনের পাল্টা শুল্কারোপে মার্কিন শেয়ারবাজারে ধস, বিশ্ববাজারে বাড়ছে উত্তেজনা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধ ফের উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণার পর পাল্টা জবাব দিয়েছে বেইজিং। চীনের পাল্টা শুল্কারোপের ঘোষণার পরদিনই ভয়াবহ ধস নেমেছে মার্কিন শেয়ারবাজারে।

শুক্রবার (৪ এপ্রিল) মার্কিন সময় বিকেলে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে প্রধান সূচকগুলোতে বড় ধরনের পতন দেখা যায়। বিশেষ করে প্রযুক্তি ও শিল্পখাতভিত্তিক কোম্পানিগুলোর শেয়ারে ব্যাপক দরপতনের ফলে বিনিয়োগকারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার দিনটিকে বলা হচ্ছে চলতি বছরের অন্যতম ভয়াবহ দিন মার্কিন স্টক মার্কেটের জন্য।

এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে ৬ শতাংশ

নাসডাক সূচক কমেছে ৫.৮ শতাংশ

ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ হারিয়েছে ২,২০০ পয়েন্ট, যা প্রায় ৫.৫ শতাংশ পতন।

টানা দ্বিতীয় দিন বড় ধরনের পতন দেখলো মার্কিন বাজার। আগের দিন বৃহস্পতিবারও বাজারে অস্থিরতা বিরাজ করেছিল, যা ২০২০ সালের কোভিড-১৯ মহামারির শুরুর সময়ের পর সবচেয়ে খারাপ পরিস্থিতি বলে মনে করা হচ্ছে।

বুধবার (২ এপ্রিল) প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, চীনসহ বেশ কয়েকটি দেশ থেকে আমদানি করা অধিকাংশ পণ্যের ওপর ১০ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে। একই সঙ্গে চীনের ওপর পূর্বে আরোপিত শুল্কের পাশাপাশি নতুন করে ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়, যা মোট শুল্ক দাঁড়ায় ৫৪ শতাংশ।

শুক্রবার (৪ এপ্রিল) চীনের অর্থ মন্ত্রণালয় পাল্টা ঘোষণা দিয়ে জানায়, তারা ১০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র থেকে আসা সব পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করবে। সেইসঙ্গে কিছু বিশেষ পণ্যের ওপর রফতানি নিয়ন্ত্রণও জারি করা হবে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “আমরা আমাদের সার্বভৌম অধিকার রক্ষায় এবং বৈধ স্বার্থ সংরক্ষণে সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত।”

বিশ্লেষকরা বলছেন, এই পাল্টাপাল্টি পদক্ষেপ শুধু যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব ছড়িয়ে পড়বে গোটা বিশ্ব অর্থনীতিতে। আন্তর্জাতিক বাজারে বাণিজ্যযুদ্ধের শঙ্কা এখন আরও প্রবল হয়ে উঠেছে।

এদিকে, চীনের ঘোষণার প্রতিক্রিয়ায় ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, “চীন ভুল খেলেছে। তারা আতঙ্কে আছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো, তাদের এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা নেই।”

এছাড়া ট্রাম্প প্রশাসন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশসহ কয়েকটি দেশকে উচ্চ হারে শুল্ক আরোপের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তবে এই তালিকা থেকে রাশিয়াকে বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় হেফাজত, বিএনপির সঙ্গে একমত
চীনের পাল্টা শুল্কারোপে মার্কিন শেয়ারবাজারে ধস, বিশ্ববাজারে বাড়ছে উত্তেজনা
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ
পরকীয়া করলে পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ডের আইন করতেন অপু বিশ্বাস
বিএনপির দল পুনর্গঠনে তরুণ ও শিক্ষিত নেতৃত্বের অগ্রাধিকার
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে: প্রেসসচিব
টাঙ্গাইলে ধান ক্ষেতে মিলল ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ
বগুড়ার সাতটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
রংপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণহানি, আহত অন্তত ২০
গত ২৫ বছর ‘জয় বাংলা’ বলিনি, এখন থেকে বলব: কাদের সিদ্দিকী
বিরামপুরে ভয়াবহ আগুনে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
রাতেই ঢাকাসহ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি হতে পারে
মোদির প্রতিক্রিয়া শেখ হাসিনার ফেরত নিয়ে নেতিবাচক ছিল না: প্রেস সচিব
নওগাঁ হাসপাতালের পরিচ্ছন্নতা ও সমন্বয়ের বিষয়ে অসোন্তোষ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরি, পদ ২৫৫
‘বিদেশি কিছু গণমাধ্যম অর্থ উপার্জনের উদ্দেশে বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করছে’
সারা দেশে ৩২৯ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ: মহাপরিচালক
২৭৭ জনকে নিয়োগ দেবে পানি উন্নয়ন বোর্ড, এইচএসসি পাসেও আবেদন
ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৫৪