ঢাকা-যমুনা সেতু মহাসড়কে ২৩ কিলোমিটার দীর্ঘ যানজট, বিকল্পপথে ছুটছে যানবাহন
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি। ছবি : ঢাকাপ্রকাশ
টানা বৃষ্টি, সড়ক দুর্ঘটনা এবং যানবাহন বিকল হওয়ার কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রায় ২৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) ভোর থেকে এই যানজট শুরু হয়, যা যমুনা সেতু পূর্ব থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত বিস্তৃত। এতে করে যাত্রী ও চালকরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
মহাসড়কের যানজট এড়াতে অনেক পরিবহন বিকল্প পথ হিসেবে ভূঞাপুর-যমুনা সেতু পূর্ব-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করছে। যানজটের মূল কারণ হিসেবে বৃহস্পতিবার মধ্যরাতে এলেঙ্গা-কালিহাতী লিংক রোডে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষকে দায়ী করা হচ্ছে। দুর্ঘটনার কারণে সড়ক কিছু সময়ের জন্য বন্ধ থাকায় যানবাহনের দীর্ঘ সারি গড়ে ওঠে।
যদিও দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরানোর পর সড়ক কিছুটা স্বাভাবিক হতে শুরু করে, কিন্তু পরপর আরও কয়েকটি ছোট দুর্ঘটনা এবং টানা ভারী বৃষ্টির কারণে গাড়ির গতি আবার ধীর হয়ে যায়। বর্তমানে মহাসড়কের রাবনা বাইপাস থেকে যমুনা সেতু পূর্বপাড় পর্যন্ত ২৩ কিলোমিটারজুড়ে ধীরগতির যানবাহন চলছে, যা মাঝে মাঝে সামনের দিকে অগ্রসর হলেও আবার থেমে যাচ্ছে। ফলে যাত্রীরা চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নান্নু খান জানান, “শুক্রবার ভোর থেকে মহাসড়কে গাড়ির গতি ধীর। এর মধ্যে দুই থেকে তিনটি দুর্ঘটনা ঘটেছে এবং টানা ভারী বৃষ্টির কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে এবং খুব শীঘ্রই সড়কে স্বাভাবিক যানচলাচল শুরু হবে বলে আমরা আশা করছি।”