ময়মনসিংহ জেলা হানাদার মুক্ত দিবস আজ
১৯৭১ সালের আজকের দিনে ভোরের সূর্য উঠার সাথে সাথে জয়বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠে পূরাতন ব্রহ্মপুত্র নদী বিধৌত মহুয়া মলুয়ার জনপদ ময়মনসিংহ।
দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১০ ডিসেম্বর ময়মরসিংহ হানাদার মুক্ত হয়। এইদিন মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী যৌথভাবে পাক সেনাদের পরাজিত করে তাদের কবল থেকে ময়মনসিংহকে মুক্ত করেন।
১৯৭১ সালের ৩ ডিসেম্বর ১১ নম্বর সেক্টরের এফ জে মুক্তিবাহিনী এবং ভারতীয় মিত্রবাহিনীর ১৩ রাজপুত রেজিমেন্ট ও ৯৫ ব্রিগেডের ৫৭ মাউন্টডিভিশন যৌথভাবে ময়মনসিংহ অঞ্চলে অবস্থানরত পাক- হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করে।
পরিকল্পনানুযায়ী মুক্তিবাহিনী সীমান্ত ঘেঁষা উপজেলা হালুয়াঘাট হয়ে যুদ্ধে অবতীর্ণ হয়। মুক্তিবাহিনীর আক্রমণে দিশেহারা হয়ে পড়ে এবং পাকিস্তানি সেনারা টিকতে না পেরে পিছু হটতে শুরু করে।
পাকিস্তানিরা ভীতসন্ত্রস্ত হয়ে ৯ ডিসেস্বর রাতের আঁধারে ময়মনসিংহ ছেড়ে টাঙ্গাইল হয়ে ঢাকার দিকে পালিয়ে যায়। পাক সেনারা পালিয়ে যাওয়ার আগে স্থানীয় রাজাকার ও আলবদরদের সহায়তায় অসংখ্য মানুষকে হত্যা করে এবং অনেক ব্রীজ ধ্বংস করে।
১০ ডিসেম্বর জেলার বিভিন্ন প্রান্ত থেকে মুক্তিসেনাদের পাশাপাশি মুক্তিকামী সাধারণ জনতা মিছিল নিয়ে ময়মনসিংহ শহরে জড়ো হন এবং মুক্ত হয় ময়মনসিংহ।
দিবসটি পালনের লক্ষে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।
আজ সকালে নগরীর ছোটবাজারে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন সাবেক ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধাগন। পরে একটি বিশাল র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক পদক্ষীণ করে।
এএজেড