করোনার দ্বিতীয় ডোজ নিয়েও আক্রান্ত হচ্ছে শহরবাসী
ঝিনাইদহে নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের হার বাড়ছে। তৈরি হয়েছে শঙ্কা। করোনার এই চোখ রাঙানোর মাঝেও কোনো বিধি-নিষেধ মানছে না শহরবাসী। রবিবার (০৯ জানুয়ারি) ঝিনাইদহে ১৩টি নমুনা পরীক্ষায় ৬টি পজেটিভ ফলাফল আসে। পরের দুই দিন সোমবার ও মঙ্গলবার মিলে ৬৩টি নমুনা পরীক্ষায় ৮টি পজেটিভ ফল আসে। এর মধ্যে ২৩টি র্যাপিড এন্টিজেন টেস্ট ও ৩১টি জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হয়। এসব তথ্য জানিয়েছে ঝিনাইদহ সদর হাসপাতাল সূত্র।
সোমবার (১০ জানুয়ারি) ঝিনাইদহে দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হয়েছেন দ্বিতীয় ডোজ গ্রহণকারী ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। এ ছাড়া দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন অতিরিক্ত জেলা প্রকাশক (সার্বিক) সেলিম রেজা।
এদিকে নতুন ভ্যারিয়েন্ট অমিক্রণ আসায় অনেকে উপসর্গ বুঝতে পারছেন না বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাই অক্সিজেন ব্যবস্থাসহ সকল প্রস্তুতি নিয়ে রেখেছে ঝিনাইদহ সদর হাসপাতালের কোভিড সেল।
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোঃ হারুন অর রশীদ জানান, আমরা সকল প্রস্তুতি নিয়ে রেখেছি। আগামী সপ্তাহে আমরা ২টি আইসিইউ বেড পাচ্ছি। কিছুটা হলেও আমরা কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবো। সবাইকে কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন তিনি।
এমআর/এসআইএইচ