বিশ্ব ইজতেমার জুবায়েরপন্থীরা তাদের নানা দাবি নিয়ে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনকালে লাইভ সম্প্রচার চলাকালে ডিবিসি নিউজের টাঙ্গাইলের স্টাফ রিপোর্টার সোহেল তালুকদার ‘জুবায়েরপন্থী’ শব্দ উচ্চারণ করায় তার উপর হামলা করেছে আন্দোলনরত জুবায়েরপন্থীর অনুসারীরা।
রবিবার (২২ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় অন্য সাংবাদিকরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা করা হয়। এতে ডিবিসি নিউজের সাংবাদিকসহ ৬ সাংবাদিক আহত হয়েছে।
আহত সাংবাদিকরা হচ্ছেন- ডিবিসি নিউজের টাঙ্গাইলের স্টাফ রিপোর্টার সোহেল তালুকদার, ভিডিও জার্নালিস্ট আশিকুর রহমান, চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি মাসুদ রানা, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি অলক কুমার দাস, বিডি নিউজের জেলা প্রতিনিধি মোল্লা তোফাজ্জল হোসেন, এখন নিউজের জেলা প্রতিনিধি কাওছার আহমেদ।
জানা যায়, গত ১৭ ডিসেম্বর রাতে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জুবায়ের পন্থীদের উপর হামলার ঘটনায় জড়িত টাঙ্গাইলে সাদপন্থীদের বিরুদ্ধে মামলা ও বিভিন্ন মসজিদে তাদের কার্যক্রম বন্ধসহ নানা দাবিতে রবিবার দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দিতে যান জুবায়ের পন্থীরা। এসময় ডিসি ও এসপির অসদাচরণের প্রতিবাদ ও দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে জুবায়েরপন্থীরা।
এ ঘটনার ডিবিসি নিউজে লাইভ চলাকালীন সময়ে টাঙ্গাইলের রিপোর্টার সোহেল তালুকদার ‘জুবায়েরপন্থী’ বাক্য উচ্চারণ করায় আন্দোলনকারীরা তার উপর হামলা চালায়। এসময় অন্য সাংবাদিকরা এগিয়ে গেলে তাদের উপরও হামলা করে জুবায়ের পন্থীরা।
আহত সাংবাদিকরা বলেন, এ ঘটনায় আমরা হতভম্ব। কিছু বুঝে ওঠার আগেই জুবায়ের পন্থীরা সন্ত্রাসীদের মত সাংবাদিকদের উপর হামলা করে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এদিকে, এমন ঘটনায় জুবায়েরপন্থীর নেতৃবৃন্দ সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে বসে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান এবং জাড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ জেলা কর্মরত সাংবাদিকরা। অতিদ্রুত জড়িতদের আইনের আওতায় আনা না হলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারা ।