নাতনির বিয়ে খেয়ে বাড়ি ফেরা হলো না নানির
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
নীলফামারীর কিশোরগঞ্জে নাতনির বাড়ি থেকে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় চিনি বালা নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় কিশোরগঞ্জ টেংগনমারী সড়কের পুটিমারী শ্মশান বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা পুটিমারী ইউপির পৃর্ব পাড়া গ্রামের মৃত্যু মহেশ চন্দ্র ওরফে চিকা কবিরাজের স্ত্রী।
নিহতের স্বজনরা জানায়, চিনি বালা চাঁদখানা ইউপির বগুলাগাড়ি গ্রামে নাতনির বিয়ের দাওয়াত খেয়ে সন্ধায় অটোরিকশাযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন। পরে বাড়ির কাছে পুটিমারী শ্মশান বাজার নামক স্থানে এসে অটোরিকশা থেকে নামেন। এ সময় রাস্তা পারাপারের সময় টেংগনমারী অভিমুখে যাওয়া একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, দদন্ত) এস এম শরীফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।