বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

বিয়ের আসরে স্ত্রীর দাবি নিয়ে হাজির বরের খালাতো বোন

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার সদর উপজেলার দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামে বিয়ের আসরেই স্ত্রীর দাবি নিয়ে হাজির হন বরের খালাতো বোন। এরপরই ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৮ জন আহত হন।

পরে বর আশিপ রহমান (২২) নববধূকে তালাক দেন। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত রোববার সন্ধ্যায় আকন্দবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বর আশিপ রহমান জীবননগর উপজেলার সিংনগর গ্রামের শমসের আলির ছেলে। এ ঘটনায় ক্ষতিপূরণ বাবদ বরপক্ষ নববধূকে ৭৫ হাজার টাকা দেনমোহরসহ সোয়া ৫ লাখ টাকা জরিমানা দিয়েছে। এ ঘটনায় পূর্বের স্ত্রীর পক্ষে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার বিকালে আশিপ রহমান বিয়ের উদ্দেশে ৫০ জন বরযাত্রী নিয়ে যান। খাওয়া শেষে সন্ধ্যায় বিবাহের কাজ শেষ হওয়ার পরপরই বিয়ের আসরে হাজির হন বরের খালাতো বোন (১৮)। তার অভিযোগ ৮ মাস আগে আশিপের সঙ্গে বিবাহ সম্পন্ন হয়েছে। ঘটনাটি জানাজানি হলে বিয়ের আসরেই ত্রিমুখী সংঘর্ষ বেধে যায়।

খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এলাকাবাসী ও পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে ঘটনাটি। পরে সোয়া ৫ লাখ টাকা বরকে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বিয়ে পড়ানোর একই কাজী দিয়ে তালাক সম্পন্ন করা হয়।

দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিয়ন্ত্রণ নেয়। গত ৮ মাস আগে বরের খালাতো বোনের সঙ্গে যে বিবাহের অভিযোগ উঠে ওই ঘটনায় বরের খালাতো বোনের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Header Ad
Header Ad

তরুণীকে অটোরিকশায় অশোভন অঙ্গভঙ্গি, বৃদ্ধ গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় এক তরুণীকে অটোরিকশায় অশোভন অঙ্গভঙ্গি করার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) সকালে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, সিদ্ধেশ্বরী গার্লস কলেজের এক শিক্ষার্থী গত ১৪ এপ্রিল তার ফেসবুক পেজে দুটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, একটি অটোরিকশায় তার মুখোমুখি বসা অবস্থায় এক বৃদ্ধ বারবার অশালীন অঙ্গভঙ্গি করছেন।

ওই ছাত্রী জানান, তিনি ডেমরার স্টাফ কোয়ার্টার থেকে বড়ভাঙা যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশায় উঠেছিলেন। যাত্রাপথেই ঘটনার শিকার হন। গন্তব্যে পৌঁছানোর পর যখন তিনি অভিযুক্তকে জিজ্ঞাসা করেন, তখন বৃদ্ধ বিষয়টি অস্বীকার করেন।

পুলিশ জানায়, ভিডিও দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তারা বিষয়টি আমলে নেয়। তদন্ত করে অভিযুক্ত বৃদ্ধকে শনাক্ত ও গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্স চালু করেছে বিশেষ হটলাইন। যে কেউ ২৪ ঘণ্টা এই নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন: ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২ এবং ০১৩২০০০২২২২।

Header Ad
Header Ad

পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়িতে হামলায় নিহত ৩, আহত ১৮

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ বোমা হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) মাসতুং জেলার একটি ব্যস্ত এলাকায় পুলিশের গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম ডন।

পুলিশ সূত্রে জানা গেছে, তাদের একটি গাড়ির ওপর রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য প্রাণ হারান এবং অন্তত ১৮ জন আহত হন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের তাৎক্ষণিকভাবে বোলান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ হামলার দায় এখনো কেউ স্বীকার না করলেও এর নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি হামলায় নিহতদের পরিবারদের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, সম্প্রতি বেলুচিস্তান অঞ্চলে সহিংসতার মাত্রা বেড়েছে। কিছুদিন আগেই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি ৪ শতাধিক যাত্রীসহ একটি ট্রেন জিম্মি করে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এ ধরনের হামলা অঞ্চলটির অস্থিতিশীল পরিস্থিতিরই বহিঃপ্রকাশ।

Header Ad
Header Ad

গাজা পরিদর্শনে নেতানিয়াহু, হামাস নির্মূলের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে সমালোচনার মধ্যেই গাজা উপত্যকা পরিদর্শন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১৫ এপ্রিল) এই সফর করেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

সফরকালে গাজার উত্তরাঞ্চলে অবস্থানরত সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন নেতানিয়াহু। তার সঙ্গে ছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ও শীর্ষ সামরিক কর্মকর্তারা।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, গাজা সফরে গিয়ে নেতানিয়াহু স্পষ্ট ভাষায় বলেন, হামাস আরও আঘাতের শিকার হবে এবং তাদের সম্পূর্ণভাবে নির্মূল করা হবে।

এসময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি সোশ্যাল মিডিয়া পোস্টের কথা উল্লেখ করে বলেন, “খামেনি আমাদের ধ্বংস করতে চান। কিন্তু আমরা নিজেদের ভবিষ্যৎ রক্ষার জন্যই এই যুদ্ধে আছি।”

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরপর ১৯ জানুয়ারি একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু ১৮ মার্চ আবারও যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি বাহিনী নতুন করে হামলা শুরু করে এবং গাজার বড় একটি অংশ দখল করে নেয়।

এই পরিস্থিতিতে হাজার হাজার ফিলিস্তিনি আবারও ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে উপত্যকাটি, যা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ দেখা দিয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

তরুণীকে অটোরিকশায় অশোভন অঙ্গভঙ্গি, বৃদ্ধ গ্রেফতার
পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়িতে হামলায় নিহত ৩, আহত ১৮
গাজা পরিদর্শনে নেতানিয়াহু, হামাস নির্মূলের হুঁশিয়ারি
পিএসএলে ফের রিশাদের ভেলকি, ৩ উইকেট নিয়ে জেতালেন দলকে
ভারত থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ
ভূট্টা ক্ষেতে পড়েছিল শিশুর লাশ, পরিবারের দাবি হত্যা
লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের সাক্ষাৎ
“আমাদের পূর্ণ গতিতে এগোতে হবে” : এলডিসি উত্তরণে প্রধান উপদেষ্টার নির্দেশ
টাঙ্গাইলে বই দেখে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা, ফেসবুকে ভিডিও ভাইরাল!
নওগাঁয় আগুন, শহরজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন
হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের দোরগোড়ায় টাইগ্রেসরা
গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য সারোয়ার কবির গ্রেপ্তার
সাবেক মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রীর ৩০৪ একর জমি জব্দ
‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’ স্লোগানে মুখর ঢাকার আদালত পাড়া
এবার রাজনৈতিক দল আনছেন ডেসটিনির রফিকুল আমীন
‘ঘুষ হিসেবে’ গুলশানে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলা
রংপুরের মিঠাপুকুরে প্রকাশ্যে বৃদ্ধার ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন
নিখোঁজের ৩ দিন পর সেফটি ট্যাংকে মিললো কলেজছাত্রের মরদেহ
‘আ.লীগের মিছিল বড় হতে শুরু করেছে’, সাবধান করলেন হাসনাত আব্দুল্লাহ