নলডাঙ্গা পৌর কাউন্সিলরের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরের নলডাঙ্গা পৌরসভার কাউন্সিলর পিয়াসের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে নাটোর শহরের বুড়া দরগাহ মসজিদের পাশে একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পলি খাতুন (২৬), নলডাঙ্গা পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম পিয়াসের দ্বিতীয় স্ত্রী। তার মা নলডাঙ্গা পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর শামসুন্নাহার বেগমের।
পলি খাতুনের মা শামসুন্নাহার বেগম বলেন, পিয়াস তার মেয়ে পলিকে জোর করে বিয়ে করে। তারা এ বিষে মেনে নেননি। বিয়ের পর থেকেই পিয়াস তাকে নির্যাতন করে আসছিল। ৩ মাস আগে নাটোর শহরের ওই বাড়িতে ওঠেন পলি।
পিয়াস অভিযোগ অস্বীকার করে বলেন, তার প্রথম স্ত্রী ও দুই সন্তান থাকলেও পলিকে তিনি ভালোবেসে ৫ বছর আগে বিয়ে করেন। নিজ খরচে পলিকে তিনি 'ল' পাশ করান। পলির পরিবার এ বিয়ে মেনে নেয়নি। সম্প্রতি পলির মা আর মামা পলিকে অন্যত্র বিয়ের বিষয়ে চাপ দিতে থাকে। পলি এ বিয়েতে অস্বীকৃতি জানালে তার মা ও মামা তাকে মানসিক নির্যাতন অব্যাহত রাখে। ৩ মাস আগে নাটোরে পলিকে ভাড়া বাসায় তোলে পলির পরিবার। গত রাতেও পলির সাথে তার ফোনে কথা হয়েছে। পলি তার সঙ্গে এসব নিয়ে কথা বলেন। আজ সকালে তার আত্মহত্যার খবর পান।
এ বিষয়ে সদর থানার ওসি মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
কেএফ/
