বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

গোবিন্দগঞ্জে চিরকুট লিখে বৈদ্যুতিক মিটার চুরি, বিকাশে টাকা দিলেই ফেরত

বৈদ্যুতিক মিটার। ছবি: ঢাকাপ্রকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৈদ্যুতিক মিটার চুরি চক্রের অত্যাচারে বিপাকে পড়েছে কৃষক ও সেচযন্ত্রের মালিকসহ বিদ্যুৎ গ্রাহকরা। এমনকি মিটার চুরি চক্রটি চুরির পর সেখানে মোবাইল নম্বরসহ চিরকুটে লিখে দিয়ে যাচ্ছেন টাকা দিলেই মিটার পাওয়া যাবে।

চোরের দিয়ে যাওয়া নম্বরে যোগাযোগ করে অনেক ভুক্তভোগী বিকাশে ২ হাজার থেকে ৫হাজার টাকা দিয়ে ফেরত পাচ্ছেন চুরি যাওয়া মিটার। তবে এ রকম ঘটনায় আতঙ্কে ভুগছেন সাধারণ কৃষক, সেচ পাম্প ও চাতাল মালিকসহ স্থানীয় বিদ্যুৎ গ্রাহকরা।

জানা গেছে, উপজেলার হরিরামপুর, নাকাই, ফুলবাড়ী, গোবিন্দগঞ্জ পৌরসভার বেশ কিছু এলাকা থেকে গ্রাহকের বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটছে। সংঘবদ্ধ এই চোরেরা মিটার নিয়ে যাওয়ার সময় সেখানে চিরকুটে মোবাইল নম্বরসহ লিখে দিয়ে যায় এই নম্বর টাকা পাঠালেই ফেরত পাওয়া যাবে চুরি যাওয়া মিটার। ভুক্তভোগীরা চিরকুটে দেয়া নম্বরে যোগাযোগ করে ফেরত পাচ্ছেন মিটার। তবে নিরীহ ও অচ্ছল ব্যক্তিরা টাকা দিতে না পারায় বিড়ম্বনায় পড়ছেন।

পৌরসভার শিববাড়ী এলাকার যমুনা অটোরাইস মিলের মালিক নিরাঞ্জন কুমার তার মিটার চুরি হয়ে গেলে তিনি থানায় একটি সাধারণ ডাইরি করেন। কিন্তু এ ব্যাপারে কোন ফলাফল না পেয়ে চোরের দেয়া নম্বরে ৫হাজার টাকা দিয়ে চুরি যাওয়া মিটারটি ফেরত পেয়েছেন।

একই রকম ঘটনার শিকার হয়েছেন হরিরামপুরের রফিক, জাহিদুল ও খলিল মিয়া সহ ওই এলাকার বেশ কয়েকজন কৃষক ও সেচপাম্প মালিক। তারা এই চোর চক্রের হাত রক্ষা পেতে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্র্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ ঢাকাপ্রকাশকে বলেন, মিটার চুরির ব্যাপারে বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি। পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। খুব দ্রুত এই চোর চক্রের সদস্যদের শনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Header Ad
Header Ad

বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন ড. ইউনূস

বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন ড. ইউনূস। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৮ মার্চ চীনের বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম প্রধান।

মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংকালে রফিকুল আলম জানান, অধ্যাপক ইউনূসের চীন সফরের সূচি অনুযায়ী, ২৬ মার্চ বিকালে তিনি চীনের উদ্দেশ্যে রওনা হবেন। ২৭ মার্চ তিনি বোয়াও ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্সের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেবেন এবং ভাষণ প্রদান করবেন। একই দিনে চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক করার সম্ভাবনা রয়েছে।

২৮ মার্চ ড. ইউনূস বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হবেন। এই বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। পরের দিন, অর্থাৎ ২৯ মার্চ সকালে ড. ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং রাতেই তার বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, উচ্চপর্যায়ের এই সফরে আলোচিত দ্বিপাক্ষিক এজেন্ডাগুলো নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো কাজ করছে। সফর সম্পর্কে বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় শীঘ্রই একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করবে।

এছাড়া, আসন্ন আলোচনার জন্য বাংলাদেশের এজেন্ডা নির্ধারণে চলতি সপ্তাহের শুরুতে পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Header Ad
Header Ad

‘২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে’

ছবি: সংগৃহীত

বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সরকার প্রধানের প্রেস সচিব শফিকুল আলম।

ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে তিনি জানান, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে। এজন্য আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি পাবে।

এর আগে, রাজনৈতিক পটপরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তী সরকার বলেছিল যে, আওয়ামী লীগ সরকারের আমলে পরিসংখ্যান নিয়ে কারসাজি করা হয়েছে এবং বাংলাদেশ ২০২৬ সালে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করবে কি না তা নিয়ে তারা ‘ভাবছে’। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরীও বলেছিলেন, এলডিসি থেকে উত্তরণের সময় পিছিয়ে দেওয়ার কথা ভাবছে সরকার।

তবে একদিনের ব্যবধানেই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ঘোষণা দেয়। উল্লেখ্য, বাংলাদেশ ১৯৭৫ সাল থেকে জাতিসংঘের এলডিসি তালিকায় ছিল এবং ২০১৮ সালে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রাথমিক যোগ্যতা অর্জন করে।

বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় বর্তমানে ২,৭৪৯ ডলার, যা উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের প্রয়োজনীয় আয় ১,২৩০ ডলারের চেয়ে অনেক বেশি। মানব সম্পদ সূচকে ২০১৮ সালে বাংলাদেশের পয়েন্ট ছিল ৭২, যা উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের মানদণ্ড ৬৪-এর চেয়ে বেশি।

২০২১ সালের ২৫ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম বৈঠকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ করা হয়। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত সিডিপির বৈঠকে জানানো হয়, বাংলাদেশই একমাত্র দেশ যা টানা তিনটি মূল্যায়নে সব সূচকে পাস করেছে।

উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে ২০২৬ সালের পর ইউরোপের রপ্তানি বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা আর পাওয়া যাবে না। তবে, অন্তর্বর্তী সরকার এলডিসি থেকে উত্তরণে আসা চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে।

Header Ad
Header Ad

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি শোভনের বাবা গ্রেপ্তার

নুরুন্নবী চৌধুরী খোকন (ইনসটে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন)। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার নুরুন্নবী চৌধুরী খোকন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের বাবা।

পুলিশের তথ্য অনুযায়ী, জুলাই-আগস্টে ছাত্র জনতার ওপর হামলা সংক্রান্ত একটি মামলার এজাহার নামীয় আসামি ছিলেন তিনি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানিয়েছেন, শুক্রবার (১৪ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন ড. ইউনূস
‘২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে’
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি শোভনের বাবা গ্রেপ্তার
শুক্রবার থেকে বন্ধ হচ্ছে দেশের সব পর্ন ওয়েবসাইট
ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা থেকে সরে আসা নিয়ে যা বলল হামাস
গাম্বিয়ার সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীরতর করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্ত্রীসহ সাবেক বিজিবি প্রধান সাফিনুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মাগুরার শিশু ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা
আছিয়ার মরদেহ সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় নেওয়া হবে
ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস
সোয়া ২ কোটি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল
ধর্ষণের হুমকি পেলেন ভাইরাল কন্যা ফারজানা সিঁথি, অতঃপর...
যমুনা সেতু মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫
নওগাঁ মেডিকেল কলেজ নিয়ে ষড়যন্ত্র বন্ধ ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি
চুয়াডাঙ্গায় ১ লাখ ৪৭ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল
টাঙ্গাইলে ‘বঙ্গবন্ধু সেনানিবাস ও বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ’র নাম পরিবর্তন
নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল
বাংলাদেশ নিয়ে ভারতের মন্তব্য সার্বভৌমত্বে আঘাতের শামিল: পররাষ্ট্র মন্ত্রণালয়
হিন্দি ভাষায় দুটি রবীন্দ্রসঙ্গীত গাইতে ৩ কোটি টাকা চাইলেন অরিজিৎ সিং
দিল্লির হোটেলে ব্রিটিশ নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার দুই