যশোরে তিনজনের অমিক্রন শনাক্ত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নমুনা পরীক্ষায় তিনজনের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে রয়েছেন দুজন ভারতীয় এবং একজন বাংলাদেশি নাগরিক।
যবিপ্রবির জিনোম সেন্টার সূত্রে জানা যায়, বুধবার (১২ জানুয়ারি) জিনোম সিকোয়েন্সের মাধ্যমে তিনটি নমুনা পরীক্ষা করে বিশ্ববিদ্যালয়টির একদল গবেষক। তাদের পরীক্ষায় তিনজনের শরীরে ওমিক্রন ধরা পড়ে।
সূত্রে আরো জানা যায়, অমিক্রন শনাক্ত বাংলাদেশি নাগরিক ছিলেন ২৫ বছরের যুবক। এ ছাড়া ভারতীয় দুই নাগরিকের মধ্যে ছিলেন একজন পুরুষ, যার বয়স ৩০ বছর। অন্যজন নারী, তার বয়স ৪০ বছর। তিন দিন ধরে ঠান্ডা ও গলা ব্যাথার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন তারা।
এ বিষয়ে গবেষক দলটি জানিয়েছেন, করোনার নতুন এ ধরনের স্পাইক প্রোটিনে ৩০টিরও বেশি মিউটেশন বিদ্যমান। অমিক্রন শনাক্ত হওয়া তিনজনের ডাটা জিএসআইডি ডাটাবেজে জমা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে যবিপ্রবি উপাচার্য ড. আনোয়ার হোসেন বলেন, অমিক্রন শনাক্ত হওয়া তিনজনের ডাটা টিজিআইএসএআইডি ডাটাবেজে জমা দেওয়া হয়েছে। যবিপ্রবিতে ওমিক্রন শনাক্তের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।
উল্লেখ্য, করোনা সংক্রমণ শুরু হওয়ার পর যশোরাঞ্চলে যবিপ্রবিতেই প্রথম করোনা শনাক্তের কার্যক্রম শুরু হয়।
এমএম/এসআইএইচ