এবার ট্রাকচাপায় প্রাণ ঝড়ল বিআরবি কর্মকর্তার
কুষ্টিয়ায় থামছেই না সড়কে মৃত্যুর মিছিল। আজও ট্রাকচাপায় ঝড়ল আরো একজনের প্রাণ। কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় রাসেল (২৬) নামে একজন নিহত হয়েছেন। বুধবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়ীয়া কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর এলাকার আক্তার মল্লিকের ছেলে। তিনি বিআরবি গ্রুপে চাকরি করতেন বলে জানা গেছে।
এ বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার সময় পিছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে এ ঘটনার পর চালক পালিয়ে যায়। তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত বেশ কিছুদিন ধরে কুষ্টিয়াতে ট্রাকচাপায় নিহতের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে৷ সর্বশেষ গত ৯ জানুয়ারী রাতে দৌলতপুর উপজেলার তারাগুনিয়ায় ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারান৷ এর পরদিনই ১০ জানুয়ারি ভোরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ট্রাকচাপায় ভ্যানচালকসহ তিনজন নারী শ্রমিক নিহত হন৷ একজনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়৷ এরপর গতকাল (১১ জানুয়ারি) সকালে কুষ্টিয়ার মশান এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন একজন৷ তার মোটরসাইকেলটি ট্রাকের চাকার নীচে পড়ে দুমড়ে মুচড়ে যায়৷
এসএ/এসআইএইচ